ভেঙে দিল পুরনো প্রথা, মাত্র একটি কারণে স্পেশাল এই মুসলিম বিয়ের ভিডিওটি দেখুন


মুসলিম এই বিয়ের অনুষ্ঠানে বিশেষ ভূমিকা গ্রহণ করেছেন সৈয়দা সাইদাইন হামিদ। অধারণ ব্যক্তিত্বের অধিকারি এই মহিলা আর কেউ নন এই বিয়ের কাজি (female Qazi)। তিনি দম্পতিকে নিকাহ পড়িয়েছেন। তিনি নবদম্পতিকে 'কুবুল হ্যায়' - এই বিশেষ গুরুত্বপূর্ণ শব্দটি বলিয়েছেন।

এক মুলসিম দম্পতির বিয়ে (Muslim Marriage)- খুবই সাধারণ ব্যাপার বলে মনে হতেই পারে আপনার। বিয়ের ভিডিওটি (Wedding Video) দেখলে আরও পাঁচটা নিকাহের অনুষ্ঠানের মতই লাগবে। কিন্তু বিয়ের অনুষ্ঠানেই আরও একটি আন্দোলনে স্মরক হয়ে থাকবে এই দেশের মুসলিম ইতিহাসে। এক মহিলার বিশেষ ভূমিকা মুসলিম দম্পতির এই বিয়েকে বিশেষ করে তুলেছেন। 

মুসলিম এই বিয়ের অনুষ্ঠানে বিশেষ ভূমিকা গ্রহণ করেছেন সৈয়দা সাইদাইন হামিদ। অধারণ ব্যক্তিত্বের অধিকারি এই মহিলা আর কেউ নন এই বিয়ের কাজি (female Qazi)। তিনি দম্পতিকে নিকাহ পড়িয়েছেন। তিনি নবদম্পতিকে 'কুবুল হ্যায়' - এই বিশেষ গুরুত্বপূর্ণ শব্দটি বলিয়েছেন। চলতি মাসের শুরুতে দিল্লিতে প্রাক্তন রাষ্ট্রপতি জারিক হুসেনের প্রপৌত্রের বিয়ের অনুষ্ঠানে সৈয়দা সাইদাইন হামিদ কাজির ভূমিকা গ্রহণ করেছিল। এই বিয়ের অনুষ্ঠান সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। এখনও পর্যন্ত ৫৭ হাজারেরও বেশি মানুষ ভিডিওটি দেখেছেন। অনেকেই প্রগতিশীলতার তারিফ করেছেন। 

Latest Videos

সংবাদ সংস্থা আইএএনএস জানিয়েছে, প্রাক্তন রাষ্ট্রপতি জাকির হোসেনের প্রপৌত্রের নিকাহ অনুষ্ঠানে একটি বিরল ঘটনা ঘটেছে। জিবরান রেহান রহমান ও উরসিলা আলির নিকাহ তাদের বাড়িতে সম্পন্ন হয়েছে। অর্থাৎ দেশের তৃতীয় রাষ্ট্রপতির বাড়িতে হয়েছে। সেখানে ঘনিষ্ট বন্ধুবান্ধব ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। আপনিও দেখুন সেই ভিডিওটি-


সৈয়দা সাইদাইন হামিদ- প্রাক্তন পরিকল্পনা কনমিশনের সদস্য। তিনি এই বিয়ের অনুষ্ঠানে কাজির দায়িত্ব নিয়েছেন। হামিদ একটি বিবৃতি দিয়ে জানিয়েছেন নিকাহনামায় উল্লিখিত শর্তগুলি মুসলিম মহিলা ফোরামের পৃষ্টপোষকতায় প্রস্তুত করা হয়েছিল। তিনি আরও জানিয়েছেন পাত্রের দিদা এই সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। তিনিও বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন। 

হামিদ আরও জানিয়েছেন, নিকাহনামা হল একটি ইকরারনামা বা চুক্তিপত্র। যা বিবাহিত জীবনের সকল দিকগুলি লক্ষ্য রাখে। প্রতিটি ক্ষেত্রে শ্রদ্ধা ও সম্মানের সঙ্গে সমানাধিকারের কথাও বলা হয়ে। পাশাপাশি বর ও কনের পারস্পরিক সম্মতি অত্যান্ত জরুরি। তাই কোনও বিয়ে যে পুরুষ কাজিকেই দিতে হবে এমন কোনও কথা নেই। কোরান শরিফেও এর উল্লেখ নেই বলেও জানিয়েছেন তিনি। তবে এই বিয়ের অনুষ্ঠানে থাকতে পেরে তিনি গর্বিত বলেও জানিয়েছেন। 

পোশাক ইস্যুতে জেলেনস্কিকে সমর্থন মীরা রাজপুতের, কী বললেন শাহিদ কাপুরের স্ত্রী

মাইক্রোওয়েব ওভেনের মধ্যে ২ মাসের শিশুর ঝলসানো দেহ, খুনের অভিযোগে কাঠগড়ায় সদ্যোজাতর মা

মহিলাদের অস্বস্তি ঢেকে দিচ্ছে ফুল আর প্রজাপতি, যাদু তুলি হাতে নিয়েছেন ব্রাজিলের ট্যাটু শিল্পি

Share this article
click me!

Latest Videos

গভীর রাতে ধানক্ষেতে ভয়াবহ দৃশ্য! শিউরে উঠবেন আপনিও, আতঙ্কে গোটা Jaynagar, দেখুন | South 24 Parganas
প্রয়াগে ডুব দিয়ে পবিত্র স্নান সারলেন যোগী আদিত্যনাথ | CM Yogi | Prayagraj | Mahakumbh 2025 |
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এ কী করলো নাবালিকার সঙ্গে! চমকে যাবেন আপনিও, চাঞ্চল্য Nabadwip-এ | Nadia
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury