Breaking News: বিজেপি দেশ বেচার কাজ করছে, 'ইন্ডিয়া'চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে এনডিএকে , বললেন মমতা

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন তাদের জোটের শর্টফর্ম হল ইন্ডিয়া। আর এই ইন্ডিয়ার ছুঁড়ে দেওয়ার চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে কেন্দ্র সরকারকে।

বেঙ্গালুরুতে বিজেপি বিরোধী রাজনৈতিক দলের বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন তাদের জোটের নাম বদল হয়েছে। তিনি বিজেপিকে নিশানা করেন। বলেন, রাজ্যের সরকারগুলিকে ভাঙতে কেনা বেচা করাই কেন্দ্রীয় সরকারের প্রধান লক্ষ্য। বক্তব্যের শুরুতেই মমতা বলেন 'আমাদের সকলের প্রিয় রাহুল গান্ধী'। এদিন তিনি বিজেপিকে নিশানা করে বলেন, দেশকে বাঁচানোই এই জোটের প্রধান লক্ষ্য।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন তাদের জোটের শর্টফর্ম হল ইন্ডিয়া। আর এই ইন্ডিয়ার ছুঁড়ে দেওয়ার চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে কেন্দ্র সরকারকে। চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে বিজেপি ও এনডিএকে। তিনি আরও বলেন, বিজেপি রাজনৈতিক ভাবে গোটা দেশেই ৪২০ ধারা জারি করেছে। তিনি আরও বলেন বিজেপি দেশ বেচে দেওয়ার চেষ্টা করছে। আর সেই কারণে ইন্ডিয়া নামে নতুন এই জোট গঠন করা হয়েছে। তিনি কর্নাটকরে সরকার আর কংগ্রেস দলকে এই বৈঠকের আয়োজন করার জন্য ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন বিজেপি কথায় কথায় ৩৫৫ ও ৩৫৬ ধারা জারি করার কথা বলে। বিরোধীদের ধমক দিয়ে রাখতে চায়।  কেন্দ্রীয় সংস্থার স্বাধীনতা নষ্ট করছে বিজেপি। বলেন মমতা। 

Latest Videos

'এটি একটি ভাল আর ফলপ্রসূ বৈঠক। গঠনমূলক সিদ্ধান্ত নেওয়া হবে।' তিনি আরও বলেন, এদিন তাঁরা যা আলোচনা করেছেন আর যা সিদ্ধান্ত তা পরবর্তীকালে দেশের মানুষের উন্নয়নের জন্য খুব ভাল হবে। বৈঠকের পর অখিলেশ যাদবকে পাশে দাঁড় করিয়ে এই বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে শেয়ার করেছে কংগ্রেস। গতকালের মত এদিনও বৈঠকে মধ্যমণি ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি মূল বৈঠকের সময় রাহুল গান্ধী আর সনিয়া গান্ধীর মাঝখানে বসে ছিলেন। যদিও পরবর্তীকালে আসন পরিবর্তন করেন রাহুল গান্ধী। যাইহোত সোমবার থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আর সনিয়া গান্ধী দীর্ঘ সময় কথা বলেছেন। যা থেকে স্পষ্ট কংগ্রেস আর তৃণমূল কংগ্রেসের মধ্যে উষ্ণতার পারদ কিছুটা হলেও নামতে শুরু করেছে।

সোমবার বিরোধী বৈঠক শুরু হয় সন্ধ্যেবেলা। সন্ধ্যে ৬টার সময় দুই নেত্রী শীর্ষ আলোচনার স্থানে পৌঁছে গিয়েছিলেন। বৈঠক শুরুর আগে প্রায় আধ ঘণ্টা মমতা-সনিয়া গান্ধী দুই নেত্রী একে অপরের সঙ্গে আলোচনা করেন। সূত্রের খবর তাঁরা একে অপরের স্বাস্থ্য সম্পর্কেও খোঁজ খবর নেন। সম্প্রতি মমতার হাঁটু অপারেশন হয়েছে। অন্যদিকে দীর্ঘ দিন ধরেই অসুস্থ রয়েছে সনিয়া গান্ধী।

 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের
‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
Narendra Modi : 'কুয়েত যেন মিনি হিন্দুস্তান', কুয়েত সফরে এসে কেন বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?