নেহেরু মহান হলে পরিবার কেন তাঁর পদবী ব্যবহার করে না? রাজ্যসভায় রাহুলকে খোঁচা মোদীর

আদানি ইস্যুতে প্রবল হৈহট্টগোলের মধ্যেই কংগ্রেসকে নিশানা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বলেন লোকে কাদা ছেটালেও পদ্ম ফুটবে।

 

আদানি ইস্যুতে একটি কথা না খরচ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার বৃহস্পতিবার রাজ্যসভায় বিরোধী দলগুলিকে নিশানা করেন। তিনি নিজের ভঙ্গিতেই বলে দিলেন, ময়লা যতই উড়বে, ততই পদ্ম ফুটবে। তিনি আরও বলেন, 'সংসদে কিছু সদস্যের আচার আচরণ ও কথার ভঙ্গিমা গোটা দেশের কাছেই হতাশাজনক। আমি এই ধরনের মানুষদের বলব, যতই কাদা ছুড়ুক না কেন ততই বেশি পদ্ম ফুটবে। পদ্মকে সাহায্য করার জন্য প্রস্ফুটিত ও বিকশিত করার জন্য আমরা বিরোধীদের ধন্যবাদ জানাব। ' রাজ্যসভায় এমনই বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।

এদিন রাজ্যসভায় রাষ্ট্রপতির ভাষণের ধন্যবাদ জানাতে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। সেখানেই তিনি কংগ্রেস-সহ বিরোরীধ রাজনৈতিক দলগুলিকে আক্রমণ করেন। তিনি বলেন বিরোধীরা বিজ্ঞান-প্রযুক্তি সবকিছুরই বিরোধিতা করে নিজেদের রাজনৈতিক স্বার্থের জন্য। তিনি আরও বলেন, বিরোধীরা রাজনীতি করতে গিয়ে নিজের দেশের বিজ্ঞানীদেরও রেয়াত করেনি, যারা দেশের মানুষের জন্য রাতদিন এক করে কোভিড-১৯এর ভ্যাক্সিন তৈরি করেছিল। তিনি বলেন তার সরকারকে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কঠোর পরিশ্রম করছে। তিনি জানিয়ে দেন ভারত আত্মনির্ভর ভারত প্রকল্পের মাধ্যে ১ কোটি টাকার যুদ্ধের সরঞ্জাম রফতারি করেছে। তারপরই তিনি নিজের সভাব সুলভ ভঙ্গিতে নেহেরু-গান্ধী পরিবারকে নিশানা করেন। তিনি বলেন, সংবাদ মাধ্যমের কথা যদি ধরে নেওয়া হয় তাদের গান্ধী ও নেহেরু পরিবারের নামেই ৬০০টি দুর্নীতির খবর পাওয়া যাবে। তারপরই তিনি রাহুল গান্ধীকে খোঁচা দিয়ে বলেন, 'নেহেরু যদি মহান ব্যক্তি হতেন তাহলে পরিবার কেন নেহেরু পদবী ব্যবহার করতে পিছপা হয়। '

Latest Videos

এদিন রাজ্যসভায় প্রধানমন্ত্রী বক্তব্য শুরু করার সঙ্গে সঙ্গেই বিরোধী সদস্যরা হাউসের মধ্যে নেমে চলে আসে। তারা গৌতম আদানির বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করে। আদানিদের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্তের জন্য তারা যৌথ সংসদীয় কমিটির তদন্তের দাবি জানায়। মোট কথা এদিনও হিন্ডেনবার্গ রিপোর্ট নিয়ে উত্তাল হয়ে ওঠে সংসদ।

বিরোধীরা গৌতম আদানির সংস্থাকে সহযোগিতা করার অভিযোগ তুলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে। রাহুল গান্ধী লোকসভায় দাঁড়িয়ে আদানি-মোদী সম্পর্কের হিসেব নিকেশ চেয়েছেন। অন্যদিকে রাজ্য়সভাতেও কংগ্রেস সাংসদ মল্লিকার্জুন খাড়গে আদানি ইস্যুতে গতকালই সরব হয়েছিলেন। যাইহোক এবার আসি পোশাক তরজায়। বুধবার রাজ্যসভায় আদানি ইস্যুতে সুর চড়িয়েছিল খাড়গে। তিনি বলেছিলেন প্রধানমন্ত্রী বলেছিলেন 'না খাউঙ্গা, না খানে দুঙ্গা (আমি দুর্নীতিগ্রস্ত হব না। অন্যদেরও হতে দেব না।)' তারপরই খাড়গে বলেন, এখন দেখা যাচ্ছে দেশের মুষ্টিমেয় কিছু শিল্পপতি ধনী হচ্ছে। সেই তালিকায় রয়েছে মোদীজির ঘনিষ্ট এক শিল্পপতি। 

আরও পড়ুনঃ

কিমের উত্তরসুরি কি তার ১০ বছরের ছোট্ট মেয়ে, সেনা বাহিনীর অনুষ্ঠানে কড়া বার্তা জু এ-র

দিল্লির শ্রদ্ধা ওয়াকার হত্যাকাণ্ডে নয়া মোড়, নিহতের মুণ্ডের সন্ধানে পুলিশের হাতে এল হাড়হিম করা তথ্য

Vande Bharat: খাবারে এত তেল কেন? বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রীর ভিডিও ভাইরাল হতেই তৎপর IRCTC

 

Share this article
click me!

Latest Videos

New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar
কেন চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছিল? আসল কারন ফাঁস করলেন Suvendu Adhikari, শুনলে চমকে উঠবেন
ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today
অনলাইনে পুজোর দেওয়ার নামে প্রতারণা! ঘাড় ধরে নিয়ে গেল পুলিশ | Hooghly News Today