খিদের জ্বালা কাঁদছিল, তাই ২ সন্তানকে নদীতে ডুবিয়ে খুন করল মা! মর্মান্তিক ঘটনায় তাজ্জব দেশ

Published : Jun 29, 2024, 10:37 AM ISTUpdated : Jun 29, 2024, 10:38 AM IST
roshni

সংক্ষিপ্ত

খিদের জ্বালা কাঁদছিল তাই ২ সন্তানকে নদীতে ডুবিয়ে খুন করল মা! মর্মান্তিক ঘটনায় তাজ্জব দেশ

২ সন্তানকে নদীতে ডুবিয়ে খুন করল মা। ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের আউরাইয়াতে। খিদেতে কাঁদছিল সন্তানরা, তাই সহ্য করতে না পেরে চরম সিদ্ধান্ত নিলেন মা। ৪ সন্তান রয়েছে ওই মহিলার। একসঙ্গে ৪ জনকেই নদীতে ছুঁড়ে ফেলেন তিনি। পরে দুই সন্তানের নিথর দেহ উদ্ধার করা হয়। এখনও পর্যন্ত নিখোঁজ বাকি দুই সন্তান।

ইতিমধ্যেই অভিযুক্ত মা-কে গ্রেফতার করেছে পুলিস। অভিযুক্তকে জেরা করে জানা যায়, " খিদের জ্বালায় কান্না আর সহ্য করতে পারছিলাম না। তাই নিজের সন্তানদের নদীতে ছুঁড়ে ফেলেছি।"

অভিযুক্ত মায়ের নাম প্রিয়াঙ্কা বলে জানা গিয়েছে। আউরাইয়ার বড়ুয়া গ্রামের বাসিন্দা অভিযুক্ত। পুলিস সূত্র জানা গিয়েছে, স্বামীর মৃত্যুর পর, বাচ্চাদের ভরণপোষণ করতে পারিনি অভিযক্ত। খিদের জ্বালায় তারা কাঁদত। তাই খিদের যন্ত্রণার হাত থেকে বাঁচাতে তাদের হত্যা করা হয়েছে।

দেড় বছর আগে মৃত্যু হয় প্রিয়াঙ্কার স্বামীর। শিশুদের ভরণপোষণ একার দ্বারা করা সম্ভব হচ্ছিল না তাঁর। তাই শেষমেশ বৃহস্পতিবার সকালে মা প্রিয়াঙ্কা তার ৪ সন্তানকে কেশামপুর ঘাটে গিয়ে বাম্বা নদীতে ডুবিয়ে দেয়।

PREV
click me!

Recommended Stories

৭ রাজ্যে SIR প্রক্রিয়ার মেয়াদ বৃদ্ধি , কেন উত্তরপ্রদেশ বেশি সময় পেল আর বাংলা পেলই না
'তাঁর একচোখে দুর্যোধন অন্যচোখে দুঃশাসন'! অমিত শাহকে পাল্টা জবাব মমতা বন্দ্যোপাধ্য়ায়ের