Smriti Irani: আমেঠিতে কংগ্রেস প্রার্থী কিশোরী লালের কাছে হার স্মৃতি ইরানির

Published : Jun 04, 2024, 03:40 PM ISTUpdated : Jun 04, 2024, 04:34 PM IST
smriti irani

সংক্ষিপ্ত

এবারের লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে বিজেপি-র ফল একেবারেই ভালো হল না। একাধিক কেন্দ্রে হারের মুখে কেন্দ্রীয় মন্ত্রীরা। তাঁদের অন্যতম স্মৃতি ইরানি।

উত্তরপ্রদেশের আমেঠি লোকসভা কেন্দ্রে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির বিরুদ্ধে জয় পেলেন কংগ্রেস প্রার্থী কিশোরী লাল। তাঁর বিরুদ্ধে লড়াই করতেই পারলেন না গতবার এই কেন্দ্র থেকে জয় পাওয়া স্মৃতি। গান্ধী পরিবারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কিশোরী লাল। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে আমেঠিতে স্মৃতির কাছে হেরে যান রাহুল গান্ধী। এবার আমেঠির বদলে রায়বরেলিতে প্রার্থী হয়েছেন রাহুল। তিনিও কেরালার ওয়েনাড়ের পাশাপাশি রায়বরেলিতেও এগিয়ে। আমেঠি আসন পুনরুদ্ধার করল কংগ্রেস। কিশোরী লালের এই সাফল্যে উচ্ছ্বসিত কংগ্রেস ও গান্ধী পরিবার। কিশোরী লালকে অভিনন্দন জানিয়েছেন কংগ্রেস সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী। অন্যদিকে, এই ফলে হতাশ গেরুয়া শিবির।

কিশোরী লালের জয়ে উচ্ছ্বসিত প্রিয়াঙ্কা

আমেঠিতে কিশোরী লাল জয় পাওয়ার পর 'এক্স' হ্যান্ডলে প্রিয়াঙ্কা লিখেছেন, ‘কিশোরী ভাইয়া, আমার কোনওদিনই সন্দেহ ছিল না। আমি প্রথম থেকেই নিশ্চিত ছিলাম, আপনি জয় পাবেন। আপনাকে এবং আমেঠিতে আমার প্রিয় ভাই-বোনেদের আন্তরিক অভিনন্দন।’ পাল্টা গান্ধী পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন কিশোরী লাল। তিনি বলেছেন, 'এটা গান্ধী পরিবার ও আমেঠির মানুষের জয়।'

আমেঠিতে কীভাবে বদলে গেল ফল?

২০১৪ সালের লোকসভা নির্বাচনে আমেঠিতে রাহুলের কাছে হেরে যান স্মৃতি। কিন্তু তিনি ২০১৯ সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্রেই লড়াই করে রাহুলকে হারিয়ে দেন। ফলে এবারও জয় পাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলেন স্মৃতি। তিনি রাহুলকে আমেঠিতে প্রার্থী হওয়ার চ্যালেঞ্জ জানান। কিন্তু রাহুলের বদলে প্রার্থী হন কিশোরী লাল। তাঁর কাছেই হেরে গেলেন স্মৃতি। তিনি কি অতিরিক্ত আত্মবিশ্বাসের ফলেই হেরে গেলেন? বিশ্লেষণ চলবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Suresh Gopi: ত্রিসুরে জয়ের পথে সুরেশ গোপী, কেরালায় প্রথমবার আসন পাচ্ছে বিজেপি

Lok Sabha Election Result 2024: প্রধানমন্ত্রী মোদী এবং অমিত শাহ উভয়েই ফোন চন্দ্রবাবু নাইডুকে

Counting News: একক গরিষ্ঠতা হারাতে পারেন নরেন্দ্র মোদী, সেঞ্চুরির অপেক্ষায় কংগ্রেস

PREV
click me!

Recommended Stories

ইম্ফল রোডে তোলাবাজির অভিযোগ, ইউএনএলএফ ক্যাডারকে গ্রেফতার করল মণিপুর পুলিশ
'ভারত বাবরের দেশ নয়', হুঙ্কার রামদেবের, পাল্টা তোপ তৃণমূলের শত্রুঘ্নর