আবারও জোর করে অনুপ্রবেশ করতে পারেন, মহুয়া মৈত্রের বিরুদ্ধে নতুন করে অভিযোগ প্রাক্তন বন্ধুর

মঙ্গলবার হাউজ খাস থানার স্টেশন হাউসে এক অফিসারের কাছে চিঠি লিখে জয় অনন্ত দেহাদ্রি অভিযোগ করেছেন, গত ৫ ও ৬ নভেম্বর জোর করে মহুয়া তাঁর বাড়িতে হাজির হন।

 

তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে নতুন অভিযোগ দায়ের তাঁরই প্রাক্তন বন্ধু সুপ্রিম কোর্টের আইনজীবী জয় অনন্ত দেহাদ্রির। এবার তিনি জানিয়েছেন মহুয়া মৈত্র তাঁকে ভয় দেখানোর জন্য অনুপ্রবেশ করেছিলেন। দিল্লি পুলিশ কমিশনারকে চিঠি লেখে অভিযোগ জানানোর তিন সপ্তাহ পরে তিনি এই দাবি আবারওকরলেন।

মঙ্গলবার হাউজ খাস থানার স্টেশন হাউসে এক অফিসারের কাছে চিঠি লিখে জয় অনন্ত দেহাদ্রি অভিযোগ করেছেন, গত ৫ ও ৬ নভেম্বর জোর করে মহুয়া তাঁর বাড়িতে হাজির হন। তৃণমূল কংগ্রেস সাংসদের বিরুদ্ধে লেখা চিঠিতে আইনজীবী বলেছেন, মহুয়া মৈত্র গত ৫ নভেম্বর সকাল ১১টা ও পরের দিন অর্থাৎ ৬ নভেম্বর সকাল ৯টার সময় তাঁর বাড়িতে জোর করে ঢুকে পড়েন। মহুয়া জোর করে তাঁর বাড়িতে আসতে পারে এই আশঙ্কাও তাঁর রয়েছে। তাঁর সঙ্গে আবারও এজাতীয় প্রতারণা করা হয়েছে।

Latest Videos

আইনজীবী আরও বলেছেন, মহুয়া মৈত্র এই প্রতারণামূলক ও জাল অভিযোগ সম্পর্কে আগেই তিনি দিল্লি পুলিশ কমিশনারকে জানিয়েছি। তিনি আরও বলেছেন ভয় দেখানোর উদ্দেশ্য নিয়েই মহুয়া তাঁর বাড়িতে এসেছিল। এই গোটা ঘটনার তদন্তের দাবিও জানিয়েছেন তিনি।

একটা সময় মহুয়া আর জয় অনন্তর সম্পর্ক ছিল। তবে তাদের মধ্যে তীব্র ঝগড়াঝাটি হয়েছিল। পোষ্য হেনরির দেখভালের দায়িত্ব কার হাতে থাকবে তানিয়ে বিবাদ চলছে। তৃণমূল সূত্রে জানা গেছে, মৈত্র, গত ছয় মাসে দেহদরয়ের বিরুদ্ধে অপরাধমূলক অনুপ্রবেশ, চুরি, অশ্লীল বার্তা এবং অপব্যবহারের জন্য একাধিক পুলিশ অভিযোগ দায়ের করেছেন। এদিকে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে মহুয়া মৈত্রার বিরুদ্ধে সংসদে প্রশ্ন করার জন্য ব্যবসায়ী দর্শন হিরানন্দানির কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ করেছেন। তিনি স্পিকার ওম বিড়লাকে অভিযোগ খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠনের আহ্বান জানান। দুবে বলেছেন যে তিনি দেহদরয়ের কাছ থেকে একটি চিঠি পেয়েছেন যিনি "অকাট্য" প্রমাণ ভাগ করেছেন যে মৈত্রা সংসদে প্রশ্ন করার জন্য হিরানন্দানির কাছ থেকে "নগদ" এবং "উপহার" আকারে ঘুষ নিয়েছিলেন। যা দুজনের সম্পর্ক শেষের ইঙ্গিত দেয়।

আরও পড়ুনঃ

caste survey: মাসে ৬ হাজার টাকা আয় করে ৩৪ শতাংশ পরিবার,জাত গণনার চাঞ্চল্যকর রিপোর্ট বিহারে

Viral Video: রশ্মিকা মান্দান্নার ভাইরাল ভিডিও নিয়ে সতর্ক করলেন কেন্দ্রীয় মন্ত্রী, দেখুন 'আপত্তিকর' ভিডিও

Israel-Palestine war: যুদ্ধ থামানোর প্রশ্নই নেই, প্রবল আন্তর্জাতিক চাপের পরেও বার্তা ইজরায়েলের প্রধান নেতানিয়াহুর

 

Share this article
click me!

Latest Videos

শীতের রাতে যমুনার আতঙ্ক! একের পর এক জঙ্গল দাপিয়ে বেড়াচ্ছে বাঘিনী | Bandwan Tiger News
চমকে উঠবেন! কৃষ্ণনগর পক্সো আদালতের বড় সাজা ঘোষণা | Nadia Latest News
জঙ্গি গ্রেফতারে কড়া বার্তা মিঠুনের | Mithun Chakraborty #shorts #mithunchakraborty #shortsvideo
Viral Video! আবাসের টাকা ঢুকতেই বাড়ি বাড়ি গিয়ে কাটমানি চাইছেন TMC কর্মী | Murshidabad Latest News
'তৃণমূলের দুয়ারে সরকার এখন দুয়ারে জঙ্গি', তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর | Suvendu Adhikari