Kangana Ranaut: মান্ডিতে কঙ্গনার বিরুদ্ধে কংগ্রেস প্রার্থী বিক্রমাদিত্য

Published : Apr 13, 2024, 05:46 PM ISTUpdated : Apr 13, 2024, 06:38 PM IST
Vikramaditya Singh

সংক্ষিপ্ত

এবারের লোকসভা নির্বাচনে সারা দেশের নজর হিমাচল প্রদেশের মান্ডির দিকে। এই কেন্দ্রে বিজেপি প্রার্থী বলিউড তারকা কঙ্গনা রানাউত।

এবারের লোকসভা নির্বাচনে হিমাচল প্রদেশের মান্ডিতে বিজেপি প্রার্থী বলিউড তারকা কঙ্গনা রানাউতের বিরুদ্ধে কংগ্রেস প্রার্থী হচ্ছেন রাজ্যের মন্ত্রী বিক্রমাদিত্য সিং। তাঁর মা প্রদেশ কংগ্রেস সভানেত্রী প্রতিভা সিং এই ঘোষণা করেছেন। মান্ডির তিনবারের সাংসদ প্রতিভা। কিন্তু এবার তিনি নিজে প্রার্থী হওয়ার বদলে ছেলেকে প্রার্থী করছেন। কঙ্গনার বিরুদ্ধে বিক্রমাদিত্যর লড়াই প্রসঙ্গে প্রতিভা বলেছেন, ‘মান্ডির মানুষ সবসময় আমাদের সঙ্গে আছেন। এবারও তাঁরা আমাদের সঙ্গেই থাকবেন। আমি কঠিন পরিস্থিতিতেও এই আসনে লড়াই করে জয় পেয়েছি। ফলে বিক্রমাদিত্য সম্পর্কে কঙ্গনা কী বলছে তাতে আমি গুরুত্ব দিচ্ছি না।’

বিক্রমাদিত্যর সঙ্গে বাদানুবাদ কঙ্গনার

সম্প্রতি কঙ্গনাকে আক্রমণ করে বিক্রমাদিত্য বলেছেন, 'প্রভু রামের কাছে আমার প্রার্থনা, দেব ভূমি হিমাচল থেকে যখন বলিউডে ফিরে যাবেন, তখন যেন শুভবুদ্ধি ও আশা পান কঙ্গনা। কারণ, তিনি নির্বাচনে জয় পাবেন না। তিনি হিমাচলের মানুষ সম্পর্কে কিছুই জানেন না।' পাল্টা বৃহস্পতিবার বিক্রমাদিত্যকে আক্রমণ করে কঙ্গনা বলেছেন, 'বিক্রমাদিত্য আমাকে ভয় দেখাতে পারবেন না। আমাকে মান্ডি থেকে সরিয়ে দিতেও পারবেন না তিনি। কারণ, এটা তাঁর পূর্বপুরুষদের রাজ্য নয়।' এর আগে কঙ্গনার বিরুদ্ধে গোমাংস খাওয়ার অভিযোগ এনে তাঁকে কটাক্ষ করেন বিক্রমাদিত্য। তাঁকে পাল্টা তোপ দেগেছেন কঙ্গনা

জমজমাট মান্ডির লড়াই

কঙ্গনা ও বিক্রমাদিত্যর আক্রমণ-পাল্টা আক্রমণে লোকসভা নির্বাচনের আগে থাকতেই মান্ডির লড়াই জমে উঠেছে। কঙ্গনাকে আক্রমণ করে বিক্রমাদিত্য বলেছেন, হিমাচল প্রদেশ ও মান্ডির বিষয়ে কথা বলা উচিত এই অভিনেত্রীর। হিমাচল প্রদেশে যখন বন্যা হয়েছিল, তখন কঙ্গনা একদিনের জন্যও সেখানে যাননি বলে কটাক্ষ করেছেন বিক্রমাদিত্য। মান্ডির কংগ্রেস প্রার্থীর দাবি, বন্যার সময় তিনি মানুষের পাশে থেকেছেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Kangana Ranaut: নেতাজিকে প্রথম প্রধানমন্ত্রী বলে ট্রোলড কঙ্গনা রানাউত

Kangna Ranaut: ঝাঁটা হাতে রাস্তায় নামলেন কঙ্গনা, মুহূর্তে ভাইরাল হল ভিডিও

বিদেশি পুরুষের হাত ধরে বেরিয়ে এলেন স্যাঁলো থেকে, প্রেম করছেন নাকি কঙ্গনা?

PREV
click me!

Recommended Stories

কবে ঠিক হবে IndiGoর বিমান পরিষেবা? একটি বিবৃতি জারি করে জানিয়েছে বিমান সংস্থাটি
মহিলা আর প্রবীণ রেলযাত্রীদের জন্য বরাদ্দ লোয়ার বার্থ, সুখবর দিলেন রেলমন্ত্রী