বিধানসভা ভোটের আগেই আস্থাভোট পদুচেরিতে, চরম সংকটের মুখে দাঁড়িয়ে কংগ্রেস সরকার

  • পদুচেরি বিধানসভায় আস্থাভোট 
  • নির্দেশ দিয়েছেন লেফট্যানেন্ট গভর্নর 
  • সোমবার বিকেল ৫টায়  আস্থাভোট 
  • সংকটের মধ্যে দাঁড়িয়ে কংগ্রেস 

ভোটের আগে চরম সংকটের মধ্যে পড়তে চলেছে পদুচেরির কংগ্রেস সরকার। আগামী সোমবার অর্থাৎ ২২ ফেব্রুয়ারি পদুচেরি বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য আস্থা ভোটের নির্দেশ দিয়েছেন লেফট্যানেন্ট গভর্নর তামিলিসাই সৌন্দররাজন। তিনি বলেছেন ক্ষমতাসীন জোটশক্তির পাশাপাশি বিরোধী দলের বিধায়ক সংখ্যা ১৪। আর সেই কারণেই তিনি আস্থাভোট নিতে চাইছেন। 

বৃহস্পতিবার বিরোধী দলের নেতারা সেখানের গভর্নরের সঙ্গে দেখা করেন। তবে তার আগেই বিজেপি ও এআইএডিমএমকে-র বিধায়কদের একটি মোমোরেন্ডাম পাঠিয়েছিল  আস্থাভোটের দাবি জানিয়ে। সেখানে বিরোধী দলের ১৪ জন বিধায়কের সই ছিল বলেই সূত্রের খবর। তারপরই মুখ্যমন্ত্রী সিএমভি নারায়ণস্বামী সেখানকার গভর্নরের সঙ্গে দেখা করেন। তারপরই আগামী সোমবার বিকাল ৫টা নাগাদ আস্থাভোটের নির্দেশ দেওয়া হয়েছে। 

Latest Videos


সবমিলিয়ে কংগ্রেসের ৪ জন বিধায়ক এপর্যন্ত পদত্যাগ করেছেন। এআইএডিএমকে দাবি করেছে সংখ্যা গরিষ্ঠতার বিচারে কংগ্রেস কার্যত ব্যার্থতা দিকে চলে গেছে কংগ্রেস। মুখ্যমন্ত্রী হিসেবেও ব্যর্থ নারায়নস্বামী। বিরোধীদের দাবি কোনও প্রতিশ্রুতি পালন করেননি তিনি। আর সেই কারণেই আস্থাভোটই একমাত্র পথ। আগামি এপ্রিল মাসেই পদুচেরিতে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তার আগেই লেফট্যানেন্ট গভর্নরের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে কিরণ বেদীকে। তার পরিবর্তে দায়িত্বে দেওয়া হয়েছে তেলাঙ্গনার রাজ্যপালকে। 

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari: হিন্দুদের ভোটার আইকার্ড কেড়ে নেওয়ার ষড়যন্ত্র, এ কী বলছেন শুভেন্দু
'Uttar Pradesh-এর মতো সুশাসন আনবো West Bengal-এ' Suvendu Adhikari- র চরম প্রতিশ্রুতি #shorts
পুরো রুট বলেদিলেন! জঙ্গিদের স্বর্গরাজ্য এই বাংলা! শুভেন্দুর কথায় অশনি সংকেত | Suvendu Adhikari
Daily Horoscope: ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার এই ব্যক্তিদের দিনটি ভালো যাবে, জেনে নিন আজকের রাশিফল
Suvendu Adhikari Live : শতবর্ষে অটল বিহারী বাজপেয়ী, শ্রদ্ধার্ঘ্য নিবেদন শুভেন্দু অধিকারীর