NEET 2024: ৮ বছর বয়সে বিয়ে হয়ে যায়! এখন একজন সফল চিকিৎসক রূপা, কীভাবে সম্ভব হল স্বপ্নপূরণ? জানলে চোখে জল আসবে

Published : Jun 27, 2024, 02:01 PM ISTUpdated : Jun 27, 2024, 03:14 PM IST
NEET PG 2024 exam preponed to june 23

সংক্ষিপ্ত

NEET: ৮ বছর বয়সে বিয়ে হয়ে যায়! এখন একজন সফল চিকিৎসক রূপা, কীভাবে সম্ভব হল স্বপ্নপূরণ? জানলে চোখে জল আসবে

মাত্র ৮ বছর বয়সে বিয়ে হয়ে যায় ১২ বছরের শঙ্কর লালের সঙ্গে। ছেলেবেলায় বিয়ে হলেও পড়াশুনোয় বিন্দুমাত্র খামতি হতে দেন নিন রূপা। দশম শ্রেণীর পরীক্ষায় পেয়েছিলেন ৮৪ শতাংশ নম্বর।

এরপর ধীরে ধীরে উচ্চ শিক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। অত্যন্ত সাহায্য করেছেন শ্বশুড় বাড়ির লোকজনও। কিন্তু ভীষণ অর্থকষ্টের মধ্যেই পড়াশুনা করেছেন রূপা। এরপর ২০১৭ সালে স্বপ্ন পূরণ। নিট ইউজি পাশ করেন তিনি। ডাক্তারি পরীক্ষায় পাশ করে সকলকে চমকে দেন তিনি।

৪১৫ নম্বর পেয়ে ২৩ হাজার ব়্যাঙ্ক হয়েছিল রূপার। কিন্তু সেই বছর ডাক্তারি পড়তে হলে রাজস্থান ছাড়তে হত। তাই ফের প্রস্তুতি নিয়ে ফের নিট পরীক্ষায় বসেন তিনি। ব়্যাঙ্ক হয় ৫০৩। এরপর শুরু হয় চিকিৎসক হওয়ার জন্য পড়াশুনো। বর্তমানে নিট পিজি-পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন এই যুবতী।

এই পরীক্ষা হুট করে বাতিল হয়ে যাওয়ায় অত্যন্ত ক্ষুব্ধ তিনি। রূপার কথায় " পরীক্ষা বাতিল হওয়ার কথা শুনে রাগ হচ্ছে। পরীক্ষা হওয়ার আগে বাতিল হয়েছে এটাই অনেক, আরও একটু প্রস্তুতি নিতে পারব"।

স্বামী হিসাবে শঙ্করের অবদান বারবার উল্লেখ করেছেন রূপা। রূপা বলেছে আমার পড়াশুনায় সাহায্য হবে বলে পুরান বাড়ি ছেড়েছে শঙ্কর। পড়াশুনোর খরচ সামলানোর জন্য একাধিক কাজ করেছে। এখন বাড়ির সামনে একটা দোকান খুলে আমাকে সাহায্য করে শঙ্কর।"

প্রথমে মেডিসিন বিশেষজ্ঞ হতে চাইলেও পরে গর্ভাবস্থায় কিছু সমস্যা হওয়ার জন্য এখন একজন বড় গাইনোকলজিস্ট হওয়ার স্বপ্ন দেখছে রূপা।

PREV
click me!

Recommended Stories

Lok Sabha : সংসদে বসে ই-সিগারেট টানছিলেন TMC সাংসদ! ধরে ফেললেন অনুরাগ ঠাকুর, কী হল দেখুন!
8th Pay Commission: কর্মীদের অপেক্ষার অবসান! এই দিনই মিলবে অষ্টম বেতনের টাকা, এরিয়ার নিয়েও এল বিরাট আপডেট