Rajinikanth: চেন্নাইয়ে ভোট দিলেন রজনীকান্ত, ঘিরে ধরলেন উচ্ছ্বসিত অনুরাগীরা, ভাইরাল ভিডিও

Published : Apr 19, 2024, 11:51 AM ISTUpdated : Apr 19, 2024, 12:30 PM IST
Rajinikanth

সংক্ষিপ্ত

দায়িত্ববান নাগরিক হিসেবে সবসময় কর্তব্য পালন করতে দেখা যায় তামিল চলচ্চিত্র তারকা রজনীকান্তকে। শুক্রবার সকালেও তাঁকে চেন্নাইয়ে ভোট দিতে দেখা গেল।

তামিল ছবির মেগাস্টার রজনীকান্ত যখন যেখানেই যান সবসময় তাঁকে ঘিরে জনতার ঢল দেখা যায়। ভোটের সময়ও এর ব্যতিক্রম হল না। শুক্রবার সকালে চেন্নাইয়ের স্টেলা মারিস কলেজে ভোট দিতে যান রজনীকান্ত। সেই সময় সেখানে বহু মানুষ ভোট দিতে গিয়েছিলেন। তাঁরা নিজেদের ভোটদান ভুলে গিয়ে প্রিয় তারকাকে ঘিরে উচ্ছ্বাসে মেতে ওঠেন। ভোটগ্রহণ কেন্দ্রেই রজনীকান্তকে নিয়ে উন্মাদনা চরমে পৌঁছে যায়। কোনওরকমে ভোট দিয়ে বুথ ছাড়েন রজনীকান্ত। তাঁকে ঘিরে জনতার উচ্ছ্বাসের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। নিজে ভোট দেওয়ার পাশাপাশি অন্যদেরও গণতান্ত্রিক কর্তব্য পালন করার বার্তা দিয়েছেন রজনীকান্ত।

নিজের কর্তব্য পালন রজনীকান্তের

যে কোনও সামাজিক ক্ষেত্রে বরাবরই নিজের কর্তব্য পালন করতে এগিয়ে আসেন রজনীকান্ত। তিনি কোনওবারই ভোটের সময় বুথে যাওয়া থেকে বিরত থাকেন না। এবারের লোকসভা নির্বাচনেও ভোট দিলেন এই তারকা। তিনি কোনওদিনই সরাসরি কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন। তবে সব দলের নেতানেত্রীদের সঙ্গেই তাঁর সম্পর্ক বেশ ভালো। শুক্রবার সকালে বুথে গিয়ে ভোট দেওয়ার পর বাইরে এসে অন্যদেরও ভোট দেওয়ার ব্যাপারে উৎসাহিত করেন রজনীকান্ত। তিনি বলেন, ‘ভোটদানে বিরত থাকা গর্বের বিষয় নয়। ভোট দেওয়া সব নাগরিকের মৌলিক দায়িত্ব।’

 

 

ভোট দিতে যাচ্ছেন তারকারা

রজনীকান্তের পাশাপাশি শুক্রবার সকালে ভোট দিতে যান তামিল ছবির অপর এক তারকা অজিত কুমার। সকাল ৭টায় ভোটদান শুরু হওয়ার কথা থাকলেও, সকাল ৬টা বেজে ৪০ মিনিটেই তিরুভানমিয়ুরে ভোটগ্রহণ কেন্দ্রে পৌঁছে যান অজিত কুমার। তিনি লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করার পর ভোট দেন। এই চলচ্চিত্র তারকাকে ঘিরেও মানুষের উন্মাদনা দেখা যায়। অজিত কুমারও নিজে ভোট দেওয়ার পাশাপাশি অন্যদের ভোট দিতে উৎসাহ দেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

ভোট দেওয়া আটকাতে অশ্রাব্য ভাষায় গালি, ইটবৃষ্টি, বিজেপির পক্ষ থেকে বিস্ফোরক ভিডিও প্রকাশ

রাজ্যের তিন কেন্দ্রের ভোটগ্রহণে ঝরল রক্ত, বেলা গড়াতেই বিক্ষিপ্ত অশান্তি থেকে বোমাবাজি

PREV
click me!

Recommended Stories

8th Pay Commission: অষ্টম বেতন কমিশনে বেতন বৃদ্ধি নিয়ে ঘনাচ্ছে রহস্য? কর্মচারী ও পেনশনভোগীরা খুঁজছে উত্তর
জেনে নিন আজ শহরের ডিজেল ও পেট্রোলের দাম কত