ভিস্তারা উড়ানে 'হাইজ্যাক' বলে চিৎকার যাত্রীর, বিমান জুড়ে ৪ ঘণ্টার বেকার তল্লাশি, গ্রেফতার অভিযুক্ত

ভিস্তারা বিমান হাইজ্যাক হয়েছে বলে যাত্রীর চিৎকার। প্রায় ৪ ঘণ্টার তল্লাশি ও যাত্রীদের পরীক্ষার পরই বিমান ছাড়ে মুম্বই বিমান বন্দর থেকে।

 

বিমানটি সবে মাত্র ছাড়বে। তার আগেই এর যাত্রী চালকের আসনে বসে চিৎকার করে উঠেছিলেন বিমান হাইজ্যাক হয়েছে। ব্যাস! বিমান ওড়া থামিয়ে দিয়ে। দ্রুত গ্রেফতার করা হয় সংশ্লিষ্ট ব্যক্তিকে। তবে এই দিন মুম্বই বিমান বন্দর থেকে ভিস্তারা বিমান ছাডতে দেরি হয়। বৃহস্পতিবারের ঘটনা। যে বিমানে এই ঘটনা ঘটেছে সেটি মুম্বই থেকে দিল্লি যাওয়ার কথা ছিল। বিমানটি প্রায় ৪ ঘণ্টা দেরিতে টেকঅফ করে।

ফ্লাইট ইউকে-৯৯৬। মুম্বই থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেবে। সব প্রস্তুতি সারা। সন্ধ্যে সাড়ে ৬টার সময় বিমান টেকঅফ করার কথা ছিল মুম্বই বিমান বন্দর থেকে। কিন্তু বিমান ছাড়ার আগেই এক পুরুষ যাত্রী বিমান হাইজ্যাক হয়েছে বলে চিৎকার করেন। তাতেই বিমান যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। দ্রুত বিমান থেকে সব যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। আর সেই যাত্রীকে গ্রেফতার করা হয়। গোটা বিমানে চলে চিরুনি তল্লাশি। কিন্তু কোথাও কোনও কিছু না মেলায় শেষপর্যন্ত বিমানটি রাত সাড়ে ১০টার সময় মুম্বই বিমান বন্দর ছাড়ে। প্রায় চার ঘণ্টা দেরিতে পৌঁছায় গন্তব্যে।

Latest Videos

মুম্বই পুলিশ জানিয়েছেস সংশ্লিষ্ট যাত্রীর নাম সঞ্জয় কুকার জুনেজা। তাকে গ্রেফতার করা হচেছে। জুনেজা পুলিশের জেরায় জানিয়েছেন তিনি মানিসিকভাবে বিপর্যস্ত ছিলেন। তাই এই কাজ করেছেন। যদিও পুলিশ মামলা দায়ের করেছে। তাঁর আত্মীয়রাও জানিয়েছে জুনেজা মানসিকভাবে অসুস্থ। যদিও তাঁর বিরুদ্ধে অন্যদের জীবন বা ব্যক্তিগত নিরাপত্তা বিপন্ন করার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

ভিস্তারা বিমান কর্তৃপক্ষ অবশ্য জানিয়েছেন, জুনেজা বিহান ছাড়ার আগেই হাইজ্যাক বলে চিৎকার করতে থাকে। তাতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। গাইডলাইন মেনে বিমান খালি করা হয়। প্রত্যেক যাত্রীকে আদালাভাবে পরীক্ষা করা হয়। বিমানেই চিরুনি তল্লাশি চালান হয়। তারপরই বিমান ছাড়ে। কারণ বিমানে বা বিমান বন্দরে অপরহণ বা হাইজ্যাক এই শব্দ উচ্চারণ করলে পরিস্থিতি ভয়াহত হয়। ভারতের অতীত অভিজ্ঞতা রয়েছে। সেই কারণেই বিমান বন্দর কর্তৃপক্ষ কোনও রকম ঝুঁকি নিতে চায়নি। কারণ বিমান যাত্রী ও বিমানক্রদের নিরাপত্তার বিষয়ে সবথেকে বেশি জোর দেওয়া হয়।

আরও পড়ুনঃ

মোদীর মার্কিন সফর ভারতীয় বিমান বাহিনীর জন্য মাইলফলক, GE-IAF চুক্তি ফাইটার জেট ইঞ্জিনে বিল্পব আনতে চলেছে

'বিয়েটা করে নিন আমরা বরযাত্রী যাব!', রাহুলকে অস্বস্তিতে ফেলে আবদার লালুর- দেখুন সেই ভিডিও

'রাজভবনকে বিকল্প সরকারি কার্যালয় বানিয়েছে বিজেপি', পাটনায় বিরোধী বৈঠকের পর কড়া বার্তা মমতার

 

Share this article
click me!

Latest Videos

প্রয়াগে ডুব দিয়ে পবিত্র স্নান সারলেন যোগী আদিত্যনাথ | CM Yogi | Prayagraj | Mahakumbh 2025 |
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury