Mamata Banerjee: আজ দিল্লির ভারত মণ্ডপমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বসেছে নীতি আয়োগের বৈঠক। কিন্তু এই বৈঠকে উপস্থিত হচ্ছে না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগেরবারও চলে এসেছিলেন মাঝপথে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে নীতি আয়োগ (NITI Aayog)-এর বৈঠেকে এবার গেলেনই না মমতা বন্দ্যোপাধ্যায়। আগেরবারে বক্তব্যের মাঝপথে মাইক বন্ধ করে দেওয়া হয়েছিল এই অভিযোগে নীতি আয়োগের বৈঠক ছেড়ে বেরিয়ে এসেছিলেন। কিন্তু এবার তিনি গেলেনই না।
আজ দিল্লির ভারত মণ্ডপমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বসেছে নীতি আয়োগের বৈঠক। ইতিমধ্যে বৈঠকে উপস্থিত হয়েছেন একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী ও লেফটেন্যান্ট গভর্নররা। ২০৪৭ সালের মধ্যে উন্নত ভারত, বিকশিত রাজ্য তৈরির রোডম্যাপ নিয়ে আলোচনা হচ্ছে বৈঠকে। এদিনের বৈঠকে উদ্যোক্তা ও কর্মসংস্থান নিয়ে আলোচনা হচ্ছে। তিনটি মূল বিষয়কে কেন্দ্র করে আলোচনা হচ্ছে। যেগুলি হল উৎপাদন ও পরিষেবা, MSMEতে কর্মসংস্থান আর সজুব অর্থনীতি টেকসই উন্নয়নের প্রতি ভারতের প্রতিশ্রুতির সাথে সামঞ্জস্য রেখে, পুনর্নবীকরণযোগ্য শক্তি এবং বৃত্তাকার অর্থনীতিতে সুযোগগুলি নিয়ে ব্যাপক আলোচনা অনুষ্ঠিত হবে। উদীয়মান ক্ষেত্রগুলিতে কর্মসংস্থানের সুযোগ তৈরি করার সময় সবুজ প্রযুক্তিতে রূপান্তরের জন্য রাজ্যগুলি তাদের পুনর্নবীকরণযোগ্য শক্তি লক্ষ্যমাত্রা এবং কৌশলগুলি উপস্থাপন করবে বলে আশা করা হচ্ছে। ক্ষুদ্র, ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোগগুলি ভারতের অর্থনীতির মেরুদণ্ড গঠন করে তা স্বীকার করে, বৈঠকে গ্রামীণ অ-কৃষি কর্মসংস্থানের সুযোগ এবং নগর অনানুষ্ঠানিক খাতের চ্যালেঞ্জগুলি মোকাবেলা করা হবে।
অন্যদিকে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আয়োগের বৈঠকে উপস্থিত না হওয়া রাজ্যের ক্ষতি হতে পারে বলেও আশঙ্কা করেছে বিরোধী দল বিজেপি। কিন্তু শাসক দল তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে. কেন্দ্রের মোদী সরকার একধিক প্রকল্পের টাকা আটকে রেখেছে। আর সেই কারণে এই বৈঠকে যোগ দেওয়া আর না দেওয়া একই ব্যাপার। রাজ্য কেন্দ্রের বিরুদ্ধে দীর্ঘ দিন ধরেই অভিযোগ করে যে পাওয়া টাকা আটকে দিয়েছে কেন্দ্র। যদিও কেন্দ্রের পক্ষ থেকে আর্থিক তছরুপের অভিযোগ তোলা হয়।


