মাথা না ঢেকে সঞ্চালনা! মুসলিম মহিলার মাথায় শাল ঢাকা দিলেন যুবক, তারপরে কী হল জানেন?

Published : Apr 20, 2024, 10:12 AM ISTUpdated : Apr 20, 2024, 10:13 AM IST
Man covers Muslim womans head with shawl Video viral on social media

সংক্ষিপ্ত

মাথা না ঢেকে সঞ্চালনা! 'ইসলামবিরোধী' আচরণে জোর করে তাঁর মাথা ঢেকে দিলেন যুবক। সাফ জানিয়ে দিলেন, "আল্লার নির্দেশ বলেই ইসলামিক রাষ্ট্রে মহিলাদের মাথা ঢেকে রাখা উচিত। " পাকিস্তানের (Pakistan) এই ঘটনার ভিডিও ভাইরাল হতেই বিতর্কের ঝড় উঠেছে।

মাথা না ঢেকে সঞ্চালনা! 'ইসলামবিরোধী' আচরণে জোর করে তাঁর মাথা ঢেকে দিলেন যুবক। সাফ জানিয়ে দিলেন, "আল্লার নির্দেশ বলেই ইসলামিক রাষ্ট্রে মহিলাদের মাথা ঢেকে রাখা উচিত। " পাকিস্তানের (Pakistan) এই ঘটনার ভিডিও ভাইরাল হতেই বিতর্কের ঝড় উঠেছে।

ভিডিওতে দেখা গিয়েছে, একদল ব্যক্তির সাক্ষাৎকার নিচ্ছেন সঞ্চালিকা। প্যালেস্তাইনে যুদ্ধ পরিস্থিতি নিয়ে প্রশ্ন করছিলেন তিনি। কিন্তু সঞ্চালিকার প্রশ্নের উত্তর না দিয়ে এক যুবক বলে বসেন, “আপনি একটা ইসলামিক দেশে দাঁড়িয়ে রয়েছেন, কিন্তু ওড়না দিয়ে নিজের মাথা ঢাকতে পারেননি?” এই কথা বলে নিজের গলার শাল খুলে জোর করে সঞ্চালিকার মাথা ঢেকে দেন ওই যুবক।

তবে চুপ করে থাকলেন না সঞ্চালিকাও, “আমার কাছে নিজের ওড়না রয়েছে। কিন্তু মাথা ঢেকে না রাখাটা ব্যক্তিগত সিদ্ধান্ত। ইসলামের শুরু থেকে শেষ পর্যন্ত কেবল মহিলাদের ওড়নার কথাই কেন উঠে আসে বলতে পারেন?” সাফ উত্তর দিলেন সঞ্চালিকা।

 

 

কিন্তু আল্লার নির্দেশের দোহাই দিয়ে কি একজন অপরিচিত মহিলাকে স্পর্শ করে তাঁর মাথা ঢাকা দেওয়া যায়? সঞ্চালিকার এই প্রশ্নের জবাবে ওই যুবক জানান, "স্পর্শ করতে চায়নি, বরং ইসলামের পর্দাপ্রথাকে বাঁচিয়ে রাখতেই এমন কাজ করেছি।" কিন্তু যুবকের আচরণে ক্ষিপ্ত সঞ্চালিকা সাফ জানিয়ে দেন, "কোনও মহিলার অনুমতি ছাড়া তাঁকে স্পর্শ করা দণ্ডনীয় অপরাধ।" এই ভিডিওই ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে।

PREV
click me!

Recommended Stories

এনডিএ বৈঠকে প্রধানমন্ত্রী মোদীকে কেন সম্মান? শীতকালীন অধিবেশনের ৭ম দিনে কী হবে?
8th Pay Commission: অষ্টম বেতন কমিশনে বেতন বৃদ্ধি নিয়ে ঘনাচ্ছে রহস্য? কর্মচারী ও পেনশনভোগীরা খুঁজছে উত্তর