ছত্তিশগড়ে নিরাপত্তাবাহিনীর গাড়িতে হামলা মাওবাদীদের! শহিদ অন্ততপক্ষে ৯ জন জওয়ান

বিজাপুরের কুটরু রোডে বিস্ফোরণের মুখে পড়ল ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ডের একটি গাড়ি। 

এ যেন পালা বদলা। শনিবার রাতে, ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনী এবং পুলিশের যৌথ অভিযানে নিকেশ করা হয় ৪ মাওবাদীকে। এদিকে ওই ঘটনার আটচল্লিশ ঘণ্টার মধ্যে বদলা নিল মাওবাদীরা।

বিজাপুরের কুটরু রোডে বিস্ফোরণের মুখে পড়ল ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ডের একটি গাড়ি। ওই গাড়িতে ছিলেন বেশ কয়েকজন নিরাপত্তারক্ষী। ভয়ঙ্কর এই বিস্ফোরণে ৯ জন নিরাপত্তারক্ষী শহিদ হয়েছেন বলে জানা গেছে।

Latest Videos

কেন্দ্রীয় আধাসেনা এবং পুলিশের যৌথবাহিনীর ধারাবাহিক অভিযানের মধ্যেই ছত্তিশগড়ে এবার প্রত্যাঘাত হানল মাওবাদীরা। সোমবার বস্তার ডিভিশনের বিজাপুর জেলায় নিরাপত্তা বাহিনীর একটি গাড়ি উড়িয়ে দেয় নিষিদ্ধ সিপিআই (মাওবাদী)-র সশস্ত্র শাখা পিএলজিএ (পিপলস লিবারেশন গেরিলা আর্মি)।

প্রাথমিকভাবে জানা গেছে, এই হামলায় অন্তত ৯ জন জওয়ান নিহত হয়েছেন। এছাড়াও গুরুতর জখম হয়েছেন বেশ কয়েকজন। ওই গাড়িটিতে ‘ডিস্ট্রিক্ট রিজ়ার্ভ গার্ড’বাহিনীর জওয়ানেরা ছিলেন বলে পুলিশ সুত্রে খবর পাওয়া গেছে।

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, বেদ্রে-কুতরু রোডের পাহাড় এবং জঙ্গলঘেরা অংশে মাওবাদীদের পাতা ল্যান্ডমাইনের ‘ফাঁদে’পড়ে যায় ওই গাড়িটি।

গত সপ্তাহে বিজাপুর জেলারই ফরসেগঢ়ে পুলিশের চর ঘোষণা করে স্থানীয় বিজেপি নেতা কুদিয়াম মাঢ়ো (৩৫)-কে খুন করে মাওবাদীরা। ঘটনাচক্রে শনিবার থেকেই বিজাপুর লাগোয়া নারায়ণপুর-দান্তেওয়াড়া সীমানায় দক্ষিণ অবুঝমাঢ়ের জঙ্গলে মাওবাদী দমন অভিযান শুরু করে দিয়েছে যৌথবাহিনী।

এদিকে দুই তরফের গুলির লড়াইতে ‘ডিস্ট্রিক্ট রিজ়ার্ভ গার্ড’বাহিনীর এক জওয়ান এবং পাঁচ মাওবাদী গত দুদিনের লড়াইতে নিহত হয়েছেন। আর তারপরেই সোমবার ল্যান্ডমাইন হামলা চালাল মাওবাদীরা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

PM Modi Roadshow Live : বিশাখাপত্তনমে মোদীজির রোড শো, সরাসরি | Asianet News Bangla
Rashifal Bangla : ৩ রাশিতে উপচে পড়বে ধনসম্পদ! দেখুন বৃহস্পতিবারের রাশিফল | Asianet News Bangla
টানা দু'দিন এলাকা কাঁপিয়ে জঙ্গলে ফিরে গেল বাঘ! দেখুন সেই দৃশ্য | Kultali Tiger Update | Bangla News
বাচ্চাদের মিড ডে মিলে থিকথিক করছে পোকা! স্কুলে অশান্তি চরমে | Malda News Today | Mid Day Meal
LIVE : ISRO-র নয়া মহাকাশ অভিযান 'SPADEX', একসঙ্গে জোড়া মহাকাশযান উৎক্ষেপণ | Asianet News Bangla