বছরের শেষ মাসে বাড়তে চলেছে রান্নার গ্যাসের দাম, মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ

Published : Dec 01, 2024, 09:35 PM IST

আলু, পেঁয়াজ-সহ সবজির দাম ঊর্ধ্বমুখী। এই পরিস্থিতিতে বছরের শেষ মাসে রান্নার গ্যাসের দামও বাড়তে চলেছে। এছাড়া আরও কিছু খরচ বাড়তে চলেছে। এত খরচের ধাক্কা সামাল দেওয়া নিয়ে চিন্তায় মধ্যবিত্ত।

PREV
18
রবিবার বছরের শেষ মাস শুরু হয়েছে, এই মাসেই মধ্যবিত্তর উপর একগুচ্ছ খরচের ধাক্কা আসতে চলেছে

রবিবার ছুটির দিন হওয়ায় বিশেষ কিছু বোঝা যাচ্ছে না। তবে সোমবার থেকেই হয়তো বেশ কিছু নিত্য ব্যবহার্য ক্ষেত্রে বদল দেখা যাবে। চলতি মাসেই রান্নার গ্যাসের দাম বাড়তে চলেছে। উড়ানের টিকিটের দামও বাড়তে চলেছে।

28
রবিবার থেকেই রান্নার গ্যাসের দাম বদল করতে চলেছে রাষ্ট্রায়ত্ব সংস্থাগুলি

আন্তর্জাতিক বাজারে দাম ওঠা-নামা করছে। এই পরিস্থিতিতে রবিবার থেকেই রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম বাড়াতে চলছে। গত মাসে বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম বেড়েছে। এবার গৃহস্থালির রান্নার গ্যাসের দামও বাড়তে চলেছে।

38
বিনামূল্যে আধার আপডেটের সময়সীমা বৃদ্ধি করল ইউআইডিএআই, তবে বেশিদিন সময় নেই

বিনামূল্যে আধার আপডেটের সময়সীমা বাড়িয়ে ১৪ ডিসেম্বর করল ইউআইডিএআই। এই সময়ের মধ্যে আধারে নাম, ঠিকানা, জন্মতারিখ সংশোধন করা যাবে। তারপর আধারের তথ্য সংশোধন করতে হলে টাকা দিতে হবে।

48
রবিবার থেকেই ক্রেডিট কার্ড সংক্রান্ত নতুন নীতি চালু করেছে স্টেট ব্যাঙ্ক

স্টেট ব্যাঙ্কের ক্রেডিট কার্ড সংক্রান্ত নীতিতে বদল আনা হচ্ছে। এবার থেকে ডিজিট্যাল গেমিং প্ল্যাটফর্মে লেনদেনের ক্ষেত্রে রিওয়ার্ড পয়েন্ট কেটে নেওয়া হবে।

58
চলতি মাসের ৩১ তারিখের মধ্যে জরিমানা-সহ আয়কর রিটার্ন দাখিল করা যাবে

এ বছরের ৩১ জুলাইয়ের মধ্যে যাঁরা আয়কর রিটার্ন দাখিল করতে পারেননি, তাঁরা জরিমানা-সহ ৩১ ডিসেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন। ১,০০০ টাকা থেকে ৫,০০০ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।

68
স্প্যাম মেসেজ রোখার ক্ষেত্রে কড়া ব্যবস্থা নিচ্ছে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া

টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া জানিয়েছে, ১ ডিসেম্বর থেকেই স্প্যাম ও ফিশিং মেসেজ মেসেজ রোখার জন্য নতুন ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর ফলে অন্যান্য পরিষেবা বিঘ্নিত হবে না বলেও জানানো হয়েছে।

78
বিমানের টিকিটের দাম ঊর্ধ্বমুখী, রবিবার থেকেই মালদ্বীপ ভ্রমণের খরচ বেড়ে যেতে চলেছে

রবিবার থেকেই মালদ্বীপের উড়ানে ইকনমি ক্লাস, বিজনেস ক্লাস, ফার্স্ট ক্লাসের টিকিটের দাম বাড়তে চলেছে। ফলে যাঁরা মালদ্বীপ যাওয়ার পরিকল্পনা করছেন, তাঁদের খরচ বাড়তে চলেছে।

88
রবিবার থেকেই বিমানের জ্বালানির দাম বাড়তে চলেছে, ফলে টিকিটের দামও বাড়বে

রবিবার থেকেই বিমানের জ্বালানির নতুন দাম হতে চলেছে। ফলে উড়ানের টিকিটের দামও বাড়তে চলেছে।

click me!

Recommended Stories