PM Modi: দেশের মানুষের ক্ষমতার ওপর আস্থা ছিল না নেহরু ও ইন্দিরার, বাজেট ভাষণে কংগ্রেসকে নিশানা মোদীর

Published : Feb 05, 2024, 08:45 PM IST
Modi criticized Nehru Indira in his budget speech in Parliament saying did not Indians ability bsm

সংক্ষিপ্ত

লালকেল্লা থেকে দেওয়া দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর একটি বক্তৃতাকে উদ্ধৃতি বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, নেহরু বলেছেন, আমরা ইউরোপীয় , জাপানি, চিনা, রাশিয়ান বা আমেরিকানদের মত কঠোর পরিশ্রম করি না। 

সংসদে বাজেট ভাষণে প্রাক্তন প্রধানমন্ত্রী তথা কংগ্রেস নেতা জওহরলাল নেহরু ও ইন্দিরা গান্ধীর তীব্র সমালোচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, দুই প্রাক্তন প্রধানমন্ত্রীর ভাষণ তুলে ধরে বলেন দেশের মানুষের ক্ষমতার ওপর তাদের কোনও বিশ্বাস ছিল না। মোদী বলেন, 'কংগ্রেস কখনই ভারতের সম্ভাবনাকে বিশ্বাস করেনি। তারা সবসময় নিজেদেরকে শাসক ও দেশবাসীকে তুচ্ছ বলে মনে করেছেন।' রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণে ধন্যবাদ প্রস্তাবের আলোচনার সময়ই এই কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

লালকেল্লা থেকে দেওয়া দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর একটি বক্তৃতাকে উদ্ধৃতি বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, 'নেহরু বলেছেন, আমরা ইউরোপীয় , জাপানি, চিনা, রাশিয়ান বা আমেরিকানদের মত কঠোর পরিশ্রম করি না। ভাববেন না যে এই সম্প্রদায়ের মধ্যে কোনও জাদু রয়েছে। কঠোর পরিশ্রম ও স্মার্টনেস দিয়েই এরা সবকিছু অর্জন করেছে।' প্রধানমন্ত্রী এই কথা বলে স্পষ্ট করে জানিয়ে দেন নেহরু এই কথা বলে স্পষ্ট করে বলতে চেয়েছিলেন যে ভারতীয়রা অসল। তাদের মস্তিষ্ক নেই। নেহরু দেশের মানুষের সম্ভাবনার ওপর আস্থা রাখতে পারেননি বলেও দাবি করেন মোদী।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরও বলেন, প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীও নেহরুর থেকে আলাদা নন। তিনিও আলাদা কিছু ভাবেননি। মোদী বলেন, 'ইন্দিরাজি লালাকেল্লার প্রাচীর থেকে বলেছিলেন দুর্ভাগ্যবশন এটা আমাদের অভ্যাস যে যখন একটিভাল কাজ শেষের দিকে আসছে তখনই আমরা আত্মতুষ্ট হয়ে যাই। এবং যখন কোনও বাধা আসে তখন আমরা আশা হারিয়ে ফেলি। কখনও কখনও মনে হয় পুরো দেশই পরাজয় মেনে নিয়েছে।' এখানেই শেষ নয়, মোদী আরও বলেন, আজ কংগ্রেসের দিকে তাকালে মনে হয় ইন্দিরা দেশবাসীর অবমূল্যায়ন করেছেন। কিন্তু তিনি কংগ্রেসকে ভালই মূল্যায়ন করেছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরও বলেন, 'এটি ছিল ভারতীয়দের সম্পর্কে কংগ্রেসের রাজ পরিবারের চিন্তাভাবনা। ' তবে এই দেশের জনগণের ওপর অগাধ বিশ্বাস তাঁর রয়েছে। ইতিহাস প্রমাণ করে যে কংগ্রেস সরকারের মুদ্রাস্ফীতি নিয়ে আসে। নেহরুর লেখা তুলে ধরে মোদী বলেন, যখনই দেশ ক্ষমতায় এসেছে তখনই মুদ্রাস্ফীতিকে আরও শক্তিশালী করেছে। তিনি দাবি করেন, তাদের সরকার দুটি যুদ্ধ ও মহামারি সত্ত্বেও এটি নিয়ন্ত্রণ করতে পেরেছে।

এদিন বাজেট ভাষণে মোদী কংগ্রেসের তীব্র সমালোচনা করেছেন। বলেছেন কংগ্রেস নিজেরা ব্যার্থ হয়েছে। অন্য দলগুলিকেও কাজ করতে দেয়নি। সংসদ, বিরোধী দল ও দেশকে ধ্বংস করে দিয়েছে। তিনি আরও বলেন, তিনি মনে করেন দেশে একটি শক্তিশালী বিরোধী দল থাকা জরুরি। দেশ রাজবংশের রাজনীতির প্রভাবের মুখোমুখি হয়েছে। তিনি বিরোধীদের আক্রমণ করে বলেছেন, কংগ্রেস, তৃণমূল, আপ এই দলগুলি একজোট হয়েও নিজেদেরকে বিশ্বাস করে না। তাহলে কী করে দেশের মানুষ তাদের বিশ্বাস করবে।

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

মেসির ইভেন্টে সুপার সানডে মুম্বইতে, শচীন জার্সি উপহার দিয়ে লিখলেন 'দিনটা ছিল ১০/১০ '
নিতিন নবীনের নিয়োগ নিয়ে কটাক্ষ বিরোধীদের, কংগ্রেস বলল প্রক্রিয়ার অভাব