সংক্ষিপ্ত

লোকসভা নির্বাচনের ফল নিয়ে বিজেপি ও নরেন্দ্র মোদীকে তীব্র আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি রাজ্যের মানুষকে ধন্যবাদ জানিয়েছেন।

এবারের লোকসভা নির্বাচনে বিজেপি-র খারাপ ফলের দায় নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগ দাবি করলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, 'আমি খুশি মোদীজি সিঙ্গল লারজেস্ট মেজরিটি পায়নি। উনি ক্রেডিবিলিটি লস করেছেন। ওনার ইমিডিয়েট প্রধানমন্ত্রী থেকে রেজিগনেশন দেওয়া উচিত। কারণ, উনি বলেছিলেন, ইস বার ৪০০ পার। আমি কী বলেছিলাম আপনাদের? আমি বলেছিলাম, দোশো পার হবে কি না দেখে রাখুন। কারণ, কিছুটা হাতে রাখতে হয়। আমি বলেছিলাম পগার পার। এখন তাকে পায়ে ধরতে হচ্ছে টিডিপি-র আর পায়ে ধরতে হচ্ছে নীতীশের। এদের আমি খুব ভালো করে চিনি। এরা ইন্ডিয়াটাকে ভাঙতে পারবে না। বরং যারা ওদের সঙ্গে গিয়েছে, ওদের অত্যাচার কতটা চলবে জানি না।'

সংখ্যাগরিষ্ঠতা না থাকা নিয়ে বিজেপি-কে কটাক্ষ মমতার

বিজেপি-কে আক্রমণ করে মমতা আরও বলেছেন, 'টু-থার্ড মেজরিটি নেই। ইচ্ছামতো আইন পাশ আর পার্লামেন্টে হবে না। ইচ্ছামতো দমন-পীড়ন আর হবে না। ইডি-সিবিআই দমন-পীড়ন করলে আমরা ইন্ডিয়া টিম পুরোপুরি চেপে ধরব। অখিলেশ আমাকে এখনও বলেছে, কয়েকটা সিটে ওরা সার্টিফিকেট দিচ্ছে না। জেতার পরেও ইলেকশন কমিশন চেষ্টা করছে, যাতে বিজেপি-কে যদি আরও কিছু সিটে বাড়ানো যায়। এটা তাদের কাছে কাম্য নয়। উইথ রেসপেক্ট আমি রিকোয়েস্ট করব তাদের, ডোন্ট বিহেভ লাইক দিস। ইউ হ্যাভ টু কন্টিনিউ লং টাইম। রেসপেক্ট দ্য ভারডিক্ট অফ দ্য পিপল।'

রাজ্যের মানুষকে ধন্যবাদ মমতার

এবারের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের যে ফল হয়েছে তার জন্য রাজ্যের মানুষকে ধন্যবাদ জানিয়েছেন মমতা। তাঁর দাবি, আরও কয়েকটি আসন বাড়তে পারত।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

মমতা-অভিষেক সমীকরণে বাংলায় সবুজ ঝড়, উৎসবে মাতলে তৃণমূল কর্মীরা, দেখুন ছবি

BJP News: রাজ্য বিজেপির বিপর্যয় থেকে দিলীপের পিছিয়ে পড়া, মুখ রক্ষাই দায় শুভেন্দু অধিকারীর

YouTube video player