অষ্টম বেতন কমিশনের পর মোদী সরকার আরও একগুচ্ছ নতুন সুবিধা ঘোষণা করেছে। কর্মচারীরা এবার তেজস, বন্দে ভারত, হামসফর এক্সপ্রেস-এ ভ্রমণ করতে পারবেন এবং টিকিটের ভাড়া প্রদানের সুবিধাও পাবেন। লেভেল অনুসারে ভ্রমণের সুবিধাও ভিন্ন হবে।
সদ্য অষ্টম বেতন কমিশনের কথা ঘোষণা করেছেন মোদী সরকার। এই কমিশন গঠিত হলে বিপুল পরিমাণে বেতন বাড়বে সরকারি কর্মীদের। সঙ্গে বাড়বে পেনশন।
210
এবার ফের একগুচ্ছ নতুন বিজ্ঞপ্তি জারি করল মোদী সরকার। অষ্টম পে কমিশনের পর আবারও সুখবর। এতে উপকৃত হবেন কর্মী ছাড়া সাধারণ মানুষও।
310
কর্মচারীরা তেজস, বন্দে ভারত, হামসফর এক্সপ্রেস-এ এবার থেকে ভ্রমণ করতে পারবেন। সুপার ফাস্ট ট্রেনগুলোকে অন্তর্ভুক্ত করার ফলে কর্মচারীদের ভ্রমণ আরও আরামদায়ক ও দ্রুত হবে।
410
লেভেল অনুসারে সুবিধা-
লেভেল ১২ বা তার ওপর: এক্সিকিউটিভ চেয়ার কারে ভ্রমণে সুবিধা।
লেভেল ৬ থেকে ১১: এসি ৩ টায়ারে ভ্রমণে অনুমতি।
লেভেল ৫ বা নিচে : এসি ৩ টায়ারে ভ্রমণে সুবিধা।
510
টিকিটের ভাড়া প্রদান-
এবার থেকে চার বছরে দুইবার বাড়ি ভ্রমণ বা দেশের অন্য কোনও ভ্রমণের জন্য টিকিটের টাকা দেওয়া হবে। প্রতিটি দুই বছরের সময়সীমার মধ্যে এই সুবিধা মিলবে।
610
কর্মচারীরা চার বছরে ২ বার এই সুবিধা উপভোগ করতে পারবেন। প্রথম দুই বছরে বাড়ি ভ্রমণ এবং দ্বিতীয় দুই বছরে ছুটি কাটানো জন্য টিকিটের প্রতিদান নেওয়া যাবে।
710
এভাবে সরকারি কর্মীদের জন্য একাধিক সুবিধা নিয়ে এল মোদী সরকার।
810
২০২৬ সাল থেকে কার্যকারী হবে নতুন বেতন কমিশন। এর প্রভাবে ন্যূনতম বেসিক হবে ৫১০০০।
910
তেমনই ন্যূনতম পেনশন হবে ২৫ হাজার টাকা। নতুন বছর মিলবে ধামাকা।
1010
এরই মাঝে ফের কর্মীদের জন্য একাধিক সুবিধার কথা ঘোষণা করল সরকার।