বহুতল আবাসনের ১২ তলায় ঝুলন্ত অবস্থায় চলছে শরীর চর্চা, প্রৌঢ়ের ভাইরাল ভিডিও ঘিরে ব্যাপক চাঞ্চল্য

চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ফরিদাবাদের একটি বহুতলে। ভাইরাল ভিডিওটিতে দেখা গিয়েছে, ওই আবাসনের দ্বাদশ তলের বারান্দার রেলিং ধরে একজন লোক ঝুলে ব্যায়াম করছেন।

দিন প্রতি দিন গোটা বিশ্ব জুড়েই বাড়ছে পরিবেশ দূষণ। অতীতের তুলনায় বর্তমানে আমাদের প্রাত্যহিক জীবনে উত্তরোত্তর বেড়ে চলেছে অস্বাস্থ্যকর খাওয়া-দাওয়া। এছাড়াও, কাজের চাপ ও নানা মানসিক চাপের জেরে শরীরের মধ্যেও বাড়ছে রোগের প্রভাব। এমতাবস্থায় সুরক্ষিত স্বাস্থ্যের অধিকারী হতে কেই বা না চায়! আর এই সুরক্ষিত স্বাস্থ্য তৈরির জন্য দৈনিক ব্যায়াম একটি অতিগুরুত্বপুর্ণ বিষয়। তবে এই ব্যায়ামও আবার ডেকে আনতে পারে মৃত্যুকে। 

এমনই ঘটনার নজির দেখা গিয়েছে, ফরিদাবাদের একটি বহুতলে। গোটা ঘটনার ভিডিও ইতিমধ্যে সামাজিক মাধ্যম জুড়ে ভীষণ ভাবে ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে দেখা গেছে, সোসাইটির দ্বাদশ তলের বারান্দার রেলিং ধরে একজন লোক ঝুলে ব্যায়াম করছেন। পাশের ফ্ল্যাটের লোকজন তাকে বারণ করলেও সেই দিকে কোনও ভাবেই নজর দিতে চাইছিল না সেই ব্যাক্তি। এ সময় ফ্ল্যাটের ভেতর থেকে একটি ছেলে এসে ঝুলন্ত ব্যক্তিকে ভেতরে নিয়ে যায়। সেই আবাসনের আরডব্লিউএ-এর সভাপতি দীপক মালিক জানান, “ওই ব্যক্তির বয়স প্রায় ৫৬ বছর এবং সে মানসিকভাবে ভারসাম্যহীন। তার একটি ২৮ বছরের ছেলেও রয়েছে। তারা এই বহুতলে ভাড়া থাকেন।” গোটা ঘটনার জেরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। সেই ব্যাক্তির পরিবারকে তার উপর বিশেষ নজরদারি রাখার নির্দেশ দেওয়া হয়েছে আবাসন তরফে। 

Latest Videos

আরও পড়ুন- মোবাইলে ভ্যালেন্টাইন ডে-র আকর্ষণীয় অফারের লিঙ্ক, এক ক্লিকেই ঘনাতে পারে বড় বিপদ

আরও পড়ুন- হিজাব পরা মেয়েই একদিন দেশের প্রধানমন্ত্রী হবে, ওয়েইসির মন্তব্য ঘিরে ফের বিতর্কের ঝড়

প্রসঙ্গত, এমন ঘটনার নজির ফরিদাবাদে প্রথম নয়। কয়েকদিন আগেই ফরিদাবাদের আবাসনে এক ক্যামেরায় উঠে আসে এক ভয়ংকর ঘটনা। যেখানে দেখা যায়, একজন মহিলা একটি শিশুকে বিছানার চাদরের মাধ্যমে ঝুলিয়ে আবাসনের ৯ তলা থেকে ৮ তলায় নামানো হচ্ছে। ঘটনার পরিপ্রেক্ষিতে বোঝা যায়, সেই মহিলা আসলে ওই শিশু মা। পড়ে থাকা পোশাক আনতে মা শিশুকে নয় তলা থেকে আটতলায় বিছানার চাদরে ঝুলিয়ে নীচে নামান। এই ভিডিও সামনে আসার পরেই অনেকেই আঁতকে উঠেছেন। বলেছেন ‘যদি নিজের সন্তানের সঙ্গে একটা দুর্ঘটনা ঘটে যেত তাহলে কি হত।’ 


উল্লেখ্য, দুর্ঘটনাক্রমে তাদের বারান্দার নীচের তলায় পড়ে যাওয়া পোশাক তুলতে একটি বিছানার চাদর ব্যবহার করে সেই মহিলা। স্বাভাবিক পথে না গিয়ে ওই নারী বেপরোয়াভাবে তার সন্তানকে নবম তলার বারান্দায় বিছানার চাদর বেঁধে অষ্টম তলায়  নামিয়ে দেন এবং তারপর পোশাক কুড়ানো হলে ধীরে ধীরে তুলতে থাকেন। সেই ঘটনাই বিপরীত দিকে থাকা সোসাইটির বাসিন্দা রেকর্ড করে পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়াতে।

আরও পড়ুন- পুলিশের তাড়া খেয়ে দোকানে ধাক্কা ডাম্পারের, ঘটনাস্থলেই মৃত ১ শিশু সহ মহিলা, ব্যাপক চাঞ্চল্য নন্দকুমারে

আরও পড়ুন- রবিবার ৬ ঘন্টার জন্য বন্ধ দ্বিতীয় হুগলী সেতু, যানজট এড়াতে কোন রাস্তা দিয়ে যাবেন জেনে নিন

Share this article
click me!

Latest Videos

প্রয়াগে ডুব দিয়ে পবিত্র স্নান সারলেন যোগী আদিত্যনাথ | CM Yogi | Prayagraj | Mahakumbh 2025 |
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury