- Home
- West Bengal
- West Bengal News
- বিয়ে থেকে মধুচন্দ্রিমা- সোশ্যাল মিডিয়ায় কুৎসা, বড় পদক্ষেপ নিলেন দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু
বিয়ে থেকে মধুচন্দ্রিমা- সোশ্যাল মিডিয়ায় কুৎসা, বড় পদক্ষেপ নিলেন দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু
বিয়ের পিঁড়িতে বসা থেকে শুরু করে এখনও পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর মন্তব্যে অতিষ্ঠি দিলীপ ঘোষ ও তাঁর স্ত্রী রিঙ্কু মজুমদার ঘোষ। শেষপর্যন্ত অতিষ্ট হয়েই গেলেন বিধাননগরের সাইবার ক্রাইম সেলে। জানিয়ে এলেন অভিযোগ।

কুরুচিকর মন্তব্য
বিয়ের পিঁড়িতে বসা থেকে শুরু করে এখনও পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর মন্তব্যে অতিষ্ঠি দিলীপ ঘোষ ও তাঁর স্ত্রী রিঙ্কু মজুমদার ঘোষ। শেষপর্যন্ত অতিষ্ট হয়েই গেলেন বিধাননগরের সাইবার ক্রাইম সেলে। জানিয়ে এলেন অভিযোগ।
কটাক্ষের স্বীকার
বিয়ের পিঁড়িতে বসা থেকে শুরু করে এখনও পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের স্বীকার হয়েছেন রিঙ্কু আর দিলীপ। তবে এতদিন তারা সেসব বিষয়ে তেমন গুরুত্বদেননি। কিন্তু সম্প্রতি তাঁরা মধুচন্দ্রীমায় গিয়েছিলেন। সেখানের কিছু ছবি পোস্ট করেছিলেন রিঙ্কু। কিন্তু সেই ছবি ধরে ধরে দম্পতির উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্য করেন দুই নেটিজেন।
টার্গেট দিলীপ রিঙ্কু
সূত্রের খবর অনন্যা চট্টোপাঝ্যায় ও ইন্দ্রনীল চক্রবর্তী নামে দুটি অ্য়াকাউন্ট খুলে দিলীপ ও তাঁর স্ত্রীর বিবাহিত জীবন সম্পর্কে অসত্য ও মানহানিকর মন্তব্য ও পোস্ট করেছেন । রিঙ্কুর দাবি উদ্দেশ্য প্রণোদিত ভাবেই তাঁদের হেনস্থা করা হচ্ছে। তাদের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। তাই এজাতীয় মন্তব্য করা হচ্ছে। তাই তিনি পুলিশের দ্বারস্থ হয়েছেন।
দিলীপের মন্তব্য
দিলীপ ঘোষ বলেন, অনেক দিন ধরেই এগুলি চলছে। বেশ কয়েক মাস ধরেই তাঁরা এজাতীয় কুৎসার মুখোমুখী হয়েছে। তিনি আরও বলেছেন, তিনি নিজে খুব একটা সমাজ মাধ্যমে থাকেন না। তাই তাঁর চোখে খুব একটা পড়ে না। কিন্তু স্ত্রী রিঙ্কু সমাজ মাধ্যমে নিয়মিত থাকেন। তাই তিনি অস্বস্তিতে পড়েন। তাই স্ত্রীকে তিনি পুলিশের দ্বারস্থ হতে বলেছেন।
মৃত ছেলেকে নিয়েও পোস্ট!
দিলীপ ঘোষ জানিয়েছেন, ১৮ এপ্রিল তাঁরা বিয়ে করেছেন। সেই সময়ও তাদের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করা হয়েছিল। মে মাসে রিঙ্কুর পুত্র সৃঞ্জয়ের মৃত্য হয়। সেই সময় তাদের কাঠগড়ায় তোলা হয়েছিল। আর তাঁরা সম্প্রতি বেড়াতে গিয়েছিলেন । তাই নিয়েও কুৎসা করা হয়েছে। সেই সবের বিরুদ্ধ সরব হলেন দিলীপ আর রিঙ্কু।

