Raaj Kumar Anand: 'দুর্নীতির সঙ্গে নিজের নাম জড়াতে পারব না,' পদত্যাগ দিল্লির মন্ত্রীর

Published : Apr 10, 2024, 05:10 PM ISTUpdated : Apr 10, 2024, 06:15 PM IST
Raaj Kumar Anand

সংক্ষিপ্ত

লোকসভা নির্বাচনের মুখে দুর্নীতি নিয়ে বিজেপি-র আক্রমণের মুখে পড়েছে আম আদমি পার্টি। এবার দলের মধ্যেই দুর্নীতি নিয়ে আক্রমণের মুখে পড়লেন অরবিন্দ কেজরিওয়াল।

দুর্নীতি নিয়ে অরবিন্দ কেজরিওয়ালকে তোপ দেগে আম আদমি পার্টি ছাড়লেন দিল্লির সমাজকল্যাণ মন্ত্রী রাজ কুমার আনন্দ। দল যখন কেজরিওয়ালের গ্রেফতারিকে রাজনৈতিক ষড়যন্ত্র বলে বিক্ষোভ দেখাচ্ছে, অনশন করছেন নেতা-কর্মীরা, তখন দলেরই মন্ত্রীর মন্তব্যে অস্বস্তিতে পড়ে গিয়েছে আম আদমি পার্টি। দল ও কেজরিওয়ালকে তোপ দেগে আনন্দ বলেছেন, ‘দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার জন্য আম আদমি পার্টির জন্ম হয়েছিল। কিন্তু আজ দল দুর্নীতিতে নিমজ্জিত হয়ে গিয়েছে। আমার পক্ষে মন্ত্র্রী পদে থাকা কঠিন হয়ে গিয়েছে। আমি দুর্নীতির সঙ্গে নাম জড়াতে পারব না। এই কারণে মন্ত্রী পদ ও দল থেকে পদত্যাগ করেছি। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে আমার যোগাযোগ হয়েছিল। কারণ, তিনি বলেছিলেন, রাজনীতি বদলালে তবেই দেশ বদলাবে। আজ রাজনীতি বদলায়নি, রাজনীতিবিদরা বদলে গিয়েছেন। আমি মুখ্যমন্ত্রীর দফতরে পদত্যাগ পত্র পাঠিয়ে দিয়েছি।’

দলিতদের অসম্মানের অভিযোগ

দল ছাড়ার পর আনন্দের অভিযোগ, ‘আম আদমি পার্টিতে দলিত বিধায়ক, মন্ত্রী, কাউন্সিলরদের উপযুক্ত সম্মান দেওয়া হয় না। আমি সমাজকে কিছু ফিরিয়ে দেওয়ার জন্য মন্ত্রী হয়েছি। দলিতদের প্রতিনিধিত্বের কথা উঠলে যে দল পিছিয়ে আসে, আমি সেই দলের সঙ্গে যুক্ত থাকতে চাই না।’

বিজেপি-তে যোগ দিচ্ছেন আনন্দ?

কেজরিওয়ালের মন্ত্রিসভার সদস্য পদত্যাগ করার পর বিজেপি-তে যোগ দিতে পারেন বলে রাজধানীর রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। আনন্দ অবশ্য বলেছেন, 'আমি কোনও দলে যোগ দিচ্ছি না।' তবে তাঁর ভবিষ্যৎ নিয়ে জল্পনা অব্যাহত। পদত্যাগী মন্ত্রীর 'এক্স' হ্যান্ডলের ডিসপ্লে পিকচার হিসেবে এখনও জেলবন্দি কেজরিওয়ালের ছবি জ্বলজ্বল করছে। তবে মন্ত্রিসভা ও দল ছাড়ায় এবার হয়তো ডিপি বদল করবেন তিনি। লোকসভা নির্বাচনের ঠিক মুখে আনন্দের পদত্যাগে চাপে আম আদমি পার্টি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Arvind Kejriwal: অরবিন্দ কেজরিওয়াল গ্রেফতারি বেআইনি নয়, দিল্লি আদালতের রায়ে আপাতত তিহার জেলে তিনি

Arvind Kejriwal: 'স্বাধীনতা সংগ্রামে শহিদ কেজরিওয়াল,' সুনীতার দাবি ঘিরে সোশ্যাল মিডিয়ায় তামাশা

Arvind Kejriwal: 'অরবিন্দ কেজরিওয়াল সিংহ, বেশিদিন আটকে রাখতে পারবে না,' হুঙ্কার স্ত্রীর

PREV
click me!

Recommended Stories

News Round Up: মোদীর রানাঘাটে জনসভা থেকে নানুরে তৃণমূল বুথ সভাপতি খুন- সারা দিনের খবর এক ক্লিকে
Babri Masjid Bengal : কেউ পক্ষে, কেউ সরব নিন্দায়! বঙ্গে বাবরি মসজিদ নিয়ে ফাটল খোদ মুসলিম সমাজেই!