এবারের মকর সংক্রান্তিতে প্রয়াগরাজে মহাকুম্ভ হতে চলেছে। উত্তরপ্রদেশ সরকার এখন মহাকুম্ভের প্রস্তুতিতে ব্যস্ত। এরই মধ্যে প্রয়াগরাজে বিশেষ অতিথিদের আগমন হল।
মকর সংক্রান্তিতে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে যেখানে মহাকুম্ভ মেলা বসবে, সেখানে এখন অন্য ছবি। প্রয়াগরাজে সঙ্গম ঘাটে এখন পরিযায়ী পাখির মেলা। ১৫০ জোড়া বিলুপ্তপ্রায় ইন্ডিয়ান স্কিমার প্রজাতির পাখিও প্রয়াগরাজে এসেছে। এই প্রজাতির পাখিকে বাংলায় ভারতীয় কাঁচি-বিল বা দেশি গাঙচষা বলা হয়। এই প্রজাতির পাখিগুলির পাশাপাশি সাইবেরিয়ার সারসও প্রয়াগরাজে এসেছে। কিছুদিনের মধ্যেই বিশ্বের দ্রুততম পেরিগ্রিন ফ্যালকন পাখিও প্রয়াগরাজে আসবে বলে আশা করছে বন বিভাগ। এই প্রজাতির পাখি প্রতি ঘণ্টায় ৩০০ কিলোমিটার গতিতে উড়তে পারে। জাপান ও চিনের বুলেট ট্রেনের চেয়েও বেশি গতিতে উড়তে পারে পেরিগ্রিন ফ্যালকন।
পরিবেশবান্ধব পর্যটনে জোর
প্রয়াগরাজে পরিযায়ী পাখির দল আসায় এখন পরিবেশবান্ধব পর্যটনের উপর জোর দিচ্ছে যোগী আদিত্যনাথ সরকার। মহাকুম্ভের আগে পর্যটনে উৎসাহ দেওয়ার জন্য পাখি উৎসবও আয়োজন করতে চাইছে উত্তরপ্রদেশ সরকার। প্রয়াগরাজ এখন নানা রঙের পাখির ডাকে সরগরম। পরিযায়ী পাখিরা গঙ্গার ঘাটের সৌন্দর্য অনেক বাড়িয়ে দিয়েছে। কেউ যাতে পরিযায়ী পাখিদের ক্ষতি না করতে পারে, সেদিকে নজর রাখছেন বন বিভাগের কর্মীরা।
পরিযায়ী পাখিরা আসায় খুশি বন দফতর
উত্তরপ্রদেশের বন দফতরের তথ্য-প্রযুক্তি বিভাগের প্রধান অলোক কুমার পাণ্ডে জানিয়েছেন, মহাকুম্ভের আগে প্রয়াগরাজে প্রচুর সংখ্যায় পরিযায়ী পাখির দল আসছে। বিভিন্ন প্রজাতির পাখির সঙ্গে বিলুপ্তপ্রায় ইন্ডিয়ান স্কিমার এবং সাইবেরিয়ার সারসের দলও আসছে। ভারতীয় এবং বিদেশি পাখির প্রজাতি ও সংখ্যা নির্ধারণ করার জন্য বন দফতরের পক্ষ থেকে বিশেষ দল মোতায়েন করা হয়েছে। এই দল ২৪ ঘণ্টা পাখিদের উপর নজর রাখছে। বন দফতরের আধিকারিক কে পি উপাধ্যায় জানিয়েছেন, ১৫০ জোড়া ইন্ডিয়ান স্কিমার আসায় সঙ্গমে দূষণ রোধ করার ক্ষেত্রে সাহায্য হবে। একইসঙ্গে জলও শুদ্ধ হয়ে উঠবে। এই প্রজাতির পাখি পরিবেশ ও জল দূষণ রোধ করে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
কুম্ভ মেলায় বিনামূল্যে রেশন! অভিনব পরিকল্পনা যোগী আদিত্যনাথ সরকারের
প্রয়াগরাজ মহাকুম্ভ ২০২৫: পরিচ্ছন্নতার কাজ করবেন ৫০০ গঙ্গা প্রহরী, তৈরি হচ্ছে কর্মসংস্থান