বিবিসির অফিসে আয়কর হানাকে কেন্দ্র করে মোদী সরকারকে তীব্র কটাক্ষ কংগ্রেস নেতা জয়রাম রমেশের।
'বিনাশকালে বুদ্ধিনাশ', বিবিসির অফিসে আয়কর অভিযান প্রসঙ্গে মোদী সরকারকে তীব্র কটাক্ষ কংগ্রেসের। ঘটনার তীব্র সমালোচনা করেছেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। বিনাশকালে এসে কেন্দ্রীয় সরকারের বুদ্ধিনাশ হয়েছে বলেও দাবি করেন তিনি। অন্যদিকে আদানী ইস্যুতে সরকারের উদাসীনতার কথাও উল্লেখ করেছেন তিনি। কেন বার বার বলা সত্ত্বেও কেন যৌথ সংসদীয় কমিটি গড়া হল না সেবিষয় প্রশ্ন তুলেছেন তিনি। প্রসঙ্গত, শিল্পপতি গৌতম আদানির বিরুদ্ধে ওঠা অনিয়মের অভিযোগের তদন্তে সংসদে যৌথ সংসদীয় কমিটি গড়ার দাবি তোলেন কংগ্রেস-সহ অন্যান্য বিরোধী সাংসদরা। গত দু'সপ্তাহ ধরে দাবি তোলার পরও সেই দাবি মানে নে কেন্দ্র। উপরোন্তু এক মাসের জন্য সংসদের বাজেট অধিবেশন মুলতুবি করে দিয়েছে মোদী সরকার।
কী বলছে কংগ্রেস?
বিবিসির অফিসে আয়কর হানাকে কেন্দ্র করে মোদী সরকারকে তীব্র কটাক্ষ কংগ্রেস নেতা জয়রাম রমেশের। তিনি বলেছেন,' এই ঘটনা প্রমাণ করে বিনাশকালে মোদী সরকারের বুদ্ধিনাশ হয়েছে।' আদানি ইস্যু টেনে তিনি আরও বলেন, আমরা চেয়েছিলাম জেপিসি। কিন্তু কেন্দ্রের নজর দেখছি শুধু বিবিসির দিকে।'
তথ্যচিত্র নিয়ে বিতর্কের মাঝেই এবার রাজধানী ও বানিজ্যনগরীতে বিবিসির অফিসে হানা দিল আয়কর দফতরের প্রতিনিধি দল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে তৈরি বিবিসির তথ্যচিত্রকে কেন্দ্র করে আগেই উত্তেজনা ছড়িয়েছিল জাতীয় রাজনীতিতে। বিবিসির তথ্যচিত্রকে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ষড়যন্ত্র বলে দাবি করা হয়। এমনকী ভারতে বিবিসিকে নিষিদ্ধকরণের আবেদনও করা হয় শীর্ষ আদালতের কাছে। যদিও সেই আবেদন খারিজ করেছে সুপ্রিম কোর্ট। এই আবহেই মঙ্গলবার বিবিসির অফিসে আয়কর অভিযান ঘিরে নতুন করে জল্পনা সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার বিবিসির দিল্লি ও মুম্বইয়ের অফিসে হানা দেয় ইনকাম ট্যাক্সের প্রতিনিধি দল। ঘটনার জেরে শোরগোল পড়ে যায় জাতীয় রাজনীতিতে। সম্প্রতি ২০০২ সালে গুজরাট দাঙ্গায় প্রধানমন্ত্রী মোদীর ভূমিকা নিয়ে তৈরি তথ্যচিত্র 'ইন্ডিয়া: দ্যা মোদী কোয়েশ্চেন' ঘিরে সংবাদ শিরোনামে কেন্দ্র-বিবিসি সংঘাত। এই বিতর্কের মাঝেই বিবিসির দুই বড় শহরের অফিসে ইনকাম ট্যাক্সের প্রতিনিধি দলের অভিযান এক নতুন মাত্রা যোগ করেছে। যদিও আয়কর দফতর এটিকে 'রেড' বলতে নারাজ। তাঁদের মতে এই অভিযান একটি সাধারণ সার্ভে মাত্র। ঘটনার তীব্র বিরোধিতা করেছেন তৃণমূল সাংসদ মহুইয়া মৈত্র। এই প্রসঙ্গে টুইটও করেছেন তিনি। পাশাপাশি তথ্যচিত্র নিয়ে মুখ খুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও।
কী বললেন মহুয়া মৈত্র?
বিবিসির অফিরে আয়কর হানার ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীইয় সরকারকে তো দাগলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। টুইট বার্তায় তিনি লিখেছে,'বিবিসির দিল্লির অফিসে ইনকাম ট্যাক্সের রেড। সত্যি, কী অপ্রত্যাশিত। অন্যদিকে সেবির দফতরে গল্প করতে গেলে আদানীর ভালোই সেবা করা হয়।'
আরও পড়ুন -
মোদীর নীল জ্যাকেটের রহস্য ভেদ করলেন সেন্থিল শঙ্কর, জানালেন কীভাবে তৈরি করেছেন প্ল্যাস্টিকের জ্যাকেট
তথ্যচিত্র বিতর্কের মাঝেই বিবিসির অফিসে আয়কর হানা, নতুন করে জল্পনা রাজনৈতিক মহলে