ঘুমন্ত অবস্থায় বাড়ি থেকে তুলে মাঠে নিয়ে গিয়ে ধর্ষণ চার বছরের শিশুকে, প্রশ্নের মুখে আবারও নারী নিরাপত্তা

Published : Nov 01, 2022, 06:59 PM IST
RAPE

সংক্ষিপ্ত

একটি শিশুকে ঘুমন্ত অবস্থায় তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে এক দুষ্কৃতী। তারপর ঝোপের মধ্যে ফেলে দেয়। অভিযুক্তের কঠোর শাস্তির দাবি স্থানীয়দের। 

চরম নৃশংসতার আরও এক নজির তৈরি করল মধ্য প্রদেশ। খান্ডোয়া জেলার মাত্র ৪ বছরের একটি শিশু কন্যাকে ধর্ষণ করে আখের ক্ষেতে ফেলে দিয়ে গেল বর্বর এক ব্যক্তি। মঙ্গলবার তেমনই অভিযোগ দায়ের করা হয়েছে বলে স্থানীয় পুলিশ সূত্রের খবর। স্থানীয় বাসিন্দারা জানিয়েছে শিশুতে রক্তাক্ত ও অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়েছে।

সোমবার দিন এই ঘটনা ঘটে। শিশুটিকে একটি আখ ক্ষেতের মধ্যে থেকে উদ্ধার হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে ভর্তি করা হয় হাসরাতাল। এখনও শিশুটি হাসপাতালে রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

সোমবার সকালে জাসওয়াদিতে এক আত্মীয়ের বাড়িতে বাবা ও মায়ের সঙ্গে বেড়াতে এসেছিল ছোট্ট মেয়েটি। কিন্তু সেখান থেকেই নিখোঁজ হয়ে যায়। তারপর মেয়েটির পরিবার পুলিশের দ্বারস্থ হয়। থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। দ্রুত তদন্তে নামে পুলিশ। দ্রুত ঘটনাটি প্রকাশ্যে আসে। গ্রামের লোকও মেয়েটি খুঁজতে বার হয় তখনই ক্ষেতের মধ্যে থেকে উদ্ধার হয় শিশুটিকে।

অন্যদিকে এই ঘটনার তদন্তে নেমে পুলিশ এক জন সন্দেহভাজনকে আটক করেছে। তদন্তে পুলিশ জানতে পেরেছে মেয়েটি যেদিন তার আত্মীয়ের বাড়িতে এসেছিল সেই দিনও এই ব্যক্তি সেখানে একটি খাটা ভাড়া করার জন্য দিয়েছিল। সন্দেহভাজনকে জেরা করে পুলিশ জানতে পারে সেই মেয়েটিকে সোমবার ভোর রাতে বাড়ি থেকে ঘুমন্ত অবস্থায় তুলে নিয়ে যায়। বাড়ির কাছেই একটি মাঠে ধর্ষণ করে। আর প্রমান লোপাট করার জন্য মেয়েটিকে আখ ক্ষেতের ঝোপের মধ্যে ফেলে দেয়। ধৃত আরও জানিয়েছে তার অনুমান ছিল শিশুটি মারা গেছে। সেই কারণে সে সেইভাবেই ফেলে দিয়েছিল।

রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়েছে। প্রথমে শিশুটিকে স্থানীয় এক হাসপাতালে নিয়ে যায় হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ইন্দোরে স্থানান্তরিত করা হয়। অন্যদিকে ধৃতের বিরুদ্ধে পুলিশ অপহরণ, ধর্ষণ , খুনের চেষ্টা, ও পকসো আইনে মামলা দায়ের করেছে।

জাতীয় মহিলা কমিশনের হিসেব অনুযায়ী বর্তমানে শিশু নির্যাতন , ধর্ষণ, যৌন হেনস্থার ঘটনা ক্রমশই বাড়ছে। বিঘ্নিত হচ্ছে শিশু নিরাপত্তা। যা নিয়ে রীতিমত উদ্ধেগ প্রকাশ করেছে সংশ্লিষ্ট মহল। মধ্য প্রদেশ থেকে শুরু করে উত্তর প্রদেশ পশ্চিমবঙ্গে প্রায়ই ধর্ষণ বা যৌন হেনস্থার শিকার হতে হচ্ছে নিরীহ শিশুদের।

মোরবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দর্ঘটনাস্থল পরিদর্শন করে উচ্চ পর্যায়ের বৈঠক করেন তিনি

দিওয়ালিতে রেকর্ড মদ বিক্রি রাজধানীতে, তিন দিনে দিল্লিতে বিক্রি হল প্রায় ১০০ কোটি টাকার সুরা

পরাগ আগরওয়ালের জায়গায় কি নতুন ভারতীয় টুইটারের সিইও ? শ্রীরাম কৃষ্ণানের টুইট ঘিরে জল্পনা বাড়ছে

 

PREV
click me!

Recommended Stories

রাহুলের সমালোচনা করতেই কংগ্রেসের 'ফোঁস', জিন্না-বিজেপি যোগের কথা বলে মোদীকে 'বিকৃতির মাস্টার' বলল
নেহরুর পথেই রাহুল গান্ধী! 'বন্দে মাতরম' আলোচনায় অংশ না নেওয়ায় তুলোধনা মোদীর