নতুন বছরে বড় চমক! বিনামূল্যে বিদ্যুৎ দেবে মোদী সরকার, জেনে নিন কীভাবে কারা আবেদন করবেন

Published : Dec 31, 2024, 11:38 AM IST

প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনার আওতায় প্রতি মাসে ৩০০ ইউনিট বিনামূল্যে বিদ্যুৎ। ১, ২, এবং ৩ কিলোওয়াট সৌর প্যানেল স্থাপনে ৬০% পর্যন্ত সাবসিডি। অনলাইনে আবেদন করুন pmsuryaghar.gov.in-এ।

PREV
110

রাজ্যবাসীর সুবিধা ও উপকারের কথা মাথায় রেখে মমতা সরকার এনেছে বহু প্রকল্প। সারা মাস জুড়ে কাউকে কাউকে পড়োশানার টাকা দিচ্ছেন তো কাউকে দিচ্ছেন ভাতা। দিচ্ছেন বাড়ি তৈরির টাকাও।

210

এবার রাজ্য নয়। বরং দেশবাসীর কথা ভাবলেন মোদী। মমতাকে টেক্কা দিতে নয়া প্রকল্প চালুর কথা ঘোষণা করলেন।

310

চালু হবে প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনা। এই যোজনার আওতায় যারা আসবেন তারা প্রতি মাসে ৩০০ ইউনিট বিনামূল্যে বিদ্যুৎ পাবেন।

410

এখানে ১ কিলোওয়াট, ২ কিলোওয়াট এবং ৩ কিলোওয়াট সৌর প্যানেল স্থাপনের জন্য বিভিন্ন রকমের সাবসিডি দেওয়া হচ্ছে। ৩ কিলোওয়াট সৌর প্যানেল স্থাপনে পূর্ব ৪০ শতাংশ অনুদান দেওয়া হত, যা এখন ৬০ শতাংশে উন্নীত হয়েছে।

510

তাই দেরি না করে নিয়ে ফেলুন প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনা। এখানে আবেদন করতে পারেন অনলাইনে। https://pmsuryaghar.gov.in ওয়েবসাইটে যেতে হবে।

610

যোজনার আওতায় সাবসিডি নিয়ে আলোচনা করলে দেখা যায়, ১ কিলোওয়াট সৌর প্যানেলের জন্য ৬০,০০০ টাকা খরচ হয়। এর মধ্যে ৩০০০০ টাকা পর্যন্ত অনুদান দেবে সরকার।

710

২ কিলোওয়াট সৌর প্যানেলের জন্য ১, ২০,০০ টাকা খরচ হয়। এর মধ্যে ৬০,০০০ টাকা পর্যন্ত অনুদান দেবে সরকার।

810

৩ কিলোওয়াট সৌর প্যানেলের জন্য ১,৮০,০০০ টাকা খরচ হয়। এর মধ্যে ৭৮,০০০ টাকা পর্যন্ত অনুদান দেবে সরকার। ২০ বছর বিনামূল্যে বিদ্যুতের সুবিধা পাবেন।

910

প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনার সুবিধা নিতে পারেন। কেন্দ্র সরকারের এই যোজনায় বিদ্যুতের অনিশ্চিয়তা থেকে মুক্তি পাওয়া যাবে।

1010

রুফটপ সৌর প্যানেল স্থাপনের পর বিদ্যুতের খরচ ৩০ থেকে ৫০ শতাংশ কমে যায়। সৌর প্যানেল স্থাপনে জন্য সরকার ২০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত সাবসিডি দেয়।

click me!

Recommended Stories