বারান্দা থেকে দুধের শিশুকে ছুঁড়ে ফেলে দিল বাবা, দাম্পত্য বিবাদের জের বলে জানাল পুলিশ

Published : Dec 17, 2022, 03:16 PM IST
child

সংক্ষিপ্ত

স্বামী-স্ত্রী ঝগড়ার বলি দুই বছরের ছোট্ট ছেলে। মদ্যপ অবস্থায় বাবা নিজের সন্তানকে ছুঁড়ে ফেলে দিল বারান্দা থেকে। বর্তমানে ছেলে বাবা দুজনেই হাসপাতালে ভর্তি।

স্ত্রীর সঙ্গে ঝগড়া। আর সমস্ত রাগ দিয়ে পড় মাত্র দুই বছরের শিশুর ওপর। মদ্যপ অবস্থায় বাবা তার দুই বছরের ছেলেকে একতলার বারান্দা থেকে ছঁড়ে ফেলে দেয়। এই মর্মান্তিক ঘটনা ঘটেছে পূর্ব দিল্লির কালকাজি এলাকা। প্রধান অভিযুক্ত মান সিং ও তার দুই বথরের ছেলে এই ঘটনা গুরুতর আহত হয়েছে। দুজনেরই চিকিৎসা চলছে স্থানীয় একটি হাসপাতালে।

শুক্রবার রাত সাড়ে ১০টা নাগাদ এই ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। পুলিশ জানিয়েছেন মান সিং-এর স্ত্রী পূজার সঙ্গে প্রায়ই বিবাদে জড়িয়ে পড়তেন। মূলত নেশা করার জন্যই মান সিং আর পূজার মধ্যে ঝামেলা হত। পূজা স্বামীর ঘর ছেড়ে বেশ কয়েক মাস ধরেই নিজের দিদার সঙ্গে থাকছিল। সঙ্গে দুই সন্তানকেও রেখেছিল। কালকাজিতেই তার দিদার বাড়ি।

শুক্রবার সেখানে গিয়েও উৎপাত শুরু করে মান সিং। স্ত্রীর সঙ্গে তুমুল ঝগড়া হয়। এই বিবাদে জড়িয়ে পড়েছিল পূজার দিদাও। পুলিশ আরও জানিয়েছে, সন্ধ্যে ৭টা নাগাদ পূজার দাদির বাড়িতে গিয়েছিল সে। দিদার সঙ্গে মান সিং-এর যখন ঝগড়া হয় তখনই মদ্যপ অবস্থায় সে তার দুই বছরের সন্তানকে রাগের মাথায় ছুঁড়ে ফেলে দেয়। ১২ ফুট উঁচু একটি বারান্দা থেকে ফেলে দেয়। তারপর নিজেও সেখান থেকে লাফ দেয়। দুজনকেই জখম অবস্থায় এইমস হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তাদের অবস্থা স্থিতিশীল।

দিল্লি পুলিশ জানিয়ে এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। খুনের চেষ্টার অভিযোগে একটি মামলাও দায়ের করা হয়েছে মান সিং-এর বিরুদ্ধে। মান সিং-এর স্ত্রী পূজা তাঁর স্বামীর বিরুদ্ধে গৃহস্থ্য হিংসার মামলাও দায়ের করেছেন। পূজার প্রতিবেশীরা জানিয়েছে প্রায়ই মান সিং পূজা ও সন্তানদের মারধর করতে মদপ্য অবস্থায়। অনেক সময় স্ত্রী সন্তানদের খেতেও দিত না। সেই কারণে স্বামীর অত্যাচারের হাত থেকে বাঁচতে পূজা স্বামীর ঘর ছেড়ে চলে গিয়েছিলেন। আশ্রয় নিয়েছিলেন দিদার বাড়িতে। কিন্তু সেখানেই শেষ রক্ষা হল না। কোলের ছেলে হাসপাতালে ভর্তি হওয়ায় খুবই ভেঙে পড়েছেন পূজা।

আরও পড়ুনঃ

চার পা নিয়ে জন্মাল শিশু, লক্ষ লক্ষ সদ্যোজাতের মধ্যে বিরল রোগে আক্রান্ত হয় মাত্র ১ জন

বিজয় দিবসে ওয়ার মেমোরিয়ালে কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর, ৭১-এর যুদ্ধে শহিদদের শ্রদ্ধা জানান তিনি

'অরুণাচলে কি চিনা সেনা বেড়াতে এসেছিল?' মোদীকে কটাক্ষ করে বিবৃতি দাবি কংগ্রেস নেতার

PREV
click me!

Recommended Stories

News Round Up: বঙ্গে জাঁকিয়ে ঠান্ডা থেকে সিরিজ থেকে ছিটকে গেলেন অজি পেশার, সারাদিনের খবর এক ক্লিকে
AI প্রযুক্তির উন্নতিতে জোর, ভারতকে ১৭.৫ বিলিয়ন ডলার সাহায্যের প্রস্তাব মাইক্রোসফট সিইও-র