গত ১০ বছর ধরে উত্তরপ্রদেশের বারাণসীর সাংসদ হলেও, এখনও নিজের রাজ্য গুজরাটেরই ভোটার নরেন্দ্র মোদী। মঙ্গলবার আমেদাবাদেই ভোট দিলেন তিনি।
ভোট দিয়ে বেরিয়ে এক বৃদ্ধার হাত থেকে রাখি পরলেন নরেন্দ্র মোদী। মঙ্গলবার তৃতীয় দফার ভোটের দিন আমেদাবাদে ভোট দিতে যান মোদী। ভোট দেওয়ার পর তিনি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা জনতাকে অভিবাদন জানাচ্ছিলেন। তিনি সবার দিকে হাত নাড়েন। সেই সময় সেখানে রাখি হাতে দাঁড়িয়েছিলেন এক বৃদ্ধা। তাঁর দিকে এগিয়ে যান মোদী। তিনি রাখি পরেন এবং ওই বৃদ্ধার কাছ থেকে আশীর্বাদ চেয়ে নেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিও। বিজেপি সমর্থকরা মোদীর সৌজন্যবোধের প্রশংসা করছেন। অনেকে আবার বিরোধীদের কটাক্ষ করে বলছেন, 'এভাবেই ইভিএম হ্যাক করেন মোদী'।
অমিত শাহের সঙ্গে ভোটগ্রহণ কেন্দ্রে মোদী
সোমবার রাতে গুজরাটে পৌঁছন মোদী। এরপর মঙ্গলবার সকালে তিনি ভোট দিতে যান। তাঁর সঙ্গে ছিলেন অমিত শাহ। পরিচিত পোশাক কুর্তা-পায়জামা ও গেরুয়া জ্যাকেট পরে ভোট দিতে যান মোদী। তিনি গাড়ি থেকে নেমে হেঁটে ভোট দিতে যান। রাস্তার পাশে ব্যারিকেড করে রেখেছিল পুলিশ। মোদীকে দেখার জন্য রাস্তার পাশে দাঁড়িয়েছিলেন বিভিন্ন বয়সের বহু মানুষ। ভোট দিয়ে বেরিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার পাশাপাশি আঙুলে ভোটদানের চিহ্ন দেখান মোদী। তিনি ভোটারদের সবাইকে ভোট দিতে আসার আহ্বান জানান। এর আগে সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমেও ভোটারদের উদ্দেশে একই আহ্বান জানান মোদী। তিনি লেখেন, ‘সবার কাছে আমার আহ্বান, আজ রেকর্ড সংখ্যায় ভোট দিন। সবার সক্রিয় যোগদান এই নির্বাচনকে নিঃসন্দেহে আরও আকর্ষণীয় করে তুলবে।’
মঙ্গলবার ৯৩ আসনে ভোট
মঙ্গলবার সকাল ৭টায় পশ্চিমবঙ্গসহ ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৯৩টি আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ভোটদানের হার ভালোই। তবে আরও ভোটদান চাইছেন মোদী।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
Lok Sabha Election 2024: আহমেদাবাদে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দেখুন সেই ভিডিও
"আইনি ব্যবস্থা নেওয়া হবে" মমতার মিমে পুলিশের নোটিশ! অন্যদিকে নাচের ভিডিয়োয় উলটো সুর মোদীর