ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া বা এনপিসিআই একটি বিজ্ঞপ্তি জারি করেছে। সেখানেই বলা হয়েছে, ইউপিআই বা পেটিএম, গুগল পে কিংবা ফোন পে-যে কোনও ক্ষেত্রেই কিছু ফিচার বদল করা হচ্ছে। সীমাবদ্ধ করা হচ্ছে কিছু ফিচার।
510
গুরুত্বপূর্ণ বিষয়
ব্যালেন্স চেক, অটো পে-তে সম্মতি দেওয়া এবং লেনদেনের স্টেটাস দেখার মতো ফিচার রয়েছে। যাতে বদল আনা হচ্ছে।
610
নতুন নিয়ম
নতুন গাইড লাইন অনুযায়ী ইউপিআই ব্যবহারকারীরা দিনে ৫০ বারের বেশি ব্যলেন্স দেখতে পারবেন ন। তবে প্রতিটি অ্য়াপের ক্ষেত্রে এটি আলাদাভাবে প্রযোজ্য।
710
নিয়ম বদলের কারণ
বারবার ব্যালেন্স চেক করে সার্ভারের উপরে লোড বাড়ায়। এর ফলে সিস্টেম স্লো হয়ে যায়। তাই এই নয়া নিয়ম আনা হচ্ছে।
810
ব্যাঙ্ককে নির্দেশ
এনপিসিআই নির্দেশ দিয়েছে লেনদেনের শেষে ব্যালেন্স কত থাকল তা জানিয়ে দিতে হবে ব্যাঙ্কগুলিকে
910
নতুন প্রযুক্তি
একই সঙ্গে ইউপিআই অ্যাপগুলিতে এমন প্রযুক্তি আনা হচ্ছে যাকে দিনের কর্মব্যস্ত সময়ে ব্যালেন্স চেক করা আটকানো যায়। এর ফলে ইউপিআই ব্যবস্থার পরিকাঠামো ঠিক রাখা সম্ভব হবে।
1010
জরিমানা
কোনও ব্যাঙ্ক বা পিএসপি অর্থাৎ পেমেন্ট সার্ভিস প্রোভাইডার যদি এই নিয়ম না মানে তাহলে জরিমানা-সহ একাধিক শাস্তিযোগ্য পদক্ষেপ নেওয়া হবে বলেও জানিয়েছে।