আমেরিকার প্রশাসকের উদ্দেশ্যে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়ে ভারতের প্রধানমন্ত্রী লিখেছেন, “আমাদের দুটি দেশ সর্বদা একসঙ্গে কাজ করে যাবে।”
২০ জুন ভারত থেকে আমেরিকার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপর মাত্র ৩ দিনে মার্কিন সফরে তাঁর অভ্যর্থনা এবং সম্মানে ‘সারা ভারত সম্মানিত হয়েছে’ বলে মন্তব্য করলেন মোদী। নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে আমেরিকা এবং ভারতের দীর্ঘ মেলবন্ধন এবং বন্ধুত্বের বার্তা দিলেন নমো।
২৪ জুন, শনিবার টুইট করে নরেন্দ্র মোদী তাঁর সমগ্র মার্কিন সফরের একটি সারসংক্ষেপ ভিডিও পোস্ট করেছেন। তার সাথে তিনি লিখেছেন, “অতি বিশেষ মার্কিন সফরের সমাপ্তি হল, যেখানে আমি ভারত- আমেরিকার বন্ধুত্বে গতি আনার লক্ষ্যে অসংখ্য অনুষ্ঠান এবং আলোচনায় অংশ নিতে পেরেছি।”
জো বাইডেন, তথা আমেরিকার প্রশাসকের উদ্দেশ্যে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়ে ভারতের প্রধানমন্ত্রী লিখেছেন, “আমাদের গ্রহকে আগামী প্রজন্মের কাছে আরও ভালো স্থান হিসেবে গড়ে তোলার জন্য আমাদের দুটি দেশ সর্বদা একসঙ্গে কাজ করে যাবে।”
আরও পড়ুন-
Panchayat Election: দু’দিন পর থেকেই পঞ্চায়েত ভোটের প্রচার শুরু করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়
Vastu Tips: বাড়ির কোন দিকে কীভাবে টাকা রাখলে হু হু করে বৃদ্ধি পাবে আপনার সঞ্চয়?
Weather News: রাতভর ঝমঝমিয়ে বৃষ্টি, শনিবার কলকাতার তাপমাত্রায় বিরাট পতন