পেনশনভোগীদের জন্য বিরাট খবর, EPFO ন্যূনতম ব্যক্তিগত পেনশন হবে ৭৫০০
EPFO পেনশনধারীদের জন্য সুখবর, ন্যূনতম পেনশন বাড়তে পারে ৭৫০০ টাকা। আগামী বাজেটে এই ঘোষণা আসতে পারে বলে জানা গেছে। কর্মচারী পেনশন স্কিম ৯৫ জাতীয় আন্দোলন কমিটি অর্থমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে এই দাবি জানিয়েছে।
কর্মচারী ভবিষ্যত তহবিল সংস্থার (EPFO) পেনশন পরিকল্পনায় অন্তর্ভুক্ত পেনশনধারীদের জন্য আসছে সুখবর। মোটা টাকা বাড়ছে পেনশন।
EPFO পেনশন এবার হবে ৭৫০০। নূন্যতম পেনশন এক হাজার থেকে সাড়ে ৭৫০০ টাকা হবে বলে জানা গিয়েছে। যা ঘোষণা হতে পারে আগামী বাজেটে।
কর্মচারী পেনশন স্কিম ৯৫ জাতীয় আন্দোলন কমিটির জাতীয় সভাপতি কমান্ডার অশোক রাউতের নেতৃত্বে প্রতিনিধিদল অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকার করেন।
বৈঠকের পরে রাউত সাংবাদিকদের বলেন, অর্থমন্ত্রী আমাদের দাবিগুলো সহানুভূতির সঙ্গে বিবেচনার আশ্বাস দিয়েছেন।
রাউত বলেন, এই আশ্বাস আমাদের আশা জোগায়। সরকার আসন্ন বাজেটের ন্যূনতম সাড়ে সাত হাজার টাকা পেনশন ও মুদ্রাস্ফীতিভাতা ঘোষণা করুক। এর চেয়ে কম কিছু বয়স্ক নাগরিকদের সম্মানের জীবনযাপন নিশ্চিত করতে ব্যর্থ হবে।
১ ফেব্রুয়ারি অর্থমন্ত্রী সংসদে ২০২৫-২৬ অর্থবছরের সাধারণ বাজেট উপস্থাপনা করবেন। বৈঠকের আগে রাউত কেন্দ্র ও রাজ্য পাবলিক সেক্টর ইউনিট (পিএসইউ), ব্যক্তিগত সংস্থা ও দেশজুড়ে বিভিন্ন কোম্পানির ৭৮ লক্ষের বেশি পেনশনধারীদের সমস্যাগুলো তুলে ধরেন।
পেনশন বৃদ্ধি এবং পেনশনধারী ও তাদের সঙ্গীদের বিনামূল্য চিকিৎসা সুবিধার দাবি গত ৭-৮ বছর ধরে আন্দোলন চলছে।
রাউত বলেন, ২০১৪ সালে সরকার এ হাজার টাকা পেনশন ঘোষণা করলেও এখনও ৩৬.৬০ লক্ষ পেনশনধারী-র চেয়ে কম পেনশন পাচ্ছেন।
বাস্তবে পেনশন বৃদ্ধি পেলে তা সত্যিই উপকার হবেন বহু ব্যক্তি। প্রকাশ্যে এল এমনই তথ্য।
আসন্ন বাজেটে বাড়তে পারে পেনশন। EPFO ন্যূনতম ব্যক্তিগত পেনশন হবে ৭৫০০, পেনশনভোগীদের জন্য বিরাট খবর।