Indian Railways: স্লিপার কোচের টিকিট নিয়ে এসি কামরায় উঠেছেন? কড়া শাস্তি পেতে পারেন

ভারতীয় রেলে ভ্রমণের সময় যাত্রীদের নানা অভিযোগ থাকে। তার মধ্যে অন্যতম হল সংরক্ষিত আসনে বিনা টিকিটের যাত্রীদের উঠে আসা। এই অভিযোগ অত্যন্ত গুরুতর হয়ে ওঠে।

Soumya Gangully | Published : May 30, 2024 6:52 AM IST / Updated: May 30 2024, 01:04 PM IST

উত্তর ভারতে যাওয়ার যে কোনও ট্রেনেই ভ্রমণের সময় অনেক যাত্রী আতঙ্কিত হয়ে থাকেন। শীতাতপ নিয়ন্ত্রিত কামরার টিকিট কেটেও অনেক সময়ই দেখতে হয় স্লিপার বা জেনারেল কামরার টিকিট নিয়ে অনেকে উঠে পড়েছে। টিকিট পরীক্ষকদের কাছ থেকে সবসময় সহযোগিতা পাওয়া যায় না বলেও অভিযোগ যাত্রীদের। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে এবার কড়া ব্যবস্থা নিতে চলেছে রেল। কোনও যাত্রী স্লিপার বা জেনারেল কামরার টিকিট নিয়ে শীতাতপ নিয়ন্ত্রিত কামরায় উঠলে কঠোর শাস্তি দেওয়ার যে নিয়ম রয়েছে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। ফলে কোনও যাত্রী যদি নির্দিষ্ট অঙ্কের ভাড়া দিয়ে ট্রেনের টিকিট নিয়ে কেটে অন্য ভাড়ার কামরায় উঠে পড়েন, তাহলে রেলের নিয়ম অনুযায়ী শাস্তি পেতে পারেন।

সারা দেশ থেকেই যাত্রীদের বিভিন্ন অভিযোগ

Latest Videos

গরমকালে বা কোনও উৎসবের সময় ট্রেনে অস্বাভাবিক ভিড় দেখা যায়। ভিড় সামলাতে স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হয়। কিন্তু তা সত্ত্বেও অনেক ট্রেনেই মাত্রাতিরিক্ত ভিড় দেখা যায়। যাত্রীদের নির্দিষ্ট কামরায় উঠে দেখতে হয় সেখানে আগে থাকতেই বৈধ টিকিট ছাড়া অন্যরা বসে আছে। তাদের নামিয়ে দেওয়াও যায় না। সারারাত বসে থাকতে হয়েছে এমন অভিজ্ঞতাও আছে অনেক যাত্রীর। হাওড়া-কাঠগোদাম বাঘ এক্সপ্রেস, হাওড়া-পুরী এক্সপ্রেস, জগন্নাথ এক্সপ্রেসের মতো ট্রেনগুলিতে এই সমস্যা বেশি দেখা যায়। তবে এবার এই সমস্যা মেটানোর উদ্যোগ নিচ্ছে রেল

কী শাস্তি দেয় রেল?

বিনা টিকিটে ট্রেনে উঠলে বা কম ভাড়ার টিকিট নিয়ে বেশি ভাড়ার কামরায় উঠে পড়লে রেলের নিয়ম অনুযায়ী জরিমানা করা হয়। কেউ জরিমানা দিতে না চাইলে সংশ্লিষ্ট যাত্রীকে যে কোনও স্টেশনে নামিয়ে দিতে পারেন টিকিট পরীক্ষকরা। কোনও যাত্রী ঝামেলা করলে ৩০ দিন পর্যন্ত কারাদণ্ডও হতে পারে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

দৈনিক প্রায় ৮০ হাজার টাকার টাওয়েল চুরি! লোকসান সামলাতে নাজেহাল রেল

গরমের ছুটিতে নিশ্চিন্তে ঢুঁ মেরে আসুন দার্জিলিংয়ে! উত্তরবঙ্গের আরও একটি ট্রেন দিল রেল

Metro Rail: ২০১৪ থেকে ২০২৪, মোদী সরকারের অধীনে ভারত জুড়ে নিত্যযাত্রীদের ব্যাপক সুবিধা তৈরি করেছে মেট্রো রেল

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'পূজা হতে দেব না,' হিন্দুদের হুমকি বাংলাদেশের মৌলবাদীদের | Bangladesh News
সাগর দত্তের নার্সিং স্টাফদের আর জি কর করে দেওয়ার হুমকি, প্রতিবাদে MSVP-কে ঘিরে বিক্ষোভ | Agitation
'ডাক্তারদের জন্যই আমার বাচ্চাটা চলে গেল!' কি ঘটেছিল Sagar Dutta Medical-এ? দেখুন
আর একটু বাকি! ফুঁসছে নদী, রাস্তার উপর দিয়ে বইছে জল, আলিপুরদুয়ারে বন্যা পরিস্থিতি Alipurduar Flood
Daily Horoscope Live: ২৮ সেপ্টেম্বর শুক্রবার সঙ্গীর সঙ্গে কোনও বিবাদ হতে পারে, দেখুন জ্যোতিষ কথা