- Home
- West Bengal
- West Bengal News
- DA Hike: এভাবেই ২৫% মহার্ঘ ভাতা ঢুকবে রাজ্য সরকারি কর্মীদের পকেটে, শোনা যাচ্ছে নবান্নে
DA Hike: এভাবেই ২৫% মহার্ঘ ভাতা ঢুকবে রাজ্য সরকারি কর্মীদের পকেটে, শোনা যাচ্ছে নবান্নে
DA Hike: সুপ্রিম কোর্ট রাজ্য সরকারি কর্মীদের ডিএ বা মহার্ঘ ভাতা মামলায় বকেয়া ২৫% আগামী ৬ সপ্তাহের মধ্যে মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। কিন্তু কী করে দেওয়া হবে মহার্ঘ ভাতার টাকা- যা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে। সূত্র বলছে এভাবে দেওয়া হবে টাকা।

ডিএ মামলায় রায়
সুপ্রিম কোর্ট রাজ্য সরকারি কর্মীদের ডিএ বা মহার্ঘ ভাতা মামলায় বকেয়া ২৫% আগামী ৬ সপ্তাহের মধ্যে মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে।
কী করে মেটানো হবে এই টাকা
বকেয়া ২৫% ডিএ কী করে মেটান হবে? তাই নিয়ে শুরু হয়েছে আলোচনা। কিন্তু এখনও এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় কিছুই বলেননি।
মমতার বার্তা
রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশের মমতা বন্দ্যোপাধ্য়ায় তেমনভাবে কিছু বলেননি। উত্তরবঙ্গ যাওয়ার পথে সোমবার বলেছিলেন, 'আদালতের বিচার্য বিষয়ে কোনও মন্তব্য করবো না। আমরা আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবো।'
উদ্বেগ বাড়ছে রাজ্য সরকারি কর্মীদের
ডিএ মামলার রায় নিয়ে মমতা বন্দ্যোপাধ্য়ায় এখনও পর্যন্ত সঠিক কোনও বার্তা না দেওয়ায় উদ্বেগ বাড়ছে সরকারি কর্মীদের মধ্যে। এই অবস্থায় রাজ্যের সরকারি কর্মীদের একটি সংগঠন ইতিমধ্যেই নবান্নে আইনি নোটিশ পাঠিয়েছে।
রাজ্য সরকারি কর্মীদের আশঙ্কা
ডিএ দিতে রীতিমত টালবাহানা করছে রাজ্য সরকার। এই অভিযোগ রাজ্য সরকারি কর্মীদের। আর সেই কারণেই রাজ্য সরকার আবারও আইনের সাহায্য নিতে পারে বলেও আশঙ্কা করছে।
বকেয়া ডিএ দেওয়ার পরিকল্পনা
সূত্রের খবর রাজ্য সরকার রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ দেওয়ার পরিকল্পনা করছে। সূত্রের খবর পিএফ অ্যাকউন্ট বা প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ডিএ-র টাকা জমা দেওয়ার পরিকল্পনা করছে নবান্ন। যদিও এখনও পর্যন্ত আনুষ্ঠানিক কোনও ঘোষণা নেই।
সময়সীমা নিয়ে ধোঁয়াশা
সময়সীমা এখনো প্রকাশ করা হয়নি। কর্মীরা জানাচ্ছেন, তারা এই সিদ্ধান্তের পেছনে সরকারটির কোনও পরিকল্পনা দেখছেন না, এবং তারা তা পেতে কীভাবে কার্যকর হবে সে বিষয়ে পরিষ্কার কিছু জানানো হয়নি।
আইনি নোটিশ গ্রহণ
কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ডিএ সংক্রান্ত বিষয়ে রাজ্য সরকারকে যে আইনি নোটিশ দিয়েছে তা অবশ্য গ্রহণ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। জানিয়েছেন সংগঠনের নেতারা।
আশঙ্কা যাচ্ছে না
কেন্দ্রের সঙ্গে সমহারে ডিএ-র দাবিতে রাজ্য সরকারি কর্মীরা দীর্ঘ দিন ধরেই লড়াই করছেন। আইনি লড়াইয়ের পাশাপাশি তাঁরা প্রতিবাদ বিক্ষোভও দেখাচ্ছে। আইনি লড়াইয়ে একাধিকবার জিতলেও এখনও হাতে পাননি ডিএর টাকা। তাই সিঁদুরে মেঘ দেখলেও তারা ভয় পাচ্ছেন।
রাজ্যের কর্মীদের দাবি
কেন্দ্রের সঙ্গে সমহারে ডিএ-র দাবি করছে রাজ্য সরকারের কর্মীরা। কেন্দ্রের কর্মীরা বর্তমানে ৫৫% ডিএ পাচ্ছেন।
রাজ্যের ডিএ
বাজেট অধিবেশনে মমতা বন্দ্যোপাধ্য়ায় রাজ্যের সরকারি কর্মীদের জন্য ৪% ডিএ ঘোষণা করেছে। তাতে রাজ্যের কর্মীদেরডিএ ১৮%।
সপ্তম বেতন কমিশনের দাবি
রাজ্য সরকারি কর্মীদের ডিএর পাশাপাশি সপ্তম বেতন কমিশন গঠনেরও দাবি জানিয়েছেন। কারণ তাঁরা এখনও ষষ্ঠ বেতন কমিশনের অধীনে ডিএ পান।

