Viral Video: বাসের মধ্যে শ্লীলতাহানির অভিযোগ, মৌলবিকে মেরে জামা ছিঁড়ে পুলিশের হাতে তুলে দিলেন মহিলা

অন্যান্য যাত্রীরাও মৌলবিকে মারতে থাকেন এবং অশ্রাব্য গালাগালি করতে থাকেন। তাঁর হাত ধরে টেনে পরনের জামা ছিঁড়ে দেওয়া হয়।

Sahely Sen | Published : Dec 19, 2023 6:29 AM IST

বাড়িতে হোক বা স্কুল- কলেজে, দিকে দিকে নারী ও শিশুদের প্রতি যৌন নির্যাতনের ঘটনা দিনের পর দিন বেড়েই চলেছে। কিছু কিছু শহরে মহিলা ও পুরুষদের বসার জায়গা পৃথক করে রাখা হলেও অধিকাংশ অঞ্চলেই তেমন কোনও সুব্যবস্থা নেই। ফলত, খারাপ মনোভাবাপন্ন পুরুষদের লালসা থেকে চলন্ত যানের মধ্যেও রক্ষা পান না মহিলারা। তেমনই এক ঘটনার অভিযোগ উঠল অসমে। 

-

অসম রাজ্যের বৃহত্তম শহর গুয়াহাটির একটি বাসে শ্লীলতাহানি করার অভিযোগ উঠল এক মৌলবির বিরুদ্ধে। একই বাসে যাত্রা করছিলেন কয়েকজন অল্প বয়সি মহিলা। সেখানেই বৃদ্ধ মৌলবি তাঁদের গায়ে হাত দিয়েছেন বলে অভিযোগ তোলেন তাঁরা। প্রথমে তাঁর দিকে তাকিয়ে মৌখিকভাবে প্রতিবাদ করলেও তিনি এই কাণ্ডের দায় অস্বীকার করেন বলে অভিযোগ। তারপরেই মৌলবিকে মারতে শুরু করেন ওই মহিলা যাত্রীরা। 

-

কলার ধরে মৌলবিকে মারতে থাকলে বাসের কন্ডাক্টরও ক্ষুব্ধ মহিলাদের সঙ্গে যোগ দেন। অন্যান্য যাত্রীরাও মৌলবিকে মারতে থাকেন এবং অশ্রাব্য গালাগালি করতে থাকেন। তাঁর হাত ধরে টেনে পরনের জামা ছিঁড়ে দেওয়া হয়। তারপরেই ওই বাসে উঠতে দেখা যায় এক পুলিশ কর্মীকে। ওই পুলিশ কর্মীর হাতে অভিযুক্ত মৌলবিকে তুলে দেন ক্ষুব্ধ যাত্রীরা। এই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। 

-

ভাইরাল হওয়া ভিডিওতে ক্ষুব্ধ মহিলাকে রাগের বশে বাসে থাকা অন্য আরেক মুসলমান দম্পতিকে আঙুল তুলে শাসাতেও দেখা যায়। হুমকির সুরে তাঁদের চুপ করে বসে থাকার নির্দেশ দেন অভিযোগকারি মহিলা। তবে, ওই মুসলিম দম্পতিকে কেন ভয় দেখানো হয়েছে, তার কারণ ভিডিওতে স্পষ্ট নয়। 

-

 

 

Share this article
click me!

Latest Videos

ফের আবাস যোজনায় দুর্নীতি, তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন মীনাক্ষী মুখোপাধ্যায়
'ইঞ্চিতে ইঞ্চিতে হিসাব নেবে শুভেন্দু' হিন্দুদের উপর আক্রমনে গর্জে উঠলেন বিরোধী দলনেতা | Suvendu
'ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্বও তাঁর তাঁর' তমলুকে কালীপুজো উদ্বোধনে এসে বার্তা শুভেন্দুর
Kali Puja 2024 Live: এশিয়ানেট নিউজ বাংলায় সরাসরি কালীপুজো
কালীপুজোর আগের দিন অভয়ার বাড়িতে অগ্নিমিত্রা, দেখুন কী বললেন এই বিজেপি নেত্রী | Agnimitra Paul