PM Modi: 'বাছাই করে ময়দান ছাড়া করুন', রাহুল গান্ধীর মন্তব্যের পাল্টা তোপ নরেন্দ্র মোদীর

Published : Apr 02, 2024, 05:16 PM IST
Lok Sabha Election 2024 Saaf Kar Do PM Modi responded to Rahul Gandhi s comments from Uttarakhand bsm

সংক্ষিপ্ত

উত্তরাখণ্ডের জনসভা থেকে প্রধানমন্ত্রী চাঁচাছোলা ভাষায় কংগ্রেস ও রাহুল গান্ধীকে নিশানা করেন। তিনি প্রশ্ন করেন এটা গণতন্ত্রের ভাষা হতে পারে কিনা। 

দিল্লিতে ইন্ডিয়া জোটের সভায় রাহুল গান্ধীর মন্তব্যের পাল্টা জবাব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উত্তরাখণ্ডে লোকসভা নির্বাচনের প্রচারে গিয়ে কংগ্রেসকে নিশানা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, রাজপরিবারের রাজপুত্র ঘোষণা করেছেন বিজেপি ক্ষমতায় এলে দেশে আগুন জ্বলবে। এই কথা বলেই নরেন্দ্র মোদী বলেন,'কংগ্রেস ৬০ বছর ধরে দেশের ক্ষমতায় ছিল। কিন্তু মাত্র ১০ বছর ক্ষমতার বাইরে থাকার পরই তারা দেশে আগুন দেওয়ার কথা বলছে।'

উত্তরাখণ্ডের জনসভা থেকে প্রধানমন্ত্রী চাঁচাছোলা ভাষায় কংগ্রেস ও রাহুল গান্ধীকে নিশানা করেন। তিনি প্রশ্ন করেন এটা গণতন্ত্রের ভাষা হতে পারে কিনা। তারপরই তিনি জনগণের উদ্দেশ্যে বলেন, 'এমন লোকেদের শান্তি আপনারা কি দেবেন?' তারপরই তিনি বলেন, ' চুন চুন কে সাফ কর দো, ইস বার ইন কো ময়দান মে মত রেহনে দো!' যার বাংলা করলে দাঁড়ায় একে একে বাছাই করুন এদের ময়দান থেকে সরিয়ে দিন। মোদী বলেছেন, কংগ্রেসের জরুরি মানসিকতায় বিশ্বাস করে। কিন্তু গণতন্ত্রে বিশ্বাস কপে না। প্রধানমন্ত্রী আরও বলেন, এরা জনগণের রায়ের বিরুদ্ধে কথা বলেন। জনগণকে উস্কে দিতে একের পর এক মন্তব্য করেছে।

Ramdev: সুপ্রিম কোর্ট হাজিরা দিয়েও স্বস্তি নেই রামদেবের, পতঞ্জলির বিজ্ঞাপন মামলা খেতে হল কড়া ধমক

রবিবার দিল্লির রামলীলা ময়দানে বিরোধী কেজরিওয়াল ইস্যুতে কেন্দ্র সরকারকে নিশানা করে চড়া সুরে রাহুল গান্ধী। তিনি বলেছিলেন, লোকসভা ভোটে জয়ের জন্য ফিক্সিং-এর আশ্রয় নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি আরও বলেন, ইভিএম, ম্যাচ ফিক্সিং, সোশ্যাল মিডিয়া ও প্রেসকে চাপ না নিয়ে বিজেপি চলতি নির্বাচনে ১৮০র বেশি আসন জিততে পারবে না। তারপরই তিনি বলেন, যদি বিজেপি লোকসভা নির্বাচনে জয় করতে পারে তাহলে সংবিধান পরিবর্তন করবে। আর গোটা দেশে আগুন জ্বালিয়ে দেবে। এদিন সেই প্রশ্নের উত্তর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Byju's layoffs: এক ফোনেই কর্মী ছাঁটাই বাইজু-এ, নোটিশ না পেয়ে মাথায় হাত কাজ হারানো কর্মীর

রুদ্রপুরের জনসভায় ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, আসন্ন নির্বাচনে দুটি শিবির মুখোমুখি হচ্ছে। এক দিকে রয়েছে জনগণের সত্যতা আর স্বাচ্ছতা। অন্যদিকে রয়েছে দুর্নীতিবাজ। যারা দল বেঁধেছে রাজবংশের সঙ্গে। তিনি আরও বলেন বিরোধীরা দিনরাত মোদীকে গালিগালজ দিচ্ছে ও হুমকি দিচ্ছি। আর 'আমরা দুর্নীতি দূর করার কথা। তারা বলছেন দুর্নীতিবাজদের বাঁচান।'

Arvind Kejriwal: ডাল-রুটিতে দুপুরের খাবার, তিহার জেলে বন্দি অরবিন্দ কেজরিওয়ালের দিনের রুটিন এখানে

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Indigo Flights: যাত্রীদের ৬১০ কোটি টাকা ফেরত দিল ইন্ডিগো! কড়া নজর রাখছে কেন্দ্র
জম্মু ও কাশ্মীরে বড় সাফল্য নিরাপত্তারক্ষীদের, ডোডা জেলায় সন্ধান অস্ত্রভাণ্ডারের