Manipur Violence: কালো পোশাকে সংসদে 'ইন্ডিয়া'র সাংসদেরা, মণিপুর ইস্যুতে অভিনব প্রতিবাদ

Published : Jul 27, 2023, 01:01 PM IST
parliament

সংক্ষিপ্ত

শুধু পোশাকে নয় মণিপুরের নারকীয় ঘটনার প্রতিবাদে হাতে কালো আর্ম ব্যান্ড পরেও এসেছিলেন অনেকে।

বাদল অধিবেশনের ষষ্ঠ দিনেও মণিপুর ইস্যুতে সরগরম হয়ে উঠল সংসদ। এবার মণিপুরে হিংসার ঘটনয় অভিনব ভঙ্গিতে প্রতিবাদ করলেন বিরোধী সাংসদরা। বৃহস্পতিবার কালো পোশাক পরে সংসদে এলেন বিজেপি বিরোধী জোট 'ইন্ডিয়া'র সাংসদেরা। এদিন সংসদে কালো পোশাক পরে প্রতিকী প্রতিবাদ করেন রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খড়্গে, লোকসভার বৃহত্তম বিরোধী দল কংগ্রেসের নেতা অধীর চৌধুরী, তৃণমূলের দুই কক্ষের নেতা ডেরেক ও’ব্রায়েন এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়-সহ বিভিন্ন বিরোধী সাংসদেরা।

শুধু পোশাকে নয় মণিপুরের নারকীয় ঘটনার প্রতিবাদে হাতে কালো আর্ম ব্যান্ড পরেও এসেছিলেন অনেকে। ডিএমকের টিআর বালুর মতো কয়েক জন বিরোধী সাংসদ কালো পোশাক না পড়লেও হাতে এই কালো আর্ম ব্যান্ড পরেছিলেন। অধিবেশন শুরুর আগে গান্ধীমূর্তির পাদদেশে চলে প্রতিবাদ কর্মসূচি। এদিনও মণিপুরকাণ্ডে প্রধানমন্ত্রীর বিবৃতি চেয়ে ওঠে স্লোগান। বৃহস্পতিবার সংবাদমাধ্যমকে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী জানান,'কালো পোশাক পরে প্রতিবাদের মাধ্যমে আমরা মণিপুরের ভয়াবহ পরিস্থিতি সম্পর্কে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাইছি।'

প্রসঙ্গত, সোমবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সুকান্ত মজুমদার বলেন,'গোটা বাংলাজুড়ে মহিলাদের উপর একের পর এক নির্যাতনের ঘটনা ঘটছে। তার প্রতিবাদেই আমরা আজ গান্ধী মূর্তির পাদদেশে জড়ো হয়েছি। তার কারণ আমাদের বিরোধীরা মণিপুর দেখতে পান কিন্তু চোদ্দতলা থেকে মালদা দেখতে পাননা।' কোচবিহারে নাবালিকা ধর্ষনের ঘটনার প্রসঙ্গে টেনে তিনি বলেন,'মুখ্যমন্ত্রী কোচবিহারের মিশন হাসপাতালে গিয়ে দেখে আসুন একটি নাবালিকা মেয়ে, ১৪ বছর ২ মাস বয়স, ধর্ষিতা হয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করছে। চারজন দুষ্কৃতি লাগাতার তাকে ধর্ষন করেছে। মেয়েটি এখন মৃত্যুর সঙ্গে লড়াই করছে। কিন্তু সেই কোচবিহার বিরোধীদের চোখে পড়ে না, তাঁদের মণিপুর চোখে পড়ে। এর বিরুদ্ধে আমরা আন্দোলন চালাচ্ছি বাংলার মেয়েদের রক্ষা করতে হবে এই অত্যাচারি শাসকের হাত থেকে।'

সোমবার বিধানসভার বাদল অধিবেশনের শুরুর দিনই মণিপুর ইস্যুতে উত্তাল হয় ওঠে সংসদ। লোকসভায় 'ইন্ডিয়া ফর মণিপুর' ও 'ইন্ডিয়া ডিমান্ড পিএম স্টেটমেন্ট অন মণিপুর' প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন বিরোধী জোটের সদস্যরা। অন্যদিকে বিরোধীদের ঘোষিত অবস্থান সত্ত্বেও গান্ধী মূর্তির পাদদেশে বিক্ষোভ দেখান বিজেপি সাংসদরা। এই নিয়ে নতুন করে বচসা শুরু হয় দু'পক্ষের মধ্যে। অন্যদিকে একসঙ্গে ধরনায় যোগ দিলেন ইন্ডিয়া জোটের ৩০০ সাংসদ। সংসদের বাইরে থেকে প্রধানমন্ত্রীকে আক্রমণ করে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন,'মণিপুরে আমরা যে দৃশ্যের সাক্ষী থেকেছি, তা অত্যন্ত উদ্বেগজনক। আপনি (প্রধানমন্ত্রী) সংসদে আলোচনা চান না। জনগণকে বিভ্রান্ত করে মণিপুরের ঘটনা থেকে নজর ঘোরানোর চেষ্টা করছে। ডবল ইঞ্জিন সরকার সম্পূর্ণ ব্যর্থ।' অন্যদিকে কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী বলেং,'আমরা বিরোধীদের অনুরোধ করছি সংসদে সুষ্ঠ কার্যাবলী ও আলোচনায় অংশ নিন। আপনারা আলোচনা থেকে পালাচ্ছেন কেন? মানুষ বিরোধীদের অবস্থান বুঝতে পারছে না।'

PREV
click me!

Recommended Stories

প্রার্থী পদ বিক্রি ৫ কোটিতে, এই দাবির পরই নভজ্যোত সিধু ও তাঁর স্ত্রীকে সাসপেন্ড করল কংগ্রেস
৮২৭ কোটি টাকা যাত্রীদের এখনও পর্যন্ত ফেরত দিয়েছে , বিবৃতি দিয়ে জানিয়ে দিল IndiGo