- Home
- West Bengal
- West Bengal News
- Gas Through Pipeline: আর মোটা টাকা খরচ করে কিনতে হবে না গ্যাস সিলিন্ডার, পাইপলাইনে আসবে রান্নার গ্যাস
Gas Through Pipeline: আর মোটা টাকা খরচ করে কিনতে হবে না গ্যাস সিলিন্ডার, পাইপলাইনে আসবে রান্নার গ্যাস
Gas through pipeline: নদিয়ার কল্যাণীতে রাজ্যের ইতিহাসে প্রথমবারের মতো পাইপলাইনের মাধ্যমে রান্নার গ্যাস সরবরাহ শুরু হচ্ছে। ডিসেম্বরের মধ্যে বারাসত পর্যন্ত গ্যাস সরবরাহ পৌঁছে দেওয়ার লক্ষ্য রাখা হয়েছে।

ক্রমে বেড়ে চলেছে গ্যাস সিলিন্ডারের দাম। এই দাম সামাল দিতে মাথায় হাত মধ্যবিত্তের।
এই সমস্যা থেকে মুক্তি পেতে চলেছেন বাংলার মানুষ। কারণ এই রাজ্যে চালু হচ্ছে পাইপলাইনে রান্নার গ্যাস দেওয়ার পদ্ধতি।
নদিয়ার কল্যাণী পুরসভা এবার রাজ্যের ইতিহাসে প্রথমবারের মতো পাইপলাইনের মাধ্যমে রান্নার গ্যাস সরবরাহ পেতে চলেছে।
বেঙ্গল গ্যাস কোম্পানি লিমিটড (BGCL) এই প্রকল্প বাস্তবায়িত করেছে। যা রাজ্য সরকারের সঙ্গে GAIL (India) Limited-র যৌথ উদ্যোগ।
জানা গিয়েছে, কল্যাণী এক্সপ্রেসওয়ে বরাবর পাইপলাইন পাতার কাজও দ্রুত গতিতে চলছে। এই লাইন ব্যারাকপুর পর্যন্ত সম্প্রসারিত হবে এবং ডিসেম্বরের মধ্যে বারাসত পর্যন্ত গ্যাস সরবরাহ পৌঁছে দেওয়া হবে।
কল্যাণীর পর শ্যামনগর ও ব্যারাকপুরে নতুন মাদার CNG স্টেশন নির্মাণের পরিকল্পনা রয়েছে।
কলকাতা ও শহরতলির ১৫টি নতুন CNG স্টেশন স্থাপনের কাজ চলছে। যা পুজোর আগেই সম্পন্ন হওয়ার সম্ভাবনা আছে।
প্রশাসনিক জটিলতার কারণে হুগলিতে প্রকল্পের কাজ কিছুটা বিলম্বিত হয়েছে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে এই সমস্যা সমাধানের চেষ্টা চলছে বলে জানা গিয়েছে।
সব মিলিয়ে শীঘ্রই উপকৃত হবেন বাংলার মানুষ। এবার বাংলায় মিলবে পাইপলাইনে গ্যাস।
চলছে এই পাইপলাইন সম্প্রসারণের কাজ। কল্যাণী এক্সপ্রেসওয়ে বরাবর পাইপলাইন পাতার কাজ চলছে দ্রুত গতিতে।

