আগামী সপ্তাহেই শুরু হয়ে যাচ্ছে লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ। ভোটারদের উৎসাহ দেওয়ার জন্য উত্তরাখণ্ডে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
১৯ এপ্রিল দেশের আরও কয়েকটি রাজ্যের মতো উত্তরাখণ্ডেও লোকসভা নির্বাচনে প্রথম দফার ভোটগ্রহণ। হিমালয়ের কোলের এই রাজ্যের মানুষ যাতে ভোটগ্রহণের বিষয়ে উৎসাহ পান, সে জন্য রেস্তোরাঁর বিলে ২০ শতাংশ ছাড় দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। উত্তরাখণ্ড হোটেল রেস্তোরাঁ অ্যাসোসিয়েশন জানিয়েছে, ১৯ এপ্রিল সন্ধে থেকে ২০ এপ্রিল পর্যন্ত রেস্তোরাঁয় খেতে গিয়ে আঙুলে ভোটের কালি দেখাতে পারলেই বিশেষ ছাড় দেওয়া হবে। এ বিষয়ে উত্তরাখণ্ডের হোটেল ও রেস্তোরাঁ মালিকদের সঙ্গে নির্বাচন কমিশনের চুক্তি হয়েছে। ভোটদানের হার বাড়ানোর লক্ষ্যেই রেস্তোরাঁর বিলে ছাড় দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক বিজয় কুমার যোগদণ্ডে জানিয়েছেন, উত্তরাখণ্ডে ভোটদানের হার যাতে বৃদ্ধি পায়, সে বিষয়ে অনেক সংগঠনই উদ্যোগ নিচ্ছে। উত্তরাখণ্ড হোটেল রেস্তোরাঁ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে বিশেষ প্রস্তাব দেওয়া হয়। নির্বাচন কমিশন সেই প্রস্তাবে সম্মতি জানিয়েছে। এই উদ্যোগ সফল হবে বলে আশা করা হচ্ছে।
উত্তরাখণ্ডে বাড়বে ভোটদানের হার?
নির্বাচন কমিশনের সঙ্গে বিশেষ চুক্তি প্রসঙ্গে উত্তরাখণ্ড হোটেল রেস্তোরাঁ অ্যাসোসিয়েশনের সভাপতি সন্দীপ সাহনি জানিয়েছেন, ‘১৯ এপ্রিল ভোটদান শেষ হওয়ার পর যাঁরা আমাদের হোটেলগুলিতে আসবেন, তাঁরা ২০ এপ্রিল পর্যন্ত খাবারের দামে ২০ শতাংশ ছাড় পাবেন। ভোটদানের হার যাতে বৃদ্ধি পায় এবং মানুষ যাতে ভোটদানের ব্যাপারে উৎসাহিত হয়ে ওঠেন, তার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে। হোটেল ও রেস্তোরাঁয় খাবারের বিলে ছাড় পাওয়ার জন্য শুধু আঙুলে ভোটদানের কালি দেখালেই হবে।’
উত্তরাখণ্ডে এক দফাতেই ভোট
এবারের লোকসভা নির্বাচনে উত্তরাখণ্ডে এক দফায় ভোটগ্রহণ করা হবে। এই রাজ্যে মোট ৫টি লোকসভা আসন রয়েছে। এই আসনগুলি হল তেহরি গাড়ওয়াল, গাড়ওয়াল, আলমোরা, নৈনিতাল-উধম সিং নগর ও হরদ্বার।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
Lok Sabha Elections 2024: লোকসভা নির্বাচনে প্রথম দফার প্রার্থীদের ১৬ শতাংশের নামে ফৌজদারি মামলা
গত লোকসভা নির্বাচনে প্রথম দফার ভোটের ধরণ কেমন ছিল? সম্পূর্ণ হিসেব জেনে নিন