Kanhaiya Kumar: দিল্লিতে কানহাইয়া কুমারকে মালা পরাতে গিয়ে চড়, ছিটিয়ে দেওয়া হল কালি

Published : May 17, 2024, 10:33 PM ISTUpdated : May 17, 2024, 11:06 PM IST
Kanhaiya Kumar

সংক্ষিপ্ত

রাজনৈতিক মঞ্চে একাধিক নেতাকে চড়া মারা হয়েছে, জুতো ছোড়াও হয়েছে। এবার লোকসভা নির্বাচনের প্রচারে গিয়ে চড় খেলেন কংগ্রেস প্রার্থী কানহাইয়া কুমার।

শুক্রবার লোকসভা নির্বাচনের প্রচারে গিয়ে আক্রান্ত হলেন উত্তর-পূর্ব দিল্লির কংগ্রেস প্রার্থী কানহাইয়া কুমার। তাঁকে মালা পরাতে গিয়ে চড় কষালেন এক ব্যক্তি। কানহাইয়ার দিকে কালিও ছিটিয়ে দেওয়া হয়। কয়েকজন মিলে এই কংগ্রেস প্রার্থীকে শারীরিকভাবে হেনস্থা করে বলেও জানা গিয়েছে। কানহাইয়ার সঙ্গে প্রচারে ছিলেন আম আদমি পার্টির কাউন্সিলর ছায়া গৌরব শর্মা। কর্তার নগরে আম আদমি পার্টির দফতরের সামনে তাঁর সঙ্গেও কয়েকজন খারাপ ব্যবহার করেছে বলে অভিযোগ। দিল্লি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন ছায়া। এই ঘটনায় জাতীয় রাজনীতিতে চাঞ্চল্য তৈরি হয়েছে। তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ।

প্রকাশ্যে আক্রান্ত কানহাইয়া

উত্তর-পূর্ব দিল্লির ডেপুটি কমিশনার অফ পুলিশ জানিয়েছেন, ‘কর্তার নগরে আম আদমি পার্টি দফতরে গিয়ে কাউন্সিলর ছায়া শর্মার সঙ্গে বৈঠক করেন কানহাইয়া কুমার। এরপর তাঁরা যখন আম আদমি পার্টি দফতর থেকে বেরিয়ে আসেন, তখন কয়েকজন এগিয়ে গিয়ে কানহাইয়া কুমারকে মালা পরায়। এরপরেই কয়েকজন কানহাইয়া কুমারের দিকে কালি ছিটিয়ে দেয়। তারা কানহাইয়া কুমারকে নিগ্রহের চেষ্টাও করে। ছায়া শর্মা যখন বাধা দেওয়ার চেষ্টা করেন, তখন তাঁর সঙ্গে খারাপ ব্যবহার করে হামলাকারীরা। তারা ছায়া শর্মাকে হুমকিও দেয়।’

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

কানহাইয়া আক্রান্ত হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এই ভিডিও। দুই ব্যক্তি এই ঘটনার দায় স্বীকার করেছে। তারা বলেছে, ‘কানহাইয়া কুমার দেশ টুকরো করার কথা বলে, ভারতীয় সেনার বিরুদ্ধে কথা বলে। আজ আমরা ওকে শিক্ষা দিয়েছি। যারা দেশ টুকরো করার কথা বলে, তাদের আমরা দিল্লিতে ঢুকতে দেব না।’ এশিয়ানেট নিউজ বাংলা অবশ্য সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি। ফলে কারা কানহাইয়ার উপর হামলা চালাল, সেটা স্পষ্ট নয়।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

লক্ষ লক্ষ টাকা রয়েছে দলবদলু কানহাইয়া কুমারের, জানুন কংগ্রেস প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা

Communist in Congress: রাহুল গান্ধীর উপস্থিতিতে কানহাইয়া কুমারের দলবদল, মণীশ তিওয়ারির রহস্যময় টুইট

এবার কানহাইয়া কুমারের ভূমিকায়! ডিজিটালে পা ভাইজানের

PREV
click me!

Recommended Stories

Today Live News: বঙ্গে শীতের ইনিংস শুরু, সপ্তাহ শেষে পারদ পতনের ইঙ্গিত? এবার কী শীতে কাঁপবে বঙ্গবাসী
জয়শঙ্করের সামরিক বাহিনী নিয়ে মন্তব্যে ক্ষুদ্ধ পাকিস্তান, ভারতের বিরুদ্ধে বিবৃতি ইসলামাবাদের