Israel-Iran War: ইজরায়েল-ইরান যুদ্ধ পরিস্থিতি, ভারতীয়দের সতর্কবার্তা বিদেশমন্ত্রকের

পশ্চিম এশিয়ার আকাশে ফের ফের যুদ্ধের ঘনঘটা। ইরানের বিরুদ্ধে ইজরায়েলের যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। ইতিমধ্যেই ইজরায়েল সীমান্তে রকেট হামলা শুরু করে দিয়েছে ইরানের সেনাবাহিনী।

চলতি সপ্তাহের মধ্যেই ইজরায়েল-ইরান যুদ্ধ শুরু হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ইতিমধ্যেই ইজরায়েলে রকেট হামলা শুরু করে দিয়েছে ইরানের সেনাবাহিনী। ইজরায়েলের সেনাবাহিনীর পক্ষ থেকে পাল্টা জবাব দেওয়া শুরু হয়েছে। এখনও সরকারিভাবে যুদ্ধ শুরু হয়নি। কিন্তু ৪৮ ঘণ্টার মধ্যে যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। এই পরিস্থিতিতে বিদেশমন্ত্রকের পক্ষ থেকে ভারতীয়দের ইজরায়েল ও ইরানে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশিকা জারি না করা পর্যন্ত ভারতীয়দের এই দুই দেশ এড়িয়ে যেতে বলা হয়েছে। ইজরায়েল ও ইরানে এখন যে ভারতীয়রা আছেন, তাঁদের দূতাবাসে নাম নথিভুক্ত করার পরামর্শ দেওয়া হয়েছে। ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে।

ভারতীয়দের নিরাপদে থাকার পরামর্শ

Latest Videos

বিদেশমন্ত্রকের পক্ষ থেকে এক বার্তায় বলা হয়েছে, ‘ইরান ও ইজরায়েলে বর্তমানে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তার পরিপ্রেক্ষিতে সব ভারতীয়কে পরবর্তী নোটিস না দেওয়া পর্যন্ত ইরান ও ইজরায়েলে না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। যাঁরা ইরান ও ইজরায়েলে আছেন তাঁদের ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখতে বলা হচ্ছে এবং নাম নথিভুক্ত করতে বলা হচ্ছে। তাঁদের সুরক্ষার বিষয়ে সবরকমভাবে সতর্ক থাকতে বলা হচ্ছে। তাঁদের যতদূর সম্ভব কম ঘোরাফেরা করার পরামর্শ দেওয়া হচ্ছে।’ ইজরায়েলের ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে আরও বলা হয়েছে, ‘কারও অপ্রয়োজনে ঘোরাফেরা করা উচিত নয়। ভারতীয়দের শান্ত থাকা উচিত। স্থানীয় প্রশাসন যে নির্দেশিকা জারি করছে তা মেনে চলা উচিত।’

 

 

দেশে ফেরানো হবে ভারতীয়দের?

ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে ইরান ও ইজরায়েলে থাকা ভারতীয়দের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হলেও, তাঁদের দেশে ফেরানোর ব্যাপারে এখনও কিছু জানানো হয়নি। তবে যুদ্ধ শুরু হলে হয়তো ভারতীয়দের দেশে ফেরানো হতে পারে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Israel War Exclusive: 'পরিস্থিতি খারাপ, ৪৮ ঘন্টার মধ্যে যা খুশি হতে পারে,' আতঙ্কে ইজরায়েলে থাকা ভারতীয় মহিলা

ইজরায়েল-প্যালেস্টাইন যুদ্ধের আঁচে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা! ইয়েমেনে একসঙ্গে হামলা করল আমেরিকা ও ব্রিটেন

বন্ধুত্বের সৌজন্যে ভারতের পাশে ইজরায়েল, মুম্বই হামলাকারী লস্কর-ই-তৈবাকে জঙ্গি সংগঠন হিসাবে ঘোষণা

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

‘এমন কোনো জায়গা নেই যেখানে TMC টাকা তুলছে না’ Mamata-কে চরম তুলোধোনা Suvendu-র
Mamata Banerjee : 'মোদী বাংলার কৃষকদের একটা পয়সাও দেয় না' বিতর্কিত মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের
‘সবরমতি রিপোর্ট’ দেখলেন বিজেপির হেভিওয়েটরা! দেখুন কী বার্তা দিলেন সিনেমার ব্যপারে | Sabarmati Report
Mamata Banerjee Live: নবান্নে সাংবাদিক সম্মেলনে মমতা, দেখুন সরাসরি
Mamata Banerjee: 'মোদী কিছু দেয় নি আমি ৫০ লক্ষ বাড়ি দিয়েছি' বিতর্কিত মন্তব্য মমতার