এবারের লোকসভা নির্বাচনে অনেক রাজ্যেই অপ্রত্যাশিত ফল দেখা গিয়েছে। এমন বেশ কয়েকজন প্রার্থী হেরে গেলেন যাঁদের জয় প্রত্যাশিত ছিল। পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, জম্মু ও কাশ্মীরের মতো রাজ্যগুলিতে এরকম ফল দেখা গেল।
এবারের লোকসভা নির্বাচনে আমেঠিতে বিশাল ব্যবধানে হেরে গেলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি
আমেঠিতে কংগ্রেস প্রার্থী কিশোরী লালের কাছে ১ লক্ষ ৬০ হাজার ভোটে হেরে গেলেন স্মৃতি ইরানি। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে রাহুল গান্ধীর বিরুদ্ধে জয় পেলেও, এবার হেরে গেলেন স্মৃতি।
হিমাচল প্রদেশের মান্ডিতে কঙ্গনা রানাউতের কাছে হেরে গেলেন বিক্রমাদিত্য সিং
হিমাচল প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী বীরভদ্র সিংয়ের ছেলে বিক্রমাদিত্য সিং এবারের লোকসভা নির্বাচনে মান্ডি কেন্দ্রে বিজেপি প্রার্থী অভিনেত্রী কঙ্গনা রানাউতের কাছে হেরে গেলেন।
67
নির্দল প্রার্থীর কাছে বড় ব্যবধানে হেরে গেলেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা
নির্দল প্রার্থী আবদুল রশিদ শেখের বিরুদ্ধে ২ লক্ষেরও বেশি ভোটে গেলেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। ফলে বড় ধাক্কা খেল ন্যাশনাল কনফারেন্স।
77
জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিও এবার হেরে গেলেন
জম্মু অ্যান্ড কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স প্রার্থী মিয়াঁ আলতাফ আহমেদের বিরুদ্ধে ২.৮ লক্ষেরও বেশি ভোটে হেরে গেলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি।