সংসদের নিরাপত্তায় বড়সড় ফাঁক! তড়িঘড়ি সর্বদলীয় বৈঠক ডাকলেন স্পীকার ওম বিড়লা

নিরাপত্তা লঙ্ঘনের ঘটনার পর লোকসভার স্পিকার ওম বিড়লা বিকেল চারটায় সব দলের নেতাদের বৈঠক ডেকেছেন। হাউসে বিরোধী দলের সদস্যদের স্লোগানের মধ্যেই বৈঠক ডাকার কথা জানান বিড়লা।

নিরাপত্তা লঙ্ঘনের ঘটনার পর লোকসভার স্পিকার ওম বিড়লা বিকেল চারটায় সব দলের নেতাদের বৈঠক ডেকেছেন। হাউসে বিরোধী দলের সদস্যদের স্লোগানের মধ্যেই বৈঠক ডাকার কথা জানান বিড়লা। তিনি বলেন, আপনাদের সবার পরিস্থিতি বুঝতে পারছি, এ বিষয়ে বিকেল চারটায় সব দলের বৈঠক ডাকা হয়েছে। এর পরে, বিড়লা আনুমানিক আড়াইটে নাগাদ বিকাল ৪টা পর্যন্ত সংসদের কার্যবিবরণী স্থগিত করেন।

এদিকে, লোকসভায় টিয়ার গ্যাস নিয়ে হামলা প্রসঙ্গে রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখর বলেন, 'আমি বিষয়টি জানতে পেরে নিরাপত্তা পরিচালককে ফোন করেছি। আমি তাকে আপডেট দিতে বললাম। এই বিষয়ে আমি সে সময় তিনি আমাকে যে তথ্য দিয়েছিলেন তা আপনাদের সবার সাথে শেয়ার করেছি। হ্যাঁ, এটি উদ্বেগের বিষয়, তবে আমাদের আরও তথ্যের জন্য অপেক্ষা করা উচিত। আরও তথ্য পেলে আমরা বিবেচনা করতে পারব।'

Latest Videos

উল্লেখ্য, বুধবার লোকসভায় শীতকালীন অধিবেশনে ‘জিরো আওয়ার’-এ হুলস্থুল ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা যায় হামলাকারী দু’জনের নামও। দিল্লি পুলিশের হাতে আটক হন সাগর শর্মা নামে এক জন। তিনিই পুরো ঘটনায় ‘নেতৃত্ব’ দিচ্ছিলেন বলে অভিযোগ। লোকসভায় ঢুকে সভা চলাকালীন হামলা চালান দুই যুবক। তাঁরা সভার মাঝে ‘রং বোমা’ ছোড়েন এবং স্লোগান দিতে শুরু করেন। আচমকা লোকসভায় এই হামলা চাঞ্চল্য সৃষ্টি করে সাংসদদের মধ্যে।

গ্যাস দেখে সভায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওই ধোঁয়া বিষাক্ত হতে পারে, সেই আতঙ্কে ত্রস্ত হয়ে পড়েন সাংসদেরা। হামলাকারীরা স্লোগান দিচ্ছিলেন বলে অভিযোগ। দুই সাংসদ দ্রুত তাঁদের ধরে ফেলেন এবং নিরাপত্তারক্ষীদের হাতে তুলে দেন। বিজেপি সাংসদ খগেন মুর্মু‌ বক্তৃতা রাখার সময় এই ঘটনায় বিরাট চাঞ্চল্য ছড়ায়। লোকসভার ওয়েলে কাঁদানে গ্যাস নিয়ে ঢুকে পড়েন ওই ২ ব্যক্তি। আচমকা তাঁদের ঢুকে পড়া আটকাতে পারেননি কোনও রক্ষী।

উল্লেখ্য, ২২ বছর আগে, ২০০১ সালের সংসদ হামলা ঘটেছিল এই একই তারিখে, ১৩ ডিসেম্বর। ২০২৩ সালে এসে সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল বলা যেতে পারে। কাঁদানে গ্যাসের গোলা নিয়ে সংসদের মধ্যে কীভাবে ২ জন অজ্ঞাতপরিচয়ের মানুষ ঢুকে পড়ল, তা এখনও স্পষ্ট নয়, এর পেছনে নিরাপত্তার গাফিলতি রয়েছে বলেই মনে করছেন সকলে।

আরও খবরের জন্য এশিয়ানেট নিউজ বাংলা হোয়াটসঅ্যাপ চ্যানেলে চোখ রাখুন, এখানে ক্লিক করুন।

Share this article
click me!

Latest Videos

গভীর রাতে ধানক্ষেতে ভয়াবহ দৃশ্য! শিউরে উঠবেন আপনিও, আতঙ্কে গোটা Jaynagar, দেখুন | South 24 Parganas
প্রয়াগে ডুব দিয়ে পবিত্র স্নান সারলেন যোগী আদিত্যনাথ | CM Yogi | Prayagraj | Mahakumbh 2025 |
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এ কী করলো নাবালিকার সঙ্গে! চমকে যাবেন আপনিও, চাঞ্চল্য Nabadwip-এ | Nadia
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury