বিরাট আপডেট! সরকারি কর্মীদের জন্য পাক্কা খবর, নতুন বছরের শুরুতেই বাড়বে DA, কত শতাংশ?

দারুণ খবর। নতুন বছরের শুরুতেই বাড়তে চলেছে রাজ্য সরকারি কর্মীদের ডিএ! এই নিয়েই এখন জোরালো জল্পনা। কত শতাংশ বাড়তে পারে ডিএ, তাই নিয়েই রাজ্য সরকারি কর্মীরা ভাবনাচিন্তা করছেন।

Parna Sengupta | Published : Dec 1, 2024 9:59 AM IST
110

২০২৫ সালের শুরুতেই রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধি করবে সরকার।

210

ইতিমধ্যেই সেই তোড়জোড় শুরু হয়ে গেছে। রাজ্য সরকারের তরফে একাধিক বৈঠকও করা হয়েছে।

310

তবে ঠিক কবে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বাড়ানো হবে? বা কত শতাংশ বাড়ানো হবে সে বিষয়ে আপাতত বিস্তারিত তথ্য মেলেনি।

410

রিপোর্ট অনুযায়ী, নতুন বছরের শুরুতেই রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বাড়তে চলেছে।

510

শোনা যাচ্ছে তিন শতাংশ হারে তাদের ডিএ বৃদ্ধি পাবে। সেই নিয়েই সরকার তোড়জোড় শুরু করে দিয়েছে বলে খবর।

610

জানিয়ে রাখি, বর্তমানে সে রাজ্যের সরকারি কর্মীরা সপ্তম পে কমিশনের আওতায় ৫০ শতাংশ হারে ডিএ পাচ্ছেন।

710

এবারে ২০২৫ এর শুরুতে যদি ফের তিন শতাংশ হারে ডিএ বৃদ্ধি পায় তাহলে তার পরিমাণ হবে ৫৩ শতাংশ।

810

উল্লেখ্য, কেন্দ্রের সরকারি কর্মীরাও বর্তমানে ৫৩ শতাংশ হারে ডিএ পাচ্ছেন।

910

যদিও জানুয়ারিতে যদি মধ্যপ্রদেশে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা তিন শতাংশ বাড়েও তাহলেও তা কেন্দ্রের সমান হবে না। কারণ কারণ ২০২৫ সালের জানুয়ারি থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের আরও একদফায় ডিএ বাড়তে পারে।

1010

জানিয়ে রাখি, দীপাবলির আগে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ৩ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। যে ডিএ বেড়েছে তা মিলছে ১ জুলাই থেকে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos