সংক্ষিপ্ত

"ভিডিও না সরালে আইনি ব্যবস্থা নেওয়া হবে।" মমতার মিমে পুলিশে নোটিশ! অন্যদিকে নিচের নাচের ভিডিওয় উলটো সুর মোদীর

চিরকালই সমাজ মাধ্যমে রাজনৈতিক মিম বেশ জনপ্রিয়। ভোটের আগে তো সমাজ মাধ্যমের পর্দা আরও মিমে উপছে পড়ছে। বহু রাজনৈতিক নেতাকে নিয়ে মিম তৈরি হয়েছে ইতিমধ্যেই।

এবার মার্কিন ব়্যাপার লিল ইয়াচির স্টেজে ঢোকার ভিডিওকে অনুসরণ করে তৈরি হয়েছে মিম। মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে নিয়ে এই ধরণের মিম শেয়ার করায় বেশ কিছু নেটিজেনকে পুলিশি নোটিশ পাঠান হয়েছে।

এই নোটিশে লেখা রয়েছে যে, " এই ধরনের পোস্ট আইনশৃঙ্খলজনিত সমস্যা তৈরি করতে পারে। অবিলম্বে ভিডিও না সরালে আইনি ব্যবস্থা নেওয়া হবে।"

 

 

কিন্তু অন্যদিকে মিমের ব্যাপারে একেবারে উলটো সুর গাইলেন প্রাধানমন্ত্রী। কৃষ্ণা নামে এক এক্স হ্যান্ডেল ব্যবহারকারী মোদীকে নিয়ে একটি মিম ভিডিও শেয়ার করলে লেখেন , " এই ভিডিও শেয়ার করছি করাণ ডিক্টটর এরজন্য আমাকে গ্রেফতার করবেন না।"

এই ভিডিওটি পালটা রিট্যুইট করে মোদী লেখেন, " আপনাদের সকলের মতোই আমি আমার নিজের নাচের ভিডিও উপভোগ করছি। এর সঙ্গে তিনটি স্মাইলি ইমোজি শে্য়ার করে মোদী লেখেন, “নির্বাচনের সময় এই ধরনের পোস্ট আনন্দ দেয়”। এই ট্যুইটি দেখে আপ্লুত হয়েছেন মোদীর অনুরাগীরা। শেয়ার করে নিজের ভাবাবেগ প্রকাশ করেছেন অনেকেই।