কোভিড ভ্যাকসিন থেকে দেখা দিতে পারে ভয়ঙ্কর পার্শ্বপতিক্রিয়া! জানলে আঁতকে উঠবেন

Published : Apr 30, 2024, 10:00 PM IST
Covid vaccines can cause terrible side effects If you know you will be shocked

সংক্ষিপ্ত

কোভিড ভ্যাকসিন থেকে দেখা দিতে পারে ভয়ঙ্কর পার্শ্বপতিক্রিয়া! জানলে আঁতকে উঠবেন

কোভিডের টিকায় পার্শ্ব প্রতিক্রিয়া! শুধু ভারত নয় কোভিশিল্ডের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা গিয়েছে তৃতীয় বিশ্বের অন্যান্য দেশেও।কোভিশিল্ডের পার্শ্বপ্রতিক্রিয়ার মধ্যে অন্যতম হল টিটিএস বা 'থ্রম্বোসিস উইথ থ্রম্বোসাইটোপেনিয়া সিনড্রোম'। বিরল এই রোগে শারীরিক ক্ষতির পাশাপাশি দেখা দিতে পারে মৃত্যু। সম্প্রতি একটি আইনি মামলা করা হয়েছে কোভিশিল্ড টিকা প্রস্তুতকারীদের বিরুদ্ধে।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক এবং অ্যাস্ট্রাজেনেকার তৈরি এই টিকা ভারতের সেরাম ইনস্টিটিউট তৈরি করেছিল। আদালতে পেশ করা নথি বলছে বিরল ঘটনা হলেও কোভিশিল্ড টিকার পার্শ্বপ্রতিক্রিয়ায় এই রোগ হতে পারে। আর তা হতে পারে মূলত কমবয়সিদেরই।

তবে কী এই টিটিএস বা 'থ্রম্বোসিস উইথ থ্রম্বোসাইটোপেনিয়া সিনড্রোম'?

এই বিরল রোগের কারণে শরীরের নানা জায়গায় রক্ত জমাট বাঁধতে পারে। রক্তে প্লেটলেটসের মাত্রাও কমে যেতে পারে। প্লেটলেটস হল ছোট ছোট কোষ যা রক্তকে জমাট বাঁধতে সাহায্য করে। রক্তে প্লেটলেটসের মাত্রা কমলে তা শরীরের জন্য বিপজ্জনক হতে পারে।

কাদের এই রোগ দেখা দিচ্ছে?

মূলত যাঁরা ভ্যাক্সজেভরিয়া বা অ্যাস্ট্রেজেনেকার কোভিশিল্ড টিকা নিয়েছেন বা জনসন অ্যান্ড জনসন/ড্যানসেন-এর কোভিড টিকা নিয়েছেন, তাঁদেরই এই ধরনের রোগের ঝুঁকি আছে। মূলত অল্পবয়সিদের মধ্যেই এই রোগের ঝুঁকি বেশি।

কোভিশিল্ড নেওয়ার পর যখন আমাদের রোগ প্রতিরোধক ক্ষমতা শরীরে এমন অ্যান্টিবডি তৈরি করে, যা রক্ত জমাট বাঁধতে সাহায্য করা প্রোটিনের ক্ষতি করে। এমনই জানা গিয়েছে বেশ কিছু গবেষণা থেকে।

PREV
click me!

Recommended Stories

ই-চালান ইন্টিগ্রেশনে উত্তরপ্রদেশে সড়ক সুরক্ষায় জোর, ১৭ জেলায় শুরু প্রক্রিয়া
রাহুলের সমালোচনা করতেই কংগ্রেসের 'ফোঁস', জিন্না-বিজেপি যোগের কথা বলে মোদীকে 'বিকৃতির মাস্টার' বলল