Cong Vs BJP: মল্লিকার্জুন খাড়গের মন্তব্যের পাল্ট জবাব কেন্দ্রীয় মন্ত্রীর, দুর্নীতির প্রশ্ন আক্রমণ কংগ্রেসকে

সম্প্রতি মল্লিকার্জুন খাড়গে বলেছেন, মোদী গ্যারান্টির কোনও অর্থই হয় না। এই কথা বলে মানুষের সঙ্গে প্রতারণা করছেন প্রধানমন্ত্রী তারই পাল্টা জবাব দেন হরদীপ সিং পুরী।

 

কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী শনিবার কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গেকে চড়া সুরে আক্রমণ করেন। পাশাপাশি কংগ্রেসের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, কংগ্রেস সেই দল যার নেতারা মিথ্যা কথা বলা ও মিথ্যা তথ্য দেওয়ার জন্য সর্বদাই এগিয়ে থাকেন।

সম্প্রতি মল্লিকার্জুন খাড়গে বলেছেন, মোদী গ্যারান্টির কোনও অর্থই হয় না। এই কথা বলে মানুষের সঙ্গে প্রতারণা করছেন প্রধানমন্ত্রী তারই পাল্টা জবাব দেন হরদীপ সিং পুরী। মোদী গ্যারান্টি যে ফাঁকা আওয়াজ নয় তা আরও একবার স্পষ্ট করে কোথায় কী কী কাজ হয়েছে তা জানিয়ে দেন মল্লিকার্জুন খাড়গে।

Latest Videos

 

 

চারকির সুযোগ

হরদীপ সিং পুরী বলেন, মোদীর নেতৃত্বে ভারতের চাকরি ও কাজের সুযোগ পেয়েছে। ১৭ কোটি মানুষ চাকরি পেয়েছে। তিনি বলেন,'ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি দেখায় সমস্ত প্রধান সেক্টরে কর্মসংস্থান সৃষ্টি৷ আমরা শীঘ্রই বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হতে যাচ্ছি৷ ২০১৪ সালে, তাদের অর্থনীতিবিদ এবং নীতিগুলি আমাদেরকে ১১ তম অবস্থানে রেখেছিল।'

কেন্দ্রীয় মন্ত্রী বলেন, খাড়গে জানতেন না যে Warkar population ratio ২০১৭-২০২৩ সালের মধ্যে ২৬ শতাংশ বেড়েছে। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, হয় কংগ্রেস নেতা মিথ্যা বলছেন, নয়তো তিনি দল বাঁচাতে ব্যস্ত।

দুর্নীতি নিয়ে খোঁচা

কেন্দ্রীয় মন্ত্রী কংগ্রেসের আমলের দুর্নীতি নিয়েও খোঁচা দেন। তিনি বলেন, কংগ্রেস সভাপতির জানা উতিৎ যে তদের দল ক্ষমতায় থাকাকালীন একাধিক দুর্নীতি ও কেলেঙ্কারি হয়েছিল। ১০ বড় কেলেঙ্কারি হয়েছিল ইউপিএ সরকারের আমলে। একাধিক প্রশ্নপত্র ফাঁসের ঘটনাও ঘটেছিল।

দাম বৃদ্ধি নিয়েও খাড়গের মন্তব্যের তীব্র সমালোচনা করেন কেন্দ্রীয় মন্ত্রী। তিনি বলেন,২০২৩ সালে ভারতে মুদ্রাস্ফীতির হার বিশ্বের গড়ের থেকে ১.৪ শতাংশ কম।কংগ্রেস সরকারগুলি 'দারিদ্র্য নির্মূল' স্লোগান হিসাবে ব্যবহার করেছিল। তিনি বলেছিলেন যে নরেন্দ্র মোদী সরকার প্রধানমন্ত্রী গরীব কল্যাণ যোজনার মাধ্যমে দরিদ্রদের বিনামূল্যে চাল দেবে। তিনি বলেন খাদ্য দ্রব্যের জিএসটি নিয়েও কংগ্রেস মিথ্যাচার করেছে।

 

Share this article
click me!

Latest Videos

Malda-র রাস্তায় সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি! সচেতনার বার্তা র‍্যালির মাধ্যমে
RG Kar Case Update Today : চাইলেন না চরম শাস্তি! মোক্ষম চাল দিলো অভয়ার পরিবার | Calcutta High Court
এবার আগুনের গ্রাসে অন্য এলাকা! পুড়ছে স্যান দিয়েগো কাউন্টির একাধিক অংশ San Diego fire | Wildfires
Suvendu on Kartik Maharaj : কেন পদ্মশ্রী পাচ্ছেন কার্তিক মহারাজ? খোলসা করে সবটাই বললেন শুভেন্দু
Suvendu on Trump : ডোনাল্ড ট্রাম্পের প্রশংসায় পঞ্চমুখ শুভেন্দু অধিকারী, কারন জানলে অবাক হবেন