UPI-তে বড় বদল আনছে কেন্দ্র, ১ অগস্ট থেকেই একাধিক ফিচারের বদল সমস্যায় ফেলবে না তো

Published : Jun 03, 2025, 10:27 PM IST

UPI News Rule:আগামী ১ অগস্ট ইউপিআই লেনদেরের ক্ষেত্রে একটি বড় পরিবর্তন আসছে। যার অর্থ সাধারণ মানুষের হাতে রয়েছে আর মাত্র এক মাস।

PREV
110
ডিজিটাল অর্থনীতিতে জোর

কেন্দ্রের মোদী সরকার ডিজিটাল অর্থনীতিতে জোর দিচ্ছে। যার কারণে দিনে দিনে বাড়ছে ক্যাশলেস লেনদেন।

210
ক্যাশলেস লেনদেনের ভিত্তি

ক্যাশলেস লেনদেনের একটি গুরুত্বপূর্ণ দিক হল ইউপিআই লেনদেন। সাধারণ মানুষের মধ্যে ব্যাপকভাবে বেড়েছে এই লেনদেন।

310
১ অগস্ট বড় পরিবর্তন

আগামী ১ অগস্ট ইউপিআই লেনদেরের ক্ষেত্রে একটি বড় পরিবর্তন আসছে। যার অর্থ সাধারণ মানুষের হাতে রয়েছে আর মাত্র এক মাস।

410
বিজ্ঞপ্তি জারি

ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া বা এনপিসিআই একটি বিজ্ঞপ্তি জারি করেছে। সেখানেই বলা হয়েছে, ইউপিআই বা পেটিএম, গুগল পে কিংবা ফোন পে-যে কোনও ক্ষেত্রেই কিছু ফিচার বদল করা হচ্ছে। সীমাবদ্ধ করা হচ্ছে কিছু ফিচার।

510
গুরুত্বপূর্ণ বিষয়

ব্যালেন্স চেক, অটো পে-তে সম্মতি দেওয়া এবং লেনদেনের স্টেটাস দেখার মতো ফিচার রয়েছে। যাতে বদল আনা হচ্ছে।

610
নতুন নিয়ম

নতুন গাইড লাইন অনুযায়ী ইউপিআই ব্যবহারকারীরা দিনে ৫০ বারের বেশি ব্যলেন্স দেখতে পারবেন ন। তবে প্রতিটি অ্য়াপের ক্ষেত্রে এটি আলাদাভাবে প্রযোজ্য।

710
নিয়ম বদলের কারণ

বারবার ব্যালেন্স চেক করে সার্ভারের উপরে লোড বাড়ায়। এর ফলে সিস্টেম স্লো হয়ে যায়। তাই এই নয়া নিয়ম আনা হচ্ছে।

810
ব্যাঙ্ককে নির্দেশ

এনপিসিআই নির্দেশ দিয়েছে লেনদেনের শেষে ব্যালেন্স কত থাকল তা জানিয়ে দিতে হবে ব্যাঙ্কগুলিকে

910
নতুন প্রযুক্তি

একই সঙ্গে ইউপিআই অ্যাপগুলিতে এমন প্রযুক্তি আনা হচ্ছে যাকে দিনের কর্মব্যস্ত সময়ে ব্যালেন্স চেক করা আটকানো যায়। এর ফলে ইউপিআই ব্যবস্থার পরিকাঠামো ঠিক রাখা সম্ভব হবে।

1010
জরিমানা

কোনও ব্যাঙ্ক বা পিএসপি অর্থাৎ পেমেন্ট সার্ভিস প্রোভাইডার যদি এই নিয়ম না মানে তাহলে জরিমানা-সহ একাধিক শাস্তিযোগ্য পদক্ষেপ নেওয়া হবে বলেও জানিয়েছে।

Read more Photos on
click me!

Recommended Stories