Viral Video: বাসের মধ্যে শ্লীলতাহানির অভিযোগ, মৌলবিকে মেরে জামা ছিঁড়ে পুলিশের হাতে তুলে দিলেন মহিলা

Published : Dec 19, 2023, 11:59 AM IST
viral

সংক্ষিপ্ত

অন্যান্য যাত্রীরাও মৌলবিকে মারতে থাকেন এবং অশ্রাব্য গালাগালি করতে থাকেন। তাঁর হাত ধরে টেনে পরনের জামা ছিঁড়ে দেওয়া হয়।

বাড়িতে হোক বা স্কুল- কলেজে, দিকে দিকে নারী ও শিশুদের প্রতি যৌন নির্যাতনের ঘটনা দিনের পর দিন বেড়েই চলেছে। কিছু কিছু শহরে মহিলা ও পুরুষদের বসার জায়গা পৃথক করে রাখা হলেও অধিকাংশ অঞ্চলেই তেমন কোনও সুব্যবস্থা নেই। ফলত, খারাপ মনোভাবাপন্ন পুরুষদের লালসা থেকে চলন্ত যানের মধ্যেও রক্ষা পান না মহিলারা। তেমনই এক ঘটনার অভিযোগ উঠল অসমে। 

-

অসম রাজ্যের বৃহত্তম শহর গুয়াহাটির একটি বাসে শ্লীলতাহানি করার অভিযোগ উঠল এক মৌলবির বিরুদ্ধে। একই বাসে যাত্রা করছিলেন কয়েকজন অল্প বয়সি মহিলা। সেখানেই বৃদ্ধ মৌলবি তাঁদের গায়ে হাত দিয়েছেন বলে অভিযোগ তোলেন তাঁরা। প্রথমে তাঁর দিকে তাকিয়ে মৌখিকভাবে প্রতিবাদ করলেও তিনি এই কাণ্ডের দায় অস্বীকার করেন বলে অভিযোগ। তারপরেই মৌলবিকে মারতে শুরু করেন ওই মহিলা যাত্রীরা। 

-

কলার ধরে মৌলবিকে মারতে থাকলে বাসের কন্ডাক্টরও ক্ষুব্ধ মহিলাদের সঙ্গে যোগ দেন। অন্যান্য যাত্রীরাও মৌলবিকে মারতে থাকেন এবং অশ্রাব্য গালাগালি করতে থাকেন। তাঁর হাত ধরে টেনে পরনের জামা ছিঁড়ে দেওয়া হয়। তারপরেই ওই বাসে উঠতে দেখা যায় এক পুলিশ কর্মীকে। ওই পুলিশ কর্মীর হাতে অভিযুক্ত মৌলবিকে তুলে দেন ক্ষুব্ধ যাত্রীরা। এই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। 

-

ভাইরাল হওয়া ভিডিওতে ক্ষুব্ধ মহিলাকে রাগের বশে বাসে থাকা অন্য আরেক মুসলমান দম্পতিকে আঙুল তুলে শাসাতেও দেখা যায়। হুমকির সুরে তাঁদের চুপ করে বসে থাকার নির্দেশ দেন অভিযোগকারি মহিলা। তবে, ওই মুসলিম দম্পতিকে কেন ভয় দেখানো হয়েছে, তার কারণ ভিডিওতে স্পষ্ট নয়। 

-

 

 

PREV
click me!

Recommended Stories

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পেলেন ইথিওপিয়ার সর্বোচ্চ সম্মান, গর্বিত নাড্ডা-শাহ
4 Days Work: দারুণ খবর! প্রতি সপ্তাহে ৩ দিন করে ছুটি, বিশেষ বার্তা দিল শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক