ফের শক্তিশালী ঘূর্ণাবর্ত! কতটা ক্ষয়ক্ষতি হবে এই রাজ্যে? কমলা সতর্কতা জারি করল আবহাওয়া দফতর

সংক্ষিপ্ত

ভয়ঙ্কর শিলাবৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দফতর। গত সপ্তাহ থেকেই শুরু হয়ে গিয়েছে প্রবল তাপ প্রবাহ। তার মধ্যেই শিলাবৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দফতর।

ভয়ঙ্কর শিলাবৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দফতর। গত সপ্তাহ থেকেই শুরু হয়ে গিয়েছে প্রবল তাপ প্রবাহ। তার মধ্যেই শিলাবৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দফতর। উপ-হিমালয় পশ্চিমবঙ্গ এবং পার্শ্ববর্তী এলাকায় একটি ঘূর্ণাবর্ত সঞ্চালন অবস্থান করছে। যার জেরে শিলা বৃষ্টি হতে পারে বলে জানা গিয়েছে। মধ্য ভারত, বিদর্ভ এবং উচ্চ পার্বত্য অঞ্চলে বৃষ্টি ও শিলাবৃষ্টির পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা। ঘূর্ণাবর্তটি সমুদ্রপৃষ্ঠ থেকে ০.৯ কিমি পর্যন্ত বিস্তৃত।দক্ষিণ-পূর্ব রাজস্থানের সংলগ্ন এলাকায় আরও একটি ঘূর্ণাবর্ত সঞ্চালন রয়েছে। অন্যদিকে মধ্য মহারাষ্ট্রের উপর দিয়ে এগোচ্ছে আরেকটি ঘূর্ণাবর্ত। এর জেরে দেশের বিভিন্ন রাজ্যে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ধূলিঝড় বয়ে যেতে পারে বলেও সতর্কতা জারি করেছে আইএমডি।

ইতিমধ্যেই প্রায় গুজরাত ও রাজস্থানের তাপমাত্রা ৪০ ডিগ্রির কাছাকাছি পৌঁছেছে । রাজকোটে সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৪২ ডিগ্রিতে পৌঁছেছে, বারমেরে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২.৪ ডিগ্রি সেলসিয়াস। ১২ এপ্রিল পর্যন্ত মধ্য ভারতে শক্তিশালী বজ্রবিদ্যুৎ-সহ ঝড় ও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এছাড়াও মধ্য ভারতের অনেক জায়গায় প্রবল বাতাস এবং শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।দেশের উত্তর-পশ্চিম এবং মধ্য ভারতের বেশিরভাগ অংশ জুড়ে বর্তমানে প্রচণ্ড গরমের দাবদাহ চলছে। আবহাওয়ার ধরণ পরিবর্তনের কারণে গরম থেকে কিছুটা স্বস্তির সম্ভাবনা রয়েছে।

Latest Videos

অন্যদিকে হিমাচল এবং জম্মু ও কাশ্মীরের জন্য কমলা সতর্কতা জারি করল আবহাওয়া দফতর। হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীরের পাশাপাশি রাজস্থানের জন্য কমলা সতর্কতা জারি করা হল। আগামী ১৪ এপ্রিল রাজ্যের বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আইএমডি।

এই দিনে হিমাচলে সর্বোচ্চ ৬৪ থেকে ১১৫.৫ মিমি বৃষ্টিপাত রেকর্ড হতে পারে বলে জানা গিয়েছে। জম্মু ও কাশ্মীরের পাশাপাশি, ১৩ থেকে ১৪ এপ্রিল লাদাখে মুষলধারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এখানেও ১১৫ মিলিমিটার বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এছাড়াও ভারী তুষারপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, ১৪ এপ্রিল পশ্চিম উত্তর প্রদেশ এবং পূর্ব রাজস্থানে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজস্থানে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ধূলিঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে তেমন কোনও ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই পশ্চিমবঙ্গে। তবে এদিন এ রাজ্যে সামান্য ঝড় ও বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আইএমডি।

Share this article
click me!

Latest Videos

SSC Scam News: SSC দুর্নীতিতে বিজেপির দুর্দান্ত অ্যাকশন শুরু! রাজ্য সরকারকে ধুয়ে দিলেন দিলীপ ঘোষ
খোদ কলকাতায় বাস থেকে গেরুয়া পতাকা খোলালেন ওয়াকফ আন্দোলনকারীরা, ক্ষোভ উগড়ে দিলেন শুভেন্দু