সংক্ষিপ্ত

এবারের লোকসভা নির্বাচনে ভোটগ্রহণের প্রতি দফার পরেই ইস্যু বদলে যাচ্ছে। এখন জাতীয় রাজনীতিতে সবচেয়ে বড় ইস্যু হয়ে গিয়েছে উত্তরাধিকার ও সম্পদ পুনর্বণ্টন।

উত্তরাধিকার হিসেবে নরেন্দ্র মোদীর আক্রমণের জবাব দিলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। সম্প্রতি মোদী দাবি করেছেন, ১৯৮৪ সালে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তির উপর থেকে কর তুলে দেন প্রধানমন্ত্রী হওয়া রাজীব গান্ধী। কারণ, তাঁর ছেলে রাহুল গান্ধী ও মেয়ে প্রিয়াঙ্কা উত্তরাধিকার সূত্রে ইন্দিরার সম্পত্তি পান। এরই জবাবে মধ্যপ্রদেশের মোরেনায় এক জনসভায় প্রিয়াঙ্কা দাবি করেছেন, ‘মোদীজি যখন ডায়াসে দাঁড়ান এবং আমার বাবাকে বিশ্বাসঘাতক বলেন, যখন তিনি বলেন, আমার বাবা তাঁর মায়ের সম্পত্তি উত্তরাধিকার সূত্রে নেওয়ার জন্য আইন বদলে দেন, তিনি বুঝবেন না, আমার বাবা উত্তরাধিকার সূত্রে কোনও সম্পদ পাননি। তিনি শুধু আত্মবলিদানের ভাবনাই পেয়েছিলেন।’

আত্মবলিদান নিয়ে হুঙ্কার প্রিয়াঙ্কার

নিজের দেহরক্ষীদের গুলিতেই মৃত্যু হয়েছিল ইন্দিরার। এলটিটিই জঙ্গিদের আত্মঘাতী হামলায় প্রাণ হারান রাজীব। তাঁদের 'শহিদ' বলে দাবি করেছেন প্রিয়াঙ্কা। তিনি বলেছেন, ‘১৯ বছর বয়সে আমি যখন বাবার ছিন্নভিন্ন শরীর নিয়ে বাড়ি ফিরেছিলাম, তখন সারা দেশের মতো আমিও হতাশ হয়ে পড়েছিলাম। আমার মনে হয়েছিল, আমি বাবাকে পাঠিয়েছিলাম, তাঁর সুরক্ষা নিশ্চিত করার দায়িত্ব ছিল আপনাদের। আমি আপনাদের উপর তাঁর দেখভাল করার দায়িত্ব দিয়েছিলাম। কিন্তু আপনারা জাতীয় পতাকায় তাঁর দেহাবশেষ মুড়ে ফিরিয়ে দিলেন। আমার ভুল ধারণা ছিল। আত্মবলিদানের অর্থ কী আমি জানি। আজ আমার বয়স ৫২ বছর। আমি প্রথমবার প্রকাশ্যে এ বিষয়ে কথা বলছি।’

মোদীকে তোপ প্রিয়াঙ্কার

মোদীকে আক্রমণ করে প্রিয়াঙ্কা আরও বলেছেন, ‘আত্মবলিদানের অনুভূতি কখনও বুঝতে পারবেন না মোদীজি। তিনি যখন খুশি ইন্দিরাজির মতো শহিদ সম্পর্কে যা খুশি বলেন। তিনি শুধু পরিবারতন্ত্রের রাজনীতি দেখেন, তিনি কখনও দেশভক্তি, দেশের প্রতি কর্তব্য দেখতে পান না। তিনি কখনও এসব বুঝতে পারবেন না।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Lok Sabha Election: আমেঠি আর রায়বরেলি নিয়ে দোলাচলে কংগ্রেস, কী বলেছেন রাহুল-প্রিয়াঙ্কা

Priyakna Gandhi: রায়বরেলি না দমন দিউ- কোথায় প্রার্থী হবেন প্রিয়াঙ্কা গান্ধী? কংগ্রেসের প্রার্থী তালিকা নিয়ে জল্পনা

লোকসভা ভোটে বারাণসীতে মোদীর মুখোমুখি প্রিয়াঙ্কা গান্ধী? নির্বাচনের আগে আলোচনা জোরদার