বাজেট পেশের একটু আগেই মধ্যবিত্তের জন্য খুশির খবর! দাম কমল LPG রান্নার গ্যাসের

Published : Feb 01, 2025, 11:24 AM IST

আজ থেকেই কার্যকর! এলপিজি গ্যাসের দাম কমল। কলকাতায় দাম কত হল? জানুন কলকাতা-সহ দেশের অন্যান্য রাজ্যে কত দাম হল জানুন

PREV
110

LPG Cooking gas price Drop: বাজেট পেশের একটু আগেই মধ্যবিত্তের জন্য এল দুর্দান্ত খবর। কমল রান্নার গ্যাসের দাম।

210

এবার থেকে এলপিজি (LPG) বাণিজ্যিক গ্যাসের দাম সাত টাকা কমল।

310

আজ ১ ফেব্রুয়ারি শনিবার থেকেই এই দামে মিলবে গ্যাসের দাম।

410

এখন কলকাতায় এই বাণিজ্যিক গ্যাসের দাম কমল ৪ টাকা। 

510

অর্থাৎ কলকাতায় দাম আজ থেকে কমে হল ১,৯০৭ টাকা।

610

তবে বাণিজ্যিক গ্যাসের দাম কমলেও গৃহস্থ রান্নার গ্যাসের দাম কমেনি। 

710

শেষ ১১ মাস আগে এই গ্যাসের দাম কমেছিল। 

810

দিল্লিতে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ৭ টাকা কমে হল ১,৭৯৭ টাকা

910

চেন্নাইতে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ৬ টাকা কমে হল ১,৯৫৯ টাকা

1010

মুম্বইতে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম সাড়ে ৬ টাকা কমে হল ১,৭৪৯ টাকা

click me!

Recommended Stories