Chhota Rajan: ২৩ বছর আগে খুনের মামলায় দোষী সাব্যস্ত গ্যাংস্টার ছোটা রাজন

গ্যাংস্টার ছোটা রাজন এবার কড়া শাস্তির মুখে পড়তে চলেছে। প্রায় আড়াই দশকের পুরনো খুনের মামলায় তাকে দোষী সাব্যস্ত করেছে মুম্বইয়ের আদালত।

২০০১ সালে হোটেল ব্যবসায়ী জয়া শেট্টির খুনের মামলায় দোষী সাব্যস্ত হল কুখ্যাত গ্যাংস্টার ছোটা রাজন। বৃহস্পতিবার এই রায় দিয়েছে মুম্বইয়ের আদালত। এই কুখ্যাত গ্যাংস্টারের কী শাস্তি হবে, সে বিষয়ে অবশ্য এখনও কিছু জানানো হয়নি। তবে আদালত সূত্রে খবর, এদিনই ছোটা রাজনের সাজা ঘোষণা করা হতে পারে। তার বিরুদ্ধে মহারাষ্ট্র কন্ট্রোল অফ অর্গানাইজড ক্রাইম অ্যাক্টে (মকোকা) মামলা দায়ের করা হয়েছিল। সেই মামলাতেই দোষী সাব্যস্ত হল এই কুখ্যাত অপরাধী। এদিন বিশেষ আদালতের বিচারপতি এ এম পাতিল ছোটা রাজনকে দোষী সাব্যস্ত করেন। তার বিরুদ্ধে খুনের অভিযোগ প্রমাণিত হয়েছে। এবার ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী সাজা দেওয়া হবে।

কে ছিলেন জয়া শেট্টি?

Latest Videos

মধ্য মুম্বইয়ের গামদেবীতে গোল্ডেন ক্রাউন হোটেলের কর্ণধার ছিলেন জয়া শেট্টি। তাঁর কাছ থেকে তোলা চেয়ে হুমকি দিচ্ছিল ছোটা রাজনের দলবল। বাধ্য হয়ে নিরাপত্তা চেয়ে পুলিশের দ্বারস্থ হন এই ব্যবসায়ী। তাঁর জন্য নিরাপত্তার ব্যবস্থাও করে মহারাষ্ট্র পুলিশ। কিন্তু ২০০১ সালের মার্চে হঠাৎই নিরাপত্তা তুলে নেওয়া হয়। এরপর ২০০১ সালের ৪ মে নিজের হোটেলেই দুই আততায়ীর গুলিতে প্রাণ হারান জয়া শেট্টি। এই মামলাতেই এবার দোষী সাব্যস্ত হল ছোটা রাজন

তিহার জেলে ছোটা রাজন

২০১৫ সালের অক্টোবরে ইন্দোনেশিয়ায় গ্রেফতার হয় ছোটা রাজন। এরপর তাকে ভারতে নিয়ে আসা হয়। এখন তিহার জেলে আছে এই অপরাধী। তার বিরুদ্ধে খুন, তোলাবাজি-সহ নানা অভিযোগ রয়েছে। সাংবাদিক জ্যোতির্ময় দে-র খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পেয়েছে ছোটা রাজন। এবার সে জয়া শেট্টির খুনের মামলাতেও দোষী সাব্যস্ত হল। ছোটা রাজনের বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে। ফলে সে আইনের হাত থেকে রেহাই পাচ্ছে না।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

ডন ছোটা রাজন থেকে সন্ত্রাসবাদী, জেনে নিন তিহার জেলে কেজরিওয়ালের প্রতিবেশী কারা

Scoop: প্রসেনজিতের ওয়েব সিরিজ ‘স্কুপ’-র বিরুদ্ধে মামলা দায়ের, আদালতের দারস্থ ছোটা রাজন

আবু সালেমের হাত থেকে বাঁচার আকুতি, ভূষণ কুমারের ভাইরাল ভিডিও ফাঁসের হুমকি সনুর

Share this article
click me!

Latest Videos

প্রয়াগে ডুব দিয়ে পবিত্র স্নান সারলেন যোগী আদিত্যনাথ | CM Yogi | Prayagraj | Mahakumbh 2025 |
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury