Mamata in Mumbai: মুম্বইয়ে পৌঁছেই শাহরুখের পাশে দাঁড়ালেন মমতা একহাত নিলেন বিজেপিকে

বলিউড বাদশা শাহরুখ খানের সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কের সমীকরণটা বরাবরই ভালো। প্রিয় শাহরুখ খানকে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসডর ও বানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার মুম্বই পৌঁছে শাহরুখ খানের পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়।  সম্প্রতি শাহরুখ পুত্র আরিয়ান খানের গ্রেফতারি নিয়ে যেভাবে উত্তাল হয়েছিল দেশ সেই বিষয়ে বিজেপিকে সরাসরি নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি এদিনের বৈঠক থেকে বলিউড অভিনেত্রী স্বরা ভাস্করকে রাজনীতিতে যোগদানের আহ্বান ও জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 
 

মুম্বই সফরের দ্বিতীয় দিনে নগরীর বিশিষ্ট ব্যাক্তিত্বদের সঙ্গে বৈঠকে বসেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নরিম্যান পয়েন্টের ওয়াইবি চহ্বন সেন্টারে এদিন মমতার বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বৈঠকে এসে যোগ দিয়েছিলেন সঙ্গীত শিল্পী জাভেদ আখতার, বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর, চিত্র পরিচালক মহেশ ভাট, বলিউড অভিনেত্রী রিচা চাড্ডা, পরিচালক-সাংবাদিক প্রীতিশ নন্দী, সমাজকর্মী মেধা পাটেকর, বলিউড অভিনেতা ও রাজনীতিবিদ শত্রুঘ্ন সিনহাসহ আরও অনেকে। এদিনের বৈঠক থেকেই বিজেপি মুক্ত ভারতের ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পাশাপাশি এই বৈঠকে বলিউড অভিনেতা শাহরুখ খানকে (Shahrukh Khan) নিয়ে ও মুখ খুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। 

Latest Videos

এদিনের বৈঠকে বলিউড পরিচালক মহেশ ভাট (Mahesh Bhat) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) জানান, 'আমরা যখন আশার আলো ছেড়ে দিয়েছিলাম, যখন আমরা অন্ধকারে দিন কাটাচ্ছিলাম তখন আপনি আশার আলো দেখিয়েছেন। স্টোরি অফ ইন্ডিয়া আজ হারিয়ে গিয়েছে, এটাই এখন দেশের সবচেয়ে বড় সমস্যা। এখন আপনিই আমাদের কাছে আসার প্রতীক।' পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়ে দিয়ে মহেশ ভাট (Mahesh Bhat) বলেন, 'কোনো রাজনৈতিক দলই তো দেশের উর্দ্ধে নয়। আপনার কাছে আমার প্রশ্ন আপনি কীভাবে এই বিষয় থেকে আমাদের রক্ষা করতে পারেন?' এরপর মহেশ ভাটের প্রশ্নের উত্তরে বাংলার মুখ্যমন্ত্রী জানান, এটা খুবই দুঃখজনক যে আমাদের একটি রাজনৈতিক দলের নিষ্ঠুর এবং অনৈতিক ব্যবহার সহ্য করতে হচ্ছে। পাশাপাশি শাহরুখ পুত্র আরিয়ান খানের (SRK Son Aryan Khan) গ্রেফতরির প্রসঙ্গ টেনে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানান, 'আপনি এবং শাহরুখ দু'জনেই বিজেপির শিকার। সবাইকে একসঙ্গে হতে হবে। বিজেপিকে বোল্ড আউট করতে হবে। রাজনৈতিক দল নিজেদের কাজ করবে, কিন্তু আপনারা সমাজের ভিত্তি। গণতন্ত্র কে বাঁচাতে পারলেই সমাজ এগোবে। কংগ্রেস লড়াই করছে না বিজেপি এর সঙ্গে। তাই আমাদের লড়াই করতে হবে।'

আরও পড়ুন- Mamata in Mumbai: কেন গোয়াতে কংগ্রেসের বিরুদ্ধে লড়ছে তৃণমূল, মুম্বইতে তা জানালেন মমতা

প্রসঙ্গত, কিছুদিন আগেই মাদক মামলায় শাহরুখ পুত্র আরিয়ান খানকে (SRK son Aryan Khan) গ্রেফতার করেছিল কেন্দ্রীয় সংস্থা এনসিবি (NCB)। তবে নির্দিষ্ট কোনো যথাযথ প্রমাণ না মেলায় জামিন দেওয়া হয় আরিয়ান খানকে। এই প্রসঙ্গে প্রথম থেকেই বিজেপিকে একহাত নিয়েছেন এনসিপি নেতা নবাব মালিক। পুরো বিষয়টিকে বিজেপির ষড়যন্ত্র বলে আখ্যা দিয়েছিলেন নবাব মালিক (Nawab Malik)। 

আরও পড়ুন- Mamata-Pawar meet: 'কোনও ইউপিএ নেই', শরদ পাওয়ারের সঙ্গে বৈঠকের পরেই বললেন মমতা

 এবার সেই বিষয়ে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায় ও (Mamata Banerjee)। আরিয়ান মামলা চলাকালীন অনেকেই দাবি করেছিলেন, কেন্দ্রীয় সংস্থা এনসিবি (NCB) শাহরুখের (Shahrukh Khan) ওপর রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্যই মিথ্যে মামলা সাজিয়েছে আরিয়ানের (Aryan Khan) বিরুদ্ধে। তাঁর থেকে মাদক উদ্ধার না হওয়ার পর ও তাঁকে কেন গ্রেফতার করা হল এই নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনেকেই। এমন কি সেই সময় বাংলার মুখ্যমন্ত্রী ও শাহরুখের (Shahrukh Khan) সম্পর্কের প্রসঙ্গও সামনে উঠেছিল। মমতা-ঘনিষ্ঠ হওয়ার জন্যই শাহরুখ পুত্রের এই পরিণতি বলেও দাবি করেছিলেন অনেকে।

এখানেই শেষ নয়, এদিনের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর (Swara Bhaskar) জানান, তাঁর মতো সংস্কৃতি জগতের মানুষদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। কারণ তাঁরা স্বেচ্ছাচারের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। অনেকে কাজ পর্যন্ত পাচ্ছেন না। পাশাপাশি UAPA আইন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মতামত জানতে চান স্বরা (Swara Bhaskar)। সেই প্রসঙ্গে কথা বলতে গিয়েই মুখ্যমন্ত্রী জানান, UAPA নাগরিক সমাজের জন্য নয়। যদি তাঁর দল ক্ষমতায় আসে, তাহলে আইনের অপব্যবহার হতে দেবেন না। এরপর স্বরার উদ্দেশ্যে বলেন, 'তুমি রাজনীতিতে যোগ দাও। তোমার মতো দৃঢ়চেতা মেয়েদেরই তো প্রয়োজন।'

আরও পড়ুন- Mamata in Mumbai: 'দেশ এবার মহিলা প্রধানমন্ত্রী চায়' মুম্বইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকে বললেন রিচা চাড্ডা

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

টোটোর ভাড়া চাইতেই এইরকম কাণ্ড! দেখলেই আঁতকে উঠবেন, চাঞ্চল্য Malda-এ | Malda News Today
গভীর রাতে ধানক্ষেতে ভয়াবহ দৃশ্য! শিউরে উঠবেন আপনিও, আতঙ্কে গোটা Jaynagar, দেখুন | South 24 Parganas
সীমান্তের নিরাপত্তা হুমকির মুখে! Bangladeshi Infiltration কবে থামবে? | Gede Border | Rohingya
কি বললেন? সুকান্তকে পাল্টা জবাব দিলেন শুভেন্দু | Suvendu Adhikari | Sukanta Majumdar | Bangla News
বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এ কী করলো নাবালিকার সঙ্গে! চমকে যাবেন আপনিও, চাঞ্চল্য Nabadwip-এ | Nadia